০৬ ডিসেম্বর ২০২৫, শনিবার, ১১:২২:০৫ পূর্বাহ্ন
শিরোনাম :
বিশ্বকাপের ড্র অনুষ্টিত , সহজ গ্রুপে ব্রাজিল - যুক্তরাষ্ট্র ডি গ্রুপে স্ন্যাপ সুবিধা ফিরলেও কঠোর নিয়মে বিপাকে ৪০ মিলিয়ন মানুষ মসজিদে ধারাবাহিক হামলা, উদ্বেগে মুসলিম সম্প্রদায় ফেব্রুয়ারি ১ থেকে রিয়েল আইডি ছাড়া বিমানযাত্রায় লাগবে ৪৫ ডলারের ফি নিউইয়র্কে শীতকালে ঘর গরম রাখার জন্য এনার্জি সহায়তার আবেদন শুরু দারিদ্র্যপীড়িত দেশ থেকে যুক্তরাষ্ট্রে অভিবাসন স্থায়ীভাবে বন্ধের আহ্বান ট্রাম্পের ১৯ দেশের গ্রিনকার্ডধারীদের পুনর্মূল্যায়ন শুরু তারেকের ‘ফেরা ইস্যু’ ঘোলা পানিতে মাছ শিকারে চেষ্টা বিডিআর বিদ্রোহের নৃশংস হত্যাকাণ্ডের কমিশন রিপোর্টে তোলপাড় রাষ্ট্রীয় সর্বোচ্চ মর্যাদায় খালেদা জিয়া


চিকিৎসার জন্য আলালকে বিদেশ যেতে না দেয়ায় মির্জা ফখরুলের নিন্দা
দেশ রিপোর্ট
  • আপডেট করা হয়েছে : ১৪-০৬-২০২২
চিকিৎসার জন্য আলালকে বিদেশ যেতে না দেয়ায় মির্জা ফখরুলের নিন্দা


ভারতে চিকিৎসার নিয়মিত চেকআপের জন্য গত ১২ জুন, বিএনপি’র যুগ্ম মহাসচিব এ্যাডভোকেট সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলালকে সস্ত্রীক ঢাকা বিমানবন্দর থেকে ফিরিয়ে দেয়া হয়েছে। বিএনপি’র যুগ্ম মহাসচিবকে বিমানবন্দর থেকে ফিরিয়ে দেয়ার ঘটনাকে অমানবিক, ন্যাক্কারজনক ও সরকারের একরোখা নীতিরই বহিঃপ্রকাশ উল্লেখ করে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বিবৃতি দিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

আজ মিডিয়ায় পাঠানো এক বিবৃতিতে বিএনপি মহাসচিব বলেন, “ভোটারবিহীন অবৈধ সরকার বিএনপি নেতাকর্মীদের ওপর জুলুমের ধারাবাহিকতায় বিএনপি’র যুগ্ম মহাসচিব এ্যাডভোকেট সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলালকে নিয়মিত চেকআপের জন্য ভারতে যেতে বাঁধা দিয়েছে। তাকে বিমানবন্দরে যাতে বাধা দেওয়া না হয়, সে বিষয়ে হাইকোর্টের অনুমতি এবং চিকিৎসার কাগজপত্র দেখানোর পরও ইমিগ্রেশন কর্তৃপক্ষ চিকিৎসার মতো একটি গুরুত্বপূর্ণ মানবিক বিষয়কে আমলে না নিয়ে জনাব আলালকে বিদেশ যেতে বাধা প্রদানে আবারো প্রমাণিত হলো-সরকার বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়াসহ সিনিয়র নেতৃবৃন্দকে সুচিকিৎসা থেকে বঞ্চিত করে তিলে তিলে নিঃশেষ করতে কর্মসূচি বাস্তবায়ন করে যাচ্ছে।

বিএনপি’র যুগ্ম মহাসচিব আলালকে সুচিকিৎসায় বাধা দেয়া বর্তমান শাসকগোষ্ঠীর একটি জঘন্য মানবতাবিরোধী কাজ। আমি সরকারের এই ন্যাক্কারজনক ও নিষ্ঠুর কর্মকান্ডে ধিক্কার জানাই, প্রতিবাদ জানাই। অবিলম্বে জনাব আলালকে ভারতে চিকিৎসার জন্য যেতে ব্যবস্থা গ্রহণের জন্য সরকারের প্রতি জোর দাবি জানাই।”


শেয়ার করুন