০৫ ডিসেম্বর ২০২৫, শুক্রবার, ০৩:১৪:৩১ অপরাহ্ন
শিরোনাম :
স্ন্যাপ সুবিধা ফিরলেও কঠোর নিয়মে বিপাকে ৪০ মিলিয়ন মানুষ মসজিদে ধারাবাহিক হামলা, উদ্বেগে মুসলিম সম্প্রদায় ফেব্রুয়ারি ১ থেকে রিয়েল আইডি ছাড়া বিমানযাত্রায় লাগবে ৪৫ ডলারের ফি নিউইয়র্কে শীতকালে ঘর গরম রাখার জন্য এনার্জি সহায়তার আবেদন শুরু দারিদ্র্যপীড়িত দেশ থেকে যুক্তরাষ্ট্রে অভিবাসন স্থায়ীভাবে বন্ধের আহ্বান ট্রাম্পের ১৯ দেশের গ্রিনকার্ডধারীদের পুনর্মূল্যায়ন শুরু তারেকের ‘ফেরা ইস্যু’ ঘোলা পানিতে মাছ শিকারে চেষ্টা বিডিআর বিদ্রোহের নৃশংস হত্যাকাণ্ডের কমিশন রিপোর্টে তোলপাড় রাষ্ট্রীয় সর্বোচ্চ মর্যাদায় খালেদা জিয়া ১১ মাসে ২৮ জন বাংলাদেশী ভারতীয় সীমান্ত রক্ষীবাহিনী কর্তৃক নিহত হয়েছে


শ্রমিক দলের সভায় নেতৃবৃন্দ
স্বাধীনতার ঘোষক হিসেবে জিয়ার নাম সংবিধানে অন্তর্ভুক্তির আহবান
দেশ রিপোর্ট
  • আপডেট করা হয়েছে : ১৩-১১-২০২৪
স্বাধীনতার ঘোষক হিসেবে জিয়ার নাম সংবিধানে অন্তর্ভুক্তির আহবান বক্তব্য রাখছেন এডভোকেট জামাল আহমেদ জনি


বাংলাদেশের স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে স্বাধীনতার ঘোষক হিসাবে সংবিধানে অন্তর্ভুক্তি এবং গ্রেজেট প্রকাশের দাবি জানানো হয় যুক্তরাষ্ট্র শ্রমিক দল আয়োজিত ৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবসের অনুষ্ঠানে। অনুষ্ঠানটি গত ১১ নভেম্বর সন্ধ্যায় মাম’স পার্টি হলে অনুষ্ঠিত হয়। যুক্তরাষ্ট্র শ্রমিক দলের সভাপতি জাহাঙ্গীর এম আলমের সভাপদিত্বে এবং সাধারণ সম্পাদক আনোয়ারুল ইসলাম শাহীন ও যুগ্ম সাধারণ সম্পাদক রুহুল আমিনের যৌথ পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় কমিটির অন্যতম সদস্য গিয়াস আহমেদ। প্রধান বক্তা ছিলেন শ্রমিক দলের কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা রফিকুল ইসলাম দুলাল। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বিএনপির চেয়ারপার্সনের পররাষ্ট্র বিষয়ক কমিটির উপদেষ্টা গোলাম ফারুক শাহীন, যুক্তরাষ্ট্র বিএনপির সাবেক সহ সভাপতি এডখোকেট জামাল আহমেদ জনি, নিউইয়র্ক স্টেট বিএনপির সভাপতি মাওলানা অলিউল্যাহ আতিকুর রহমান, নিউইয়র্ক স্টেট বিএনপির সাধারণ সম্পাদক সাঈদুর রহমান সাঈদ, যুক্তরাষ্ট্র বিএনপির সাবেক মহিলা বিষয়ক সম্পাদক সৈয়দা মাহমুদা শিরিন, যুক্তরাষ্ট্র শ্রমিক দলের সিনিয়র সহ সভাপতি মোস্তাক আহমেদ, নিউইয়র্ক স্টেট বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক দেওয়ান কাউছার, নূর আমিন প্রমুখ।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন যুক্তরাষ্ট্র শ্রমিক দলের সহ৯ সভাপতি ওয়াহেদ আলী মন্ডল, মোস্তফা আহমেদ, মাহবুব আলম, মোহাম্মদ হোসেন, সিনিয়র যুগ্ম সম্পাদক মোফাজ্ঝল ভুইয়া, সাংগঠনিক সম্পাদক আবুল কালাম, নিউইয়র্ক স্টেট শ্রমিক দলের সাধারণ সম্পাদক আব্দুল হান্নান শিকতার, যুগ্ম সম্পাদক আইনুল হক আকন্দ, সৈয়দ শফিকুর রহমান তপু, মহিলা সম্পাদিকা রুবি চৌধুরী, প্রদার সম্পাদত নাছির উদ্দিন, আলম বেপারী, সিদ্দিকুর রহমান মান্না, মোহাম্মদ এন হোসেন, ফয়সাল আহমেদ, ফিরোজ হায়দার, জুয়েল, আলম মন্ডল, ফয়সাল, রাজা মিয়া, আ: কাহার, জাহাঙ্গীর আলম, আব্দুস সাত্তার, কামাল হোসেন, ইঞ্জিনিয়ার মাহফুজ, আব্দুল মান্নান, নূরুজ্জামান, বেলায়েত হোসেন, আ: সামাদ আকন্দ, লুৎফর রহমান, এনায়েত খান, ছালাবৎ জং, আবু সালেহ, আমিনুল ইসলাম, মেজবাহ উদ্দিন, মোহাম্মদ ইসলাম, ফরিদ আহমেদ, আব্দুল আজিজ, আিসিব খান, শেখ হাছান প্রমুখ।

প্রধান অতিথির বক্তব্যে গিয়াস আহমেদ, প্রয়োজনীয় সংস্কার শেষে দ্রুত নির্বাচন দিয়ে গণতান্দ্রিক সরকারের হাতে ক্ষমতা হস্তান্তরের আহবান জানান। সেই সাথে বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমাানের বিরুদ্ধে দায়েরকৃত সকল মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানান। একই সাথে তিনি ৭ নভেম্বরের গুরুত্ব ও তাৎপর্য তুলে ধরেন।

এডভোকেট জামাল আহমেদ জনি জাতীয় বিপ্লব ও সয়হতি দিবসে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে শ্রদ্ধার সাথে স্মরণ কবরেন এবং দাবি জানান, বর্তমান সংবিধানে যেন ৭ নভেম্বর এবং শহীদ প্রেসিডেন্ট জিয়ারউর রহমানের নাম আন্তর্ভুক্ত করা হয়।

সভাপতি জাহাঙ্গীর এম আলম অনুষ্ঠান সফল করার জন্য সবার প্রতি ধন্যবাদ জানান এবং সেই সাথে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের স্বাধীনতার ঘোষণা সংবিধানে আন্তর্ভুক্তির দাবি জানান।

শেয়ার করুন