০৫ ডিসেম্বর ২০২৫, শুক্রবার, ০২:২৬:২০ অপরাহ্ন
শিরোনাম :
স্ন্যাপ সুবিধা ফিরলেও কঠোর নিয়মে বিপাকে ৪০ মিলিয়ন মানুষ মসজিদে ধারাবাহিক হামলা, উদ্বেগে মুসলিম সম্প্রদায় ফেব্রুয়ারি ১ থেকে রিয়েল আইডি ছাড়া বিমানযাত্রায় লাগবে ৪৫ ডলারের ফি নিউইয়র্কে শীতকালে ঘর গরম রাখার জন্য এনার্জি সহায়তার আবেদন শুরু দারিদ্র্যপীড়িত দেশ থেকে যুক্তরাষ্ট্রে অভিবাসন স্থায়ীভাবে বন্ধের আহ্বান ট্রাম্পের ১৯ দেশের গ্রিনকার্ডধারীদের পুনর্মূল্যায়ন শুরু তারেকের ‘ফেরা ইস্যু’ ঘোলা পানিতে মাছ শিকারে চেষ্টা বিডিআর বিদ্রোহের নৃশংস হত্যাকাণ্ডের কমিশন রিপোর্টে তোলপাড় রাষ্ট্রীয় সর্বোচ্চ মর্যাদায় খালেদা জিয়া ১১ মাসে ২৮ জন বাংলাদেশী ভারতীয় সীমান্ত রক্ষীবাহিনী কর্তৃক নিহত হয়েছে


এক ম্যাচ হাতে রেখে ভারতের বিপক্ষে সিরিজ জিতল বাংলাদেশ
নিজস্ব প্রতিবেদক
  • আপডেট করা হয়েছে : ০৮-১২-২০২২
এক ম্যাচ হাতে রেখে ভারতের বিপক্ষে সিরিজ জিতল বাংলাদেশ ভারতের দ্বিতীয় ম্যাচে সেঞ্চুরীর পর মেহেদি হাসান মিরাজ /ছবি সংগৃহীত


ভারতের বিরুদ্ধে ওয়ানডে সিরিজ জিতলো বাংলাদেশ। মিরপুর শেরেবাংলায় অনুষ্টিত তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় ম্যাচে ভারতকে দাপটের সঙ্গে খেলে ম্যাচ জিতে নেয় পাচ রানে। 

প্রথম ব্যাটিং করতে নেমে এ ম্যাচে বিপাকে পরে গিয়েছিল বাংলাদেশ। ব্যাট হাতে এক সময় তাদের রান ছিল ৬৯ রান ৬ উইকেট। দ্বায়িত্বশীল সব ব্যাটসম্যনই যখন আউট। তখন দলের দ্বায়িত্ব নেন অভিজ্ঞ মাহমুদুল্লাহ রিয়াদ ও আগের ম্যাচের বিজয়ের নায়ক মেহেদি হাসান মিরাজ। এরা ১৪৮ রানের গুরুত্বপূর্ন পার্টনারশীপ খেলে দলের রান নিয়ে যায় সন্মানজনক অবস্থানে। রিয়াদ ৯৬ বলে ৭৭ করে আউট হলেও মিরাজ শেষ পর্যন্ত অপরাজিত থেকে সেঞ্চুরী করে তবেই ফেরেন। ১০০ রান করেন তিনি ৮৩ বলে। যার মধ্যে  ছক্কা হাকান ৪টি ও চার আটটি। ইনিংস শেষে বাংলাদেশের স্কোর ২৭১/৭। ওয়াশিংটন সুন্দর তিনটি এছাড়া সিরাজ ও মালিক নেন দুটি করে উইকেট।

এরপর ২৭২ রানের জয়ের লক্ষ্যে খেলতে নেমে সুচনাতেই বিরাট কোহলি সহ দ্বায়িত্বশীলদের হারাতে থাকে ভারত। এক সময় দলের রান দাড়ায় ৬৪/৪। পরে আইয়ার আক্সার প্যাটেলদের উপর ভর করে জয়ের লক্ষ্যে এগুতে থাকলেও বাংলাদেশের মুস্তাফিজ সহ অণ্যান্যদের বোলিংয়ের মুখে বেশ পিছিয়ে পরে। এক সময় প্রয়োজনীয় রান রেট ১২ তে চলে গেলে প্রেসার চলে আসে। পরে অবশ্য ইনজুরির জন্য শেষের দিকে ব্যাটিংয়ে নামা রুহিত শর্মা বেশ কয়েকটি শটস খেলে জয়ের সম্ভাবনা জাগিয়ে তুললেও মুস্তাফিজের শেষ ওভার থেকে প্রয়োজনীয় রান নেয়া আর সম্ভব হয়নি। ফলে ইনিংস থেমে যায় তাদের ২৬৬/৯ এ। এবাদত তিনটি এছাড়া সাকিব ও মিরাজ নেন দুটি করে উইকেট। এতে ২-০ তে সিরিজ জিতল বাংলাদেশ। শেষ ম্যাচ চট্টগ্রামে। 


শেয়ার করুন