১৬ জানুয়ারী ২০২৫, বৃহস্পতিবার, ০৮:০৬:২৭ পূর্বাহ্ন


লন্ডনের হিথ্রো বিমানবন্দরে পৌছেছেন খালেদা জিয়া
দীর্ঘ অপেক্ষার অবসান, মা ও ছেলের সাক্ষাৎ
দেশ অনলাইন
  • আপডেট করা হয়েছে : ০৮-০১-২০২৫
দীর্ঘ অপেক্ষার অবসান, মা ও ছেলের সাক্ষাৎ দীর্ঘ অপেক্ষার লন্ডনের হিথ্রো এয়ারপোর্ট এ মা ও ছেলের সাক্ষাৎ/ছবি সংগৃহীত


 বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া লন্ডনের হিথ্রো বিমান বন্দরে পৌছেছেন। বাংলাদেশ সময় বিকেল ৩.২০ মিনিটের দিকে তাকে বহনকারী কাতারের আমীরের বিশেষ এয়ার অ্যাম্বুলেন্স হিথ্রোতে অবতরণ করেছে । পরে  অপেক্ষমান জ্যেষ্ঠপুত্র তারেক রহমান ও পুত্রবধু জোবায়দা রহমান সহ বিএনপির বেশ কয়েকজন নেতা খালেদা জিয়াকে স্বাগত জানান।

এর আগে গতকাল রাত ১১টা ৪৬ মিনিটে হযরত শাহজালাল (র.) আন্তর্জাতিক বিমানবন্দর থেকে কাতারের আমিরের বিশেষ উপহার রয়েল কাতার আমারি বিশেষায়িত ‘এয়ার অ্যাম্বুলেন্স’ যোগে ঢাকা ত্যাগ করেন তিনি। বিমানবন্দরে তাঁকে ভিআইপি প্রটোকল প্রদান করার কথা জানিয়েছে হিথ্রো কর্তৃপক্ষ। বিমানবন্দরে বেগম জিয়াকে অভ্যর্থনা জানানোর জন্য অপেক্ষমান তাঁর জ্যেষ্ঠপুত্র বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, পুত্রবধূ ডা. জুবাইদা রহমানসহ পরিবারের সদস্য ও যুক্তরাজ্য বিএনপির বিপুলসংখ্যক নেতা-কর্মী।


উল্লেখ্য, প্রায় অর্ধযুগেরও বেশি সময় পর দেখা হবে মা ও ছেলের। যুক্তরাজ্যে পৌঁছে হিথ্রো বিমানবন্দর থেকে বিশেষ অ্যাম্বুলেন্সে বিএনপি চেয়ারপারসনকে সরাসরি পশ্চিম লন্ডনের ঐতিহ্যবাহী হাসপাতাল (অ্যাডভান্স হেলথকেয়ার সেন্টার) ‘লন্ডন ক্লিনিক’-এ নেওয়া হবে এবং সেখানেই তাঁর চিকিৎসা শুরু হবে। ৮০ বছর বয়সি সাবেক এই প্রধানমন্ত্রী দীর্ঘদিন ধরে লিভার সিরোসিস, হৃদরোগ, কিডনি সমস্যাসহ নানা জটিল রোগে ভুগছেন।

শেয়ার করুন