১৫ জুলাই ২০২৫, মঙ্গলবার, ১০:২৫:২৯ অপরাহ্ন
শিরোনাম :
শেখ হাসিনা জুলাই আন্দোলন নির্মূলে প্রাণঘাতী অস্ত্র ব্যবহারের নির্দেশ দিয়েছিলেন ডিসেম্বরের মধ্যে নির্বাচনের সকল প্রস্ততি গ্রহনে প্রধান উপদেষ্টার নির্দেশ নিউইয়র্ক সিটির ট্যাক্সিচালকদের ইন্স্যুরেন্সে বছরে ৩০০ ডলার পর্যন্ত সাশ্রয়ের বিল পাস টিপস ও ওভারটাইম আয়ে বছরে সর্বোচ্চ সাড়ে ৩৭ হাজার ডলার পর্যন্ত করছাড় কারাগারে মুসলিম বন্দিদের শূকরজাত খাবার দেওয়ায় মামলা জাতীয় পার্টিতে গৃহবিবাদ চরমে সবকিছুতেই একটা রাজনীতি আছে : রিজওয়ানা হাসান মধ্যরাতের সংবর্ধনা শেষ পর্যন্ত প্রহসনে পরিণত তিন কারণে বিএনপির বেপরোয়ারা নিয়ন্ত্রণে আসছে না জাপায় সিনিয়ররা যে কারণে বলির পাঠা


লন্ডনের হিথ্রো বিমানবন্দরে পৌছেছেন খালেদা জিয়া
দীর্ঘ অপেক্ষার অবসান, মা ও ছেলের সাক্ষাৎ
দেশ অনলাইন
  • আপডেট করা হয়েছে : ০৮-০১-২০২৫
দীর্ঘ অপেক্ষার অবসান, মা ও ছেলের সাক্ষাৎ দীর্ঘ অপেক্ষার লন্ডনের হিথ্রো এয়ারপোর্ট এ মা ও ছেলের সাক্ষাৎ/ছবি সংগৃহীত


 বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া লন্ডনের হিথ্রো বিমান বন্দরে পৌছেছেন। বাংলাদেশ সময় বিকেল ৩.২০ মিনিটের দিকে তাকে বহনকারী কাতারের আমীরের বিশেষ এয়ার অ্যাম্বুলেন্স হিথ্রোতে অবতরণ করেছে । পরে  অপেক্ষমান জ্যেষ্ঠপুত্র তারেক রহমান ও পুত্রবধু জোবায়দা রহমান সহ বিএনপির বেশ কয়েকজন নেতা খালেদা জিয়াকে স্বাগত জানান।

এর আগে গতকাল রাত ১১টা ৪৬ মিনিটে হযরত শাহজালাল (র.) আন্তর্জাতিক বিমানবন্দর থেকে কাতারের আমিরের বিশেষ উপহার রয়েল কাতার আমারি বিশেষায়িত ‘এয়ার অ্যাম্বুলেন্স’ যোগে ঢাকা ত্যাগ করেন তিনি। বিমানবন্দরে তাঁকে ভিআইপি প্রটোকল প্রদান করার কথা জানিয়েছে হিথ্রো কর্তৃপক্ষ। বিমানবন্দরে বেগম জিয়াকে অভ্যর্থনা জানানোর জন্য অপেক্ষমান তাঁর জ্যেষ্ঠপুত্র বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, পুত্রবধূ ডা. জুবাইদা রহমানসহ পরিবারের সদস্য ও যুক্তরাজ্য বিএনপির বিপুলসংখ্যক নেতা-কর্মী।


উল্লেখ্য, প্রায় অর্ধযুগেরও বেশি সময় পর দেখা হবে মা ও ছেলের। যুক্তরাজ্যে পৌঁছে হিথ্রো বিমানবন্দর থেকে বিশেষ অ্যাম্বুলেন্সে বিএনপি চেয়ারপারসনকে সরাসরি পশ্চিম লন্ডনের ঐতিহ্যবাহী হাসপাতাল (অ্যাডভান্স হেলথকেয়ার সেন্টার) ‘লন্ডন ক্লিনিক’-এ নেওয়া হবে এবং সেখানেই তাঁর চিকিৎসা শুরু হবে। ৮০ বছর বয়সি সাবেক এই প্রধানমন্ত্রী দীর্ঘদিন ধরে লিভার সিরোসিস, হৃদরোগ, কিডনি সমস্যাসহ নানা জটিল রোগে ভুগছেন।

শেয়ার করুন