০৫ ডিসেম্বর ২০২৫, শুক্রবার, ০২:৫৯:১৪ অপরাহ্ন
শিরোনাম :
স্ন্যাপ সুবিধা ফিরলেও কঠোর নিয়মে বিপাকে ৪০ মিলিয়ন মানুষ মসজিদে ধারাবাহিক হামলা, উদ্বেগে মুসলিম সম্প্রদায় ফেব্রুয়ারি ১ থেকে রিয়েল আইডি ছাড়া বিমানযাত্রায় লাগবে ৪৫ ডলারের ফি নিউইয়র্কে শীতকালে ঘর গরম রাখার জন্য এনার্জি সহায়তার আবেদন শুরু দারিদ্র্যপীড়িত দেশ থেকে যুক্তরাষ্ট্রে অভিবাসন স্থায়ীভাবে বন্ধের আহ্বান ট্রাম্পের ১৯ দেশের গ্রিনকার্ডধারীদের পুনর্মূল্যায়ন শুরু তারেকের ‘ফেরা ইস্যু’ ঘোলা পানিতে মাছ শিকারে চেষ্টা বিডিআর বিদ্রোহের নৃশংস হত্যাকাণ্ডের কমিশন রিপোর্টে তোলপাড় রাষ্ট্রীয় সর্বোচ্চ মর্যাদায় খালেদা জিয়া ১১ মাসে ২৮ জন বাংলাদেশী ভারতীয় সীমান্ত রক্ষীবাহিনী কর্তৃক নিহত হয়েছে


৯ ঘণ্টা পর নিয়ন্ত্রণ
সিদ্ধিরগঞ্জের আদমজী ইপিজেডে গ্যাস লাইন ফেটে আগুন
নিজস্ব প্রতিবেদক
  • আপডেট করা হয়েছে : ১৭-০৬-২০২২
সিদ্ধিরগঞ্জের আদমজী ইপিজেডে গ্যাস লাইন ফেটে আগুন আগুন নিয়ন্ত্রনে ফায়ারসার্ভিসের ৮টি ইউনিট কাজ করছে/ছবি সংগৃহীত


নারায়নগঞ্জের ইপিজেডে আগুনের লেলিহান শিখা। সকালে সিদ্ধিরগঞ্জের আদমজী ইপিজেডের ভেতরে একটি কারখানার পাইলিংয়ের কাজ করার সময় গ্যাস লাইন ফেটে ওই ভয়াবহ আগুন লেগেছে বলে খবর পাওয়া গেছে। 

শুক্রবার সকালের ওই আগুন নিয়ন্ত্রনে ফায়ারসার্ভিসের ৮টি ইউনিট কাজ করছে বলে সর্বশেষ খবরে জানা গেছে।  ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, আদমজী ইপিজেডের ভেতরে চালু সব ফ্যাক্টরি বন্ধ করে শ্রমিকদের ছুটি দেওয়া হয়েছে। এ ঘটনায় ক্ষয়ক্ষতির কোনো তথ্য এখনো পাওয়া যায়নি। কারন সংবাদকর্মীদের ইপিজেডের ভেতরে যাবার অনুমতি দেয়া হয়নি বলে অভিযোগ এসেছে। 

এদিকে, নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে আদমজী ইপিজেডের ভেতরে লাগা আগুন ৯ ঘণ্টা পর নিয়ন্ত্রণে এসেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করেছে ফায়ার সার্ভিসের ৮টি ইউনিট। 

দুপুর ১টা পর্যন্ত নিয়ন্ত্রণে আনা যায়নি। পরবর্তিতে গ্যাস লাইন অফ করে দিয়ে আগুন নিয়ন্ত্রনে নিয়ে আসে। জানা গেছে আগুনের উৎপত্তিস্থল থেকে সিদ্ধিরগঞ্জ পাওয়ার স্টেশন অতিনিকটে। ফায়ার সার্ভিস সাংবাদিকদের জানিয়েছে, ইপিজেডের ভেতরে গ্যাসের পাইপলাইন থেকে এ অগ্নিকাণ্ড ঘটেছে।


স্থানীয় একটি সুত্রে জানা গেছে ইপিজেডের একটি খালি প্লটে পাইলিংয়ের কাজ করার সময় গ্যাস লাইনে আঘাত লাগে ও ফেটে যায়। সেখান থেকেই আগুনের উৎপত্তি।  পাইলিং মেশিনটি মাটির ৩০-৪০ ফুট গভীরে চলে যায়। গ্যাসের লাইনের আগুন অনেক উঁচু হয়ে জ্বলতে থাকে। শুক্রবার হওয়ায় আজ ইপিজেডের বেশির ভাগ প্রতিষ্ঠান বন্ধ। অল্প কিছু প্রতিষ্ঠানে ওভার টাইম চলছে। তাদেরও ছুটি দিয়ে দেয়া হয়েছে। 


শেয়ার করুন