‘সত্য ও সুন্দরের জন্য সাহিত্য’ স্লোগান নিয়ে প্রবাহ সাহিত্য সাংস্কৃতিক পরিষদ যুক্তরাষ্ট্র গত ২৩ নভেম্বর শনিবার সন্ধ্যায় আয়োজন করে ৫ম সাহিত্য সভা। সভাস্থল ছিল নিউইয়র্কের প্রাণকেন্দ্র জ্যাকসন হাইটস। পরিষদের আহ্বায়ক ড. আবুল কাশেম ছিলেন সভার সভাপতি। প্রধান অতিথি ছিলেন জাতিসংঘে কর্মরত দেশ ও প্রবাসের সাহিত্যাঙ্গনের পরিচিত মুখ কবি কাজী জহিরুল ইসলাম।
আবদুল হামিদ সোহেলের পরিচালনায় অনুষ্ঠানে প্রবাসের লেখক, কবি, গল্পকার ও আবৃত্তি শিল্পীরা উপস্থিত ছিলেন। কবি কাজী জহিরুল ইসলাম কবি-সাহিত্যিকদের ন্যায় পথে অবিচল থেকে লেখনীর মাধ্যমে নির্ভীক পথচলাকে উৎসাহিত করেছেন। তিনি বলেন, সঠিক ও ন্যায় পথে চললে সামাজিক, রাষ্ট্রীয় বিভিন্ন পুরস্কার কেউ না কেউ পেতে পারেন, কিন্তু কবি-সাহিত্যিকদের এ পথেই অবিচল থেকে লেখনী অব্যাহত রাখতে হবে। একজন সত্যিকার কবিকে মানুষ অনেক বছর পরও স্মরণ রাখতে পারে তার সাহিত্যকর্মের মাঝে। সমাজের অসংগতিকে লেখার মাধ্যমে তুলে ধরে এগিয়ে যাওয়ার জন্য সবার প্রতি আহ্বান জানান তিনি।
বিশেষ অতিথি এমসিটিভির সিইও কাজী শামসুল হক প্রবাসে সাহিত্যচর্চায় প্রবাহের উত্তরোত্তর সমৃদ্ধি প্রবহমান থাকবে এ আশা ব্যক্ত করেন।
সাহিত্যসভায় কবিতা আবৃত্তি পর্বে অংশগ্রহণ করেন প্রবাসের বিশিষ্ট আবৃত্তিশিল্পী জি এম ফারুক খান ও নাসিমা আক্তার। বীর মুক্তিযোদ্ধা রেজাউল করিম কিরণ পরিবেশন করেন কাজী নজরুল ইসলামের একটি গান ও স্বরচিত একটি গল্প।
বিশিষ্ট লেখক এস এম মোজাম্মেল হক স্বরচিত ছন্দবদ্ধ একটি কবিতা পাঠ করেন। কাজী জহিরুল ইসলাম তার কবিতা ‘দৃষ্টি ফেরাও’, ড. আবুল কাশেমের স্বরচিত কবিতা, সমসাময়িক বিভিন্ন বিষয়ের ওপর লেখক ও চিন্তক ইমাম চৌধুরীর চারটি গদ্য খণ্ডচিত্র উপস্থাপন, প্রকৗশলী সায়েব খালিশদারের কবিতা আবৃত্তি, মো. তোফাজ্জল হোসেনের কণ্ঠে দুটি নাটকের খণ্ডচিত্র উপস্থাপন-সবকিছুই উপস্থিত শ্রোতারা বেশ উপভোগ করেছেন।
সভায় শুভেচ্ছা বক্তব্য রাখেন সবার পরিচিত প্রবাসের অ্যাকটিভিস্ট কাজী ফৌজিয়া, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক ও বাংলা ভিশন টিভির চিফ বিজনেস ডেভেলপমেনট অফিসার আহমেদ সোহেল, ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সভাপতি এম এস আলম, বিশিষ্ট রাজনীতিবিদ শাহ আলম।
অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সভাপতি মোহাম্মদ সোলায়মান, জাকির হোসেন, মোহাম্মদ সাহাবউদদীন, সায়েমা খান, আফরোজ জামান প্রমুখ।