০৬ ডিসেম্বর ২০২৫, শনিবার, ৬:৪০:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম :
স্ন্যাপ সুবিধা ফিরলেও কঠোর নিয়মে বিপাকে ৪০ মিলিয়ন মানুষ মসজিদে ধারাবাহিক হামলা, উদ্বেগে মুসলিম সম্প্রদায় ফেব্রুয়ারি ১ থেকে রিয়েল আইডি ছাড়া বিমানযাত্রায় লাগবে ৪৫ ডলারের ফি নিউইয়র্কে শীতকালে ঘর গরম রাখার জন্য এনার্জি সহায়তার আবেদন শুরু দারিদ্র্যপীড়িত দেশ থেকে যুক্তরাষ্ট্রে অভিবাসন স্থায়ীভাবে বন্ধের আহ্বান ট্রাম্পের ১৯ দেশের গ্রিনকার্ডধারীদের পুনর্মূল্যায়ন শুরু তারেকের ‘ফেরা ইস্যু’ ঘোলা পানিতে মাছ শিকারে চেষ্টা বিডিআর বিদ্রোহের নৃশংস হত্যাকাণ্ডের কমিশন রিপোর্টে তোলপাড় রাষ্ট্রীয় সর্বোচ্চ মর্যাদায় খালেদা জিয়া ১১ মাসে ২৮ জন বাংলাদেশী ভারতীয় সীমান্ত রক্ষীবাহিনী কর্তৃক নিহত হয়েছে


ঢাকা জেলা অ্যাসোসিয়েশনের নতুন কমিটির বর্ণাঢ্য অভিষেক
দেশ রিপোর্ট
  • আপডেট করা হয়েছে : ০৪-১২-২০২৪
ঢাকা জেলা অ্যাসোসিয়েশনের নতুন কমিটির বর্ণাঢ্য অভিষেক প্রধান অতিথিকে ফুলেল অভিনন্দন


দোহার, নবাবগঞ্জ, কেরানীগঞ্জ, সাভার ও ধামরাই উপজেলা নিয়ে গঠিত ‘ঢাকা জেলা অ্যাসোসিয়েশন, ইউএসএর ২০২৪-২০২৬ মেয়াদের নতুন কার্যকরি কমিটির বর্ণাঢ্য অভিষেক-উৎসব অনুষ্ঠিত হয়েছে। জমজমাট এবং চমৎকার আয়োজনে হলভর্তি অডিটোরিয়ামে গত ৩০ নভেম্বর শনিবার সন্ধ্যায় নিউইয়র্ক সিটির অভিজাত লাগোয়ার্ডিয়া প্লাজা হোটেলের বলরুমে এই অনুষ্ঠান হয়।

‘আমাদের ঢাকা-আমাদের অহংকার’ স্লোগানে উজ্জীবিত অভিষেক উৎসবে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি দুলাল বেহেদু। অনুষ্ঠানের সদস্য সচিব আব্দুল আজিজ এবং শামসুন নাহার নিম্মির উপস্থাপনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য এবং জেবিবিএর সভাপতি ও মূলধারার রাজনীতিবিদ গিয়াস আহমেদ। 

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নিউঅর্লিন্স ইউনিভার্সিটির ইমেরিটাস অধ্যাপক ড. মোস্তফা সরোয়ার, প্রধান নির্বাচন কমিশনার মোহাম্মদ আমান উল্লাহ আমান, বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য জিল্লুর রহমান জিল্লু, বাংলাদেশ সোসাইটির সভাপতি আব্দুর রব মিয়া, সাধারণ সম্পাদক রুহুল আমিন সিদ্দিকী, অনুষ্ঠানের আহ্বায়ক খায়রুল আলম, সদস্য সচিব আব্দুল আজিজ, বিশিষ্ট রিয়েল এস্টেট ব্যবসায়ী নুরুল আজিম, বৃহত্তর কুমিল্লা সোসাইটির সভাপতি ডা. ইনামুল হক, নির্বাচন কমিশনের সদস্য শেখ সালা উদ্দিন আহমেদ খোকন, বীর মুক্তিযোদ্ধা আজাদ হোসেন, আমীন মেহেদী বাবু, প্রধান পৃষ্ঠপোষক বিএইজচ সাইফুর, শাহীনুর রহমান বিপ্লব, তকীর খান প্রমুখ।

প্রধান অতিথির বক্তব্যে মূলধারার রাজনীতিক ও বিএনপির কেন্দ্রীয় নেতা গিয়াস আহমেদ বলেন, ‘আঞ্চলিক সংগঠনের মধ্য দিয়ে আমাদের সম্প্রীতির ঐতিহ্য, সৌহার্দ্যরে বন্ধন অটুট রেখে কল্যাণমূলক কাজে পরস্পরের সহযোগিতার পাশাপাশি ফেলে আসা প্রিয় স্বদেশের উন্নয়নে নিবেদিত থাকতে চাই।’ তিনি বলেন, ‘প্রবাস প্রজন্মকে বাংলাদেশের কৃষ্টি ও কালচারের সঙ্গে পরিচিত রাখতেও ঢাকা জেলা অ্যাসোসিয়েশনের মতো সংগঠনের গুরুত্ব অপরিসীম। তিনি নতুন কমিটির সবাইকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়ে আরো বলেন, আশা করছি ঢাকার ইতিহাস-ঐতিহ্যের পরিপূরক কর্মকা-ে সামনের দুটি বছর বহুজাতিক এ সমাজে আবারও ঝলসে উঠবে উপমহাদেশের অন্যতম মহানগর ঢাকা।’

নিউঅর্লিন্স ইউনিভার্সিটির ইমেরিটাস অধ্যাপক ড. মোস্তফা সরোয়ার বলেন, ভারতীয় উপমহাদেশের সংস্কৃতিকে মহিমান্বিত করতে এই ঢাকার অবিস্মরণীয় ভূমিকা আজও ইতিহাসে ধ্বনিত হচ্ছে। আচার্য জগদীশ চন্দ্র, সত্যেন বোসসহ আরো অনেকের অবদান সে সময়ে বাঙালি সংস্কৃতিতে বিপ্লব এনেছিল। সেসব স্মৃতি হৃদয়ে ধারণ করেই সম্মুখে দিপ্ত প্রত্যয়ে এগিয়ে চলতে হবে ঢাকা জেলা অ্যাসোসিয়েশনকে। আমি নতুন কমিটির সর্বাত্মক সাফল্য কামনা করছি।

অভিষিক্ত কমিটির সভাপতি দুলাল বেহেদু সকলের প্রতি গভীর কৃতজ্ঞতা জানিয়ে বলেন, সর্বস্তরের প্রবাসীর উপস্থিতি আমাদের ভবিষ্যৎ কার্যক্রমকে উৎসাহিত করবে। সকলে নিজ নিজ অবস্থান থেকে সার্বিক উন্নয়নের পরামর্শ দেবেন এ আশা করছি। তিনি আরো বলেন, আপনারা আমাদের যে দায়িত্ব দিয়েছেন আপনাদের সবার মতামতের ভিত্তিতে এই সংগঠনকে আমরা প্রবাসের আদর্শ সংগঠনে পরিণত করবো।

সাধারণ সম্পাদক কাজী আমিনুল ইসলাম স্বপন অনুষ্ঠানকে সফল এবং সার্থক করতে যারা সহযোগিতা করেছেন তাদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন এবং ঢাকা জেলা অ্যাসোসিয়েশনকে সামনে এগিয়ে নিতে সবার সহযোগিতা কামনা করেন।

কমিটির সদস্যদের শপথ অনুষ্ঠান পরিচালনা করেন সংগঠনের প্রধান নির্বাচন কমিশনার আমান উল্লাহ আমান।

শপথ গ্রহণকারীরা হলেন : সভাপতি-দুলাল বেহেদু, সিনিয়র সহ-সভাপতি খায়রুল আলম, সহ-সভাপতি আকতার সিদ্দিকী শামীম, আমির আবতাব, শাহিনুর রহমান বিপ্লব, কবির আহমেদ খান এবং এম এ ইউসুফ ভূঁইয়া, সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম, যুগ্ম-সাধারণ সম্পাদক আব্দুল আজিজ, সহ-সাধারণ সম্পাদক তানভিন আহমেদ এবং দেওয়ান কাওসার, সাংগঠনিক সম্পাদক বি এইচ সাইফুর, সহ-সাংগঠনিক সম্পপাদক রবিউল আলম এবং মোহাম্মদ আলী সবুজ, কোষাধ্যক্ষ সাইফুল ইসলাম সুমন, প্রচার সম্পাদক রফিকুল ইসলাম, ধর্ম বিষয়ক সম্পাদক আজাদ রহমান, দফতর সম্পাদক ফরিদ খান, মহিলা সম্পাদক শারমিনা লিপা, ক্রীড়া সম্পাদক মফিউদ্দিন সফা, সাংস্কৃতিক সম্পাদক মোস্তাক রহমান, আপ্যায়ন সম্পাদক মোস্তাক হোসেন বিপ্লব, সাহিত্য সম্পাদক সাইফুল ইসলাম ইকবাল, সমাজকল্যাণ সম্পাদক লাভলু মিয়া। কার্যকরি কমিটির সদস্যরা হলেন-দেলোয়ার হোসেন, আমিনুল ইসলাম কচি, মোস্তফা কামাল মুকুল, নূর আমিন, আওলাদ হোসেন, মেজবাহ উদ্দিন, এহতেশাম হায়দার সাগর, সেলিম ভূঁইয়া, মনিরুল ইসলাম প্রিন্স, ফারুক দেওয়ান এবং তোফাজ্জল হোসেন। শেষ পর্বে ছিল জনপ্রিয় শিল্পীদের মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান।

ঢাকা জেলা অ্যাসোসিয়েশনের অভিষেক অনুষ্ঠানটি ছিল সম্পূর্ণরূপে ভিন্ন এবং ব্যতিক্রমী একটি অনুষ্ঠানে। সভাপতি দুলাল বেহেদু এবং তার কমিটি শুরুতে প্রমাণ করলো তাদের পক্ষে সুন্দর, পরিচ্ছন্ন এবং ব্যয়বহুল অনুষ্ঠান করা সম্ভব। অনুষ্ঠানের অভিষেক অনুষ্ঠান হয়েছে একটি অডিটোরিয়ামে, সাংস্কৃতিক অনুষ্ঠান হয়েছে আরেকটি অডিটোরিয়ামে এবং খাদ্য পরিবেশনা ছিল আরেক অডিটোয়ামে। মোটামুটি যারাই অনুষ্ঠানে এসেছেন তারাই নতুন কমিটির প্রশংসায় ছিলেন পঞ্চমুখ। বিশেষ সভাপতি দুলাল বেহেদুর। তার উদ্যোগ এবং সকলের সহযোগিতায় অসাধ্য সাধন করেছেন তিনি। এই অনুষ্ঠানের কথা অনেকেই মনে রাখবেন দীর্ঘদিন।

শেয়ার করুন