০৫ ডিসেম্বর ২০২৫, শুক্রবার, ০২:১৫:২৬ অপরাহ্ন
শিরোনাম :
স্ন্যাপ সুবিধা ফিরলেও কঠোর নিয়মে বিপাকে ৪০ মিলিয়ন মানুষ মসজিদে ধারাবাহিক হামলা, উদ্বেগে মুসলিম সম্প্রদায় ফেব্রুয়ারি ১ থেকে রিয়েল আইডি ছাড়া বিমানযাত্রায় লাগবে ৪৫ ডলারের ফি নিউইয়র্কে শীতকালে ঘর গরম রাখার জন্য এনার্জি সহায়তার আবেদন শুরু দারিদ্র্যপীড়িত দেশ থেকে যুক্তরাষ্ট্রে অভিবাসন স্থায়ীভাবে বন্ধের আহ্বান ট্রাম্পের ১৯ দেশের গ্রিনকার্ডধারীদের পুনর্মূল্যায়ন শুরু তারেকের ‘ফেরা ইস্যু’ ঘোলা পানিতে মাছ শিকারে চেষ্টা বিডিআর বিদ্রোহের নৃশংস হত্যাকাণ্ডের কমিশন রিপোর্টে তোলপাড় রাষ্ট্রীয় সর্বোচ্চ মর্যাদায় খালেদা জিয়া ১১ মাসে ২৮ জন বাংলাদেশী ভারতীয় সীমান্ত রক্ষীবাহিনী কর্তৃক নিহত হয়েছে


তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিলের অন্যতম করিগর
সাবেক প্রধান বিচারপতি খায়রুল হককে গ্রেপ্তারের দাবি
দেশ অনলাইন
  • আপডেট করা হয়েছে : ২১-১২-২০২৪
সাবেক প্রধান বিচারপতি খায়রুল হককে গ্রেপ্তারের দাবি সাবেক প্রধান বিচারপতি খায়রুল হক/ফাইল ছবি


তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করে দেশে অস্থিতিশীলতা তৈরি করার জন্য সাবেক প্রধান বিচারপতি খায়রুল হককে গ্রেপ্তার করে বিচারের আওতায় আনার দাবি জানিয়েছেন ঢাকা জেলা যুবদল সভাপতি ইয়াসিন ফেরদৌস মুরাদ।


শুক্রবার (২০ ডিসেম্বর) ধামরাইয়ের আমতা, বালিয়া ও চৌহাট ইউনিয়ন বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠন আয়োজিত এক সমাবেশে তিনি এ কথা বলেন।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের লক্ষে বালিয়া বাসস্ট্যান্ডের সামনে এই সমাবেশ অনুষ্ঠিত হয়। ইয়াসিন ফেরদৌস মুরাদ বলেন, খায়রুল হক বেআইনিভাবে তত্ববধায়ক সরকার ব্যবস্থা বাতিল করে দলীয় সরকার ব্যবস্থা প্রবর্তন করেছিলেন। বাংলাদেশে অশান্তির মূলে ছিল এই রায়।
তত্ত্বাবধায়ক সরকার পুনর্বহালে হাইকোর্ট যে রায় দিয়েছে তাতে বিএনপির বিজয় হয়েছে বলে মন্তব্য করেন তিনি। মুরাদ বলেন, এক যুগের বেশি সময় এই ব্যবস্থা পুনর্বহালের দাবিতে আন্দোলন করেছি। আমাদের হাজার হাজার নেতাকর্মী প্রাণ দিয়েছেন।


মুরাদ বলেন, ভারতীয় আগ্রাসের কারণে আমাদের স্বাধীনতা-সার্বভৌমত্ব আজ হুমির মুখে। আওয়ামী লীগ ফ্যাসিবাদী সরকারের নতজানু পররাষ্ট্রনীতির কারণে ভারত আমাদের সঙ্গে প্রভুর মতো আচরণ করে। তারেক রহমানের নেতৃত্বে ভারতের এসব আগ্রাসনের জবাব দেওয়া হয়েছে।


ধামরাই উপজেলা বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি আসিফুর রহমান মিলনের সভাপতিত্ব আরো বক্তব্য দেন স্থানীয় নেতা দেলোয়ার হোসেন, এম এ জলিল, আনসার আলী, খন্দকার আইয়ুব, খন্দকার আবু তাহের মুকুট, সাবিনা ইয়াসমিন, লোকমান দেওয়ান প্রমুখ।


শেয়ার করুন