৬ সেপ্টেম্বর ২০২৫, শুক্রবার, ৬:৩৭:১৫ অপরাহ্ন


অল্প করে হাঁটতে পারছেন খালেদা জিয়া
দেশ অনলাইন
  • আপডেট করা হয়েছে : ১৩-০১-২০২৫
অল্প করে হাঁটতে পারছেন খালেদা জিয়া


ফিজিওথেরাপি চলছে খালেদা জিয়ার।  হাটতেও পারছেন এখন তিনি অল্প অল্প করে। লন্ডন ক্লিনিকে তার অবস্থা আগের তুলনায় উন্নতি ঘটছে বলে জানা গেছে।

বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী  বেগম খালেদা জিয়ার স্বাস্থ্যের উন্নতি হয়েছে বলে জানিয়েছেন তার ব্যক্তিগত চিকিৎসক ও স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন। তিনি জানান, বেগম জিয়া কারো সাহায্য ছাড়া একাই  হাঁটতে পারছেন। রোববার সাংবাদিকদের কাছে  তিনি এসব কথা বলেন।

   
এদিকে ক্লিনিকে খালেদা জিয়া তারেক রহমানের বাসায় পাক করা খাবার গ্রহন করছেন। আর খাবার প্রতিদিন বহন করে নিয়ে আসেন তারেক রহমান ও জুবাইদা রহমান।

 ডা. জাহিদ আরো জানান,  চিকিৎসক প্যাট্রিক কেনেডি খালেদা জিয়াকে পর্যবেক্ষণ করেছেন । তাকে নিয়মিত ফিজিওথেরাপি দেয়া হচ্ছে।

শেয়ার করুন