১৪ ডিসেম্বর ২০১২, শনিবার, ০৩:৫৫:৩০ পূর্বাহ্ন


ঢাবি অ্যালামনাইয়ের নির্বাচন : আলম সভাপতি ও রুহুল সা. সম্পাদক
দেশ রিপোর্ট
  • আপডেট করা হয়েছে : ২০-১১-২০২৪
ঢাবি অ্যালামনাইয়ের নির্বাচন : আলম সভাপতি ও রুহুল সা. সম্পাদক নবনির্বাচিত কমিটির সদস্যরা


প্রাচ্যের অক্সফোর্ড খ্যাত ‘ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস ও ঐতিহ্যের পরিপূরক কর্মকা- সুদূর প্রবাসেও অব্যাহত রাখার সংকল্পে ১৪ নভেম্বর অনাড়ম্বর এক অনুষ্ঠানে যুক্তরাষ্ট্রস্থ ‘ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশন’ ২০২৫-২০২৬ মেয়াদের নয়া কমিটি ঘোষণা করা হয়।

নিউইয়র্ক সিটির জ্যামাইকায় একটি পার্টি হলে ঢাবিএর নির্বাচন কমিশনের চেয়ারম্যান আব্দুল আওয়াল সিদ্দিকী বিপুল করতালির মধ্যে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত কমিটির তালিকা উপস্থাপন করেন। এ সময়ে তার পাশে ছিলেন নির্বাচন কমিশনের ডেপুটি চেয়ারম্যান খোরশেদ চৌধুরী এবং ড. মোহাম্মদ আরিফ। 

উল্লেখ্য, প্রায় ৩০ বছরের পুরোনো এই সংগঠনের ঐক্য বজায় রাখতে নিরন্তর প্রয়াসের ফসল হিসেবে নয়া কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন এম এস আলম এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন মো. রুহুল আমিন সরকার। নির্বাচিত অন্য কর্মকর্তারা হলেন-সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মো. গোলাম মোস্তফা, ভাইস প্রেসিডেন্ট মহিউদ্দিন দেওয়ান এবং আব্দুল মতিন, সহকারী সাধারণ সম্পাদক মো. ইউসুফ আলী, কোষাধ্যক্ষ মো. হানিফ মজুমদার, সাংগঠনিক সম্পাদক ইকবাল মোর্শেদ, সাংস্কৃতিক সম্পাদক শামসুন্নাহার নুপুর, দফতর সম্পাদক মো. লিয়াকত আলী, প্রচার ও গবেষণা সম্পাদক মো. আলমগীর শরিফ, তথ্যপ্রযুক্তি এবং সামাজিক মিডিয়া সম্পাদক ইশতিয়াক ফিরোজ। নির্বাহী সদস্যরা হলেন-মো. শামসুদ্দিন গাজী, মো. আজহার আলী খান, সাইফুল ইসলাম ভূইয়া, সুশীল সিনহা এবং বেলাল মাহমুদ। 

একই সঙ্গে সভাপতিমণ্ডলীর নামও ঘোষণা করা হয়। এরা হলেন-সাঈদা আকতার লিলি, মোহাম্মদ হোসেন খান, স্বপন কে বড়ুয়া, আবুল কালাম আজাদ তালুকদার, মোহাম্মদ তাজুল ইসলাম এবং মোল্লা মনিরুজ্জামান।

এ সময় বিদায়ী কমিটির সভাপতি সাঈদা আকতার লিলি ও সাধারণ সম্পাদক গাজী শামসুদ্দিন নয়া কমিটিকে শুভেচ্ছা জানিয়ে বলেন, সম্মুখে এগিয়ে চলতে সব রকমের সহযোগিতা অব্যাহত থাকবে। নবনির্বাচিত কমিটিকে শুভেচ্ছা জানিয়ে আরো বক্তব্য রাখেন প্রাক্তন নির্বাচন কমিশনার আলী ইমাম শিকদার ও অ্যাডভোকেট মজিবুর রহমান এবং নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি মতিউর রহমান।

উপস্থিত সবার প্রতি গভীর কৃতজ্ঞতা জানিয়ে নবনির্বাচিত সভাপতি এম এস আলম এবং সাধারণ সম্পাদক রুহুল আমিন সরকার বলেন, যুক্তরাষ্ট্রে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক সব শিক্ষার্থীকে এই সংগঠনে জড়ো করা হবে এবং সব কর্মকা-কে আরো গতিশীল করতে আমরা সরব থাকবো। এজন্য সবার আন্তরিক সহযোগিতা কামনা করছি।

সব শেষে নির্বাচন কমিশনের চেয়ারম্যান আব্দুল আউয়াল সিদ্দিকী উপস্থিত সবাইকে ধন্যবাদ জানিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন।

শেয়ার করুন