১৪ ডিসেম্বর ২০২৫, রবিবার, ১১:২৫:৫০ পূর্বাহ্ন
শিরোনাম :
১২ ফেব্রুয়ারী ২০২৫ ত্রোয়েদশ জাতীয় নির্বাচন ও গনভোট ফ্যাক্টচেকিং ও কনটেন্ট মডারেশন কর্মীদের ভিসা নিষেধাজ্ঞা ৮ ডিসেম্বর থেকে এফ ও এম সাবওয়ে লাইন সপ্তাহের দিনে রুট পরিবর্তন উইন রোজারিওর খুনি পুলিশের বিরুদ্ধে অভিযোগ গঠনে লেটিকেয়ার অস্বীকৃতিতে জাপানের প্রথম রাজধানী নারা অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা মাহফুজ আলম ও আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া পদত্যাগ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের তফসিল বৃহস্পতিবার সন্ধ্যায় ঘোষণা ইসরায়েলের বিরুদ্ধে বয়কট নিষিদ্ধ করে অ্যাডামসের বিতর্কিত আদেশ হোয়াইট হাউস প্রেস সেক্রেটারির ভাতিজার মাকে মুক্তির নির্দেশ বিশ্বকাপ ফাইনালে টিকেটের দাম ৬ হাজার ডলার


যাদের অনুকূলে বিএনপির গ্রিন সিগন্যাল
বিশেষ প্রতিনিধি
  • আপডেট করা হয়েছে : ০৬-১১-২০২৪
যাদের অনুকূলে বিএনপির গ্রিন সিগন্যাল


বিএনপি আগেই ঘোষণা করে আওয়ামী লীগের বিরুদ্ধে মাঠে যে দল আন্দোলন করবে, তাদের নিয়ে পরবর্তীতে ঐক্য গড়ে সরকার পরিচালনা করবে যদি ক্ষমতায় যেতে পারে। সে ধারাবাহিকতায় বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে কুপোকাত আওয়ামী লীগ। বিএনপিকে শেষ লড়াইয়ে রক্ত ঝরাতে হয়নি। এখন নতুন এক সম্ভাবনার দ্বার উন্মোচিত হয়েছে ক্ষমতায় যাওয়ার। আওয়ামী লীগ মাঠে নেই। সম্ভবত আগামী নির্বাচনেও তারা অযোগ্য থাকতে পারে। এমন প্রেক্ষাপটে বিএনপি নিজেদের গুছিয়ে নিচ্ছে। তবে ভুলে যায়নি রাজপথের সেই সহযোদ্ধাদের। ইতিমধ্যে কেন্দ্রীয়ভাবে ছয় জনকে বিএনপি গ্রিন সিগন্যাল দিয়েছে এবং ওইসব এলাকার বিএনপিকে নির্দেশনা দেওয়া হয়েছে যাতে ভিন্ন দলের এসব নেতাকে পর্যাপ্ত সহায়তা করে বিজয়ী করা যায়। 

চিঠি পাওয়া নেতাদের মধ্যে জাতীয় সমাজতান্ত্রিক দল (জেএসডি) সভাপতি আ স ম আবদুর রবের আসন লক্ষ্মীপুর-৪, নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না, বগুড়া-২, গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকি, ঢাকা-১২, গণঅধিকার পরিষদের (একাংশ) সভাপতি নুরুল হক নুর, পটুয়াখালী-৩ ও রাশেদ খানের ঝিনাইদহ-২ এবং জাতীয় দলের চেয়ারম্যান সৈয়দ এহসানুল হুদার আসন কিশোরগঞ্জ-৫।

এমন চিঠির বাইরে ১২ দলীয় জোট নেতা ও বাংলাদেশ এলডিপির মহাসচিব শাহাদাত হোসেন সেলিমকে মৌখিকভাবে লক্ষ্মীপুর-১ আসনে কাজ করতে বলা হয়েছে বলে জানা গেছে। 

বিএনপির সঙ্গে যুগপৎ আন্দোলনের শরিক কয়েকটি দলের নেতারা জানান, এসব চিঠির মাধ্যমে তারা যাতে প্রতিবন্ধকতা ছাড়াই কাজ করতে পারেন, সেই ব্যবস্থা নেওয়া হয়েছে। বিশেষ করে নিজ নিজ এলাকায় জনসংযোগের মতো কর্মসূচি, কর্মিসভা, সাংগঠনিক সভা যাতে নির্বিঘ্নে করতে পারেন, তা নিশ্চিত করতে বিএনপির স্থানীয় নেতাদের চিঠি দেওয়া হয়েছে। 

শেয়ার করুন