২৬ ডিসেম্বর ২০২৫, শুক্রবার, ০৮:১৬:৩৬ অপরাহ্ন
শিরোনাম :
তামাক নিয়ন্ত্রণ আইনের সংশোধনী অনুমোদনে প্রজ্ঞা-আত্মা’র অভিনন্দন, দ্রুত গেজেট প্রকাশের দাবি বাংলাদেশের মাটি স্পর্শ করলেন তারেক রহমান ফুজি ফিফথ স্টেশন ইতিহাস গড়ে বিচারপতি হলেন বাংলাদেশি আমেরিকান সোমা হাদির খুনিদের শাস্তির দাবিতে স্মারকলিপি ও গায়েবানা জানাজা মেরিল্যান্ড বিশ্ববিদ্যালয়ে ‘স্যাংচুয়ারি ক্যাম্পাস’ ঘোষণার দাবি শিক্ষার্থীদের কিউনি ও সুইনি ছাত্রছাত্রীদের জন্য এক্সেলসিয়র স্কলারশিপ ২০২৬-এর আবেদন প্রক্রিয়া শুরু তৃতীয় দেশে ফেরত পাঠানোর যুক্তিতে আশ্রয় আবেদন বাতিলের উদ্যোগ যুক্তরাষ্ট্রে ন্যাচারালাইজড নাগরিকত্ব বাতিলের নতুন নির্দেশনা ট্রাম্পের নতুন ভ্রমণ নিষেধাজ্ঞায় ৩৯ দেশ


প্রবাসী শেরপুর জেলা সমিতি ইউএসএর নতুন কমিটি
দেশ রিপোর্ট
  • আপডেট করা হয়েছে : ২৯-০১-২০২৫
প্রবাসী শেরপুর জেলা সমিতি ইউএসএর নতুন কমিটি সভাপতি প্রদোষ চক্রবর্তী ও সাধারণ সম্পাদক মোহাম্মদ ছামেদুল হক ঝন্টু


প্রবাসী শেরপুর জেলা সমিতি ইউএসএর সভাপতি নাহিদ রায়হান লিখনের সভাপতিত্বে এক বিশেষ সভা অনুষ্ঠিত হয় ১১ জানুয়ারি। ব্রঙ্কসের আল-আকসা পার্টি হলে আয়োজিত সভায় ২০২৫-২০২৬ সালের নতুন কমিটি গঠিত হয়েছে। সংগঠনের প্রধান উপদেষ্টা সাংবাদিক মো. আবুল কাশেমের তত্ত্বাবধানে আয়োজিত পর্বে সর্বসম্মতিক্রমে প্রকৌশলী প্রদোষ চক্রবর্তীকে সভাপতি ও মো. ছামেদুল হক ঝন্টুকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়।

গত ২৫ জানুয়ারি জ্যাকসন হাইটসের নবান্ন পার্টি সেন্টারে সংগঠনের এক বর্ধিত সভায় ২৩ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কার্যকরি কমিটি গঠন করা হয়। কমিটির অন্য নির্বাচিত সদস্যরা হলেন- মো. আক্তারুজ্জামান-সিনিয়র সহ-সভাপতি, সাবেরা জামান চৌধুরী সিনিয়র সহ-সভাপতি, মো. আল আমিন সহ-সভাপতি, এস এম আসাদুজ্জামান সেলিম সহ-সভাপতি, নাইস চৌধুরী যুগ্ম সাধারণ সম্পাদক, লিটন জামান সহ-সাধারণ সম্পাদক, মো. রাকিবুল ইসলাম (রাসেল) কোষাধ্যক্ষ, খন্দকার মেহেদী হাসান সাংগঠনিক সম্পাদক, মো. সফিউল আলম (সোহাগ) ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক, মোছা. সাবিনা ইয়াসমিন সমাজকল্যাণ সম্পাদক, শিহাব কিবরিয়া (শ্রাবণ) প্রচার ও দফতর সম্পাদক এবং কার্যকরি সদস্যরা- নাহিদ রায়হান লিখন, মো. মাসুদ পারভেজ মুক্তা, মো. সিরাজুল ইসলাম, মোস্তফা সাদী, মো. সাহিদুল আলম (শাহীন), রেখা জামান চৌধুরী, গৌতম চক্রবর্তী মিন্টু, মো. শাহিনুর আলম শাহীন, মোস্তারীন আক্তার লিমু ও মো. শহিজুদ্দিন মিয়া (শিমুল)।

একই বর্ধিত সভায় সংগঠনের প্রধান উপদেষ্টা সাংবাদিক মো. আবুল কাশেমকে প্রধান সমন্বয়কারী এবং মো. রাকিবুল ইসলাম রাসেলকে আহ্বায়ক করে ৬ সদস্যবিশিষ্ট অভিষেক উদযাপন কমিটি গঠন করা হয়। উদযাপন কমিটির অন্য সদস্যরা, গৌতম চক্রবর্তী মিন্টু যুগ্ম আহ্বায়ক, নাইস চৌধুরী সদস্যসচিব, লিটন জামান সদস্য ও খন্দকার মেহেদী হাসান সদস্য।

মো. আবুল কাশেম জানান, আগামী ২২ ফেব্রুয়ারি জ্যামাইকার আল-আকসা পার্টি হলে নতুন কমিটির বর্ণাঢ্য অভিষেক সম্পন্ন করা হবে।

শেয়ার করুন