১৫ জানুয়ারী ২০২৬, বৃহস্পতিবার, ০৭:৩০:১৯ অপরাহ্ন
শিরোনাম :
ইমাম নিহতের ঘটনায় টার্নারের বিরুদ্ধে ফৌজদারি অভিযোগ গঠন ম্যানহাটনে মুসলিম মহিলাকে ছুরিকাঘাত, আলবার্টকে ১১ বছরের কারাদণ্ড যুক্তরাষ্ট্রে অভিবাসন কর্মকর্তার গুলিতে নারী নিহত, প্রতিবাদে হাজারো মানুষের বিক্ষোভ ট্রাম্পের কড়াকড়িতে অভিবাসী শ্রমিক কমলেও যুক্তরাষ্ট্রে জন্ম নেওয়া শ্রমিকদের বেকারত্ব বেড়েছে ওয়াশিংটনের ন‍্যাশনাল প্রেসক্লাবে বেগম খালেদা জিয়ার স্মরণে সভা মধ্যবর্তী নির্বাচন পরিচালনার নিয়ম বদলাতে মরিয়া ট্রাম্প জামায়াতের সাথে মার্কিন প্রতিনিধিদের বৈঠক নিয়ে নানা গুঞ্জন এক বাসায় অনেক পোস্টাল ব্যালটের ভিডিও ভাইরাল, ব্যবস্থা চায় বিএনপি বাংলাদেশ গাজার জন্য ট্রাম্প প্রস্তাবিত বাহিনীতে থাকতে চায় বাংলাদেশের সঙ্গেও ক্রিকেটে ভারতীদের ভূ-রাজনীতি


ফেঞ্চুগঞ্জ সোসাইটির সভায় মানবিক কার্যক্রম পরিচালনার সিদ্ধান্ত
মিশিগান প্রতিনিধি
  • আপডেট করা হয়েছে : ০৬-১১-২০২৪
ফেঞ্চুগঞ্জ সোসাইটির সভায় মানবিক কার্যক্রম পরিচালনার সিদ্ধান্ত অনুষ্ঠানে মঞ্চে নেতৃবৃন্দ


সাংগঠনিক কার্যক্রম আরো গতিশীল করার লক্ষ্যে যুক্তরাষ্ট্রের মিশিগানে ফেঞ্চুগঞ্জ সোসাইটি অব মিশিগান ইউএসএর এক সাংগঠনিক মতবিনিময় সভা গত ৩ নভেম্বর রোববার সন্ধ্যায় ওয়ারেন শহরে অবস্থিত সংগঠনের অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন ফেঞ্চুগঞ্জ সোসাইটি অব মিশিগান ইউএসএর সভাপতি মো. কিবরিয়া লিটন। সৈয়দ তায়েফুজ্জামানের সঞ্চালনায় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ফেঞ্চুগঞ্জ মোহাম্মদীয়া সিনিয়র মাদ্রাসার সাবেক শিক্ষক মো. ফয়জুর রহমান বাহার মাস্টার।

সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন আবুল কালাম, হাজি ইছাক আলী খেলা মিয়া, হাজি ফারুক আহমেদ, ইঞ্জিনিয়ার সেলিম আহমদ, সজল আলী, মো. সেলিম। স্বাগত বক্তব্য রাখেন বাবুল মিয়া সোহেল, লিমন চোধুরী, নজরুল ইসলাম খান, মো. জিলানী, জুয়েল খান, মো. মহসিন মিয়া, ফজলুল করিম কুটই, মাহবুবুর রহমান লিপন, মো. সালাম, মো. মহসিন আহমদ, রুবেল আহমদ সাজু, আলাল হোসেন, চপু চৌধুরী, নাসির উদ্দিন রুমান।

সভায় বক্তারা বলেন, ফেঞ্চুগঞ্জ সোসাইটি অব মিশিগান ইউএসএ সেবামূলক সংগঠন। প্রতিষ্ঠালগ্ন থেকে বাংলাদেশের আর্তসামাজিক উন্নয়নে সংগঠনটি কাজ করে যাচ্ছে। সভায় আগামী রমজানে ইফতার ও দোয়া মাহফিল আয়োজনের সিদ্ধান্ত গৃহীত হয়। এছাড়া পবিত্র রমজান মাসে বাংলাদেশে অসহায় ও দুস্থ নারী ও পুরুষ ও শিশুদের আর্থিক অনুদান প্রদানের সিদ্ধান্ত গৃহীত হয়। আলোচনা সভা শেষে দেশ ও জাতির কল্যাণ কামনা করে দোয়া পরিচালনা করেন হাজি ফারুক আহমদ।

শেয়ার করুন