চাঁদ দেখা সাপেক্ষে আগামী ১ মার্চ প্রথম রমজান। বিভিন্ন মসজিদের ইমাম এবং মসজিদ কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকের সঙ্গে আলাপকালে জানা যায়, চাঁদ দেখা সাপেক্ষে আগামী ১ মার্চ প্রথম রমজান। আগামী ২৮ ফেব্রুয়ারি থেকে বিভিন্ন মসজিদে শুরু হবে পবিত্র তারাবি এবং ওই রাতেই সাহরি খেতে হবে। তারা আরো জানান, নিউইয়র্কসহ উত্তর আমেরিকার অধিকাংশ মসজিদেই খতম তারাবি অনুষ্ঠিত হবে। তবে গুটিকয়েক মসজিদে সুরা তারাবি অনুষ্ঠিত হবে। নিউইয়র্কসহ উত্তর আমেরিকায় আগে একসময় হাফেজের সংকট থাকলেও এখন হাফেজের সংকট নেই। নিউইয়র্কেই এখন অনেক কোরআনে হাফেজ রয়েছেন। গত ৯ ফেব্রুয়ারি সৌদি আরবের জ্যোতির্বিদ্যা বোর্ডের সদস্য ও রয়্যাল কোর্টের উপদেষ্টা শেখ আব্দুল্লাহ বিন সুলেইমান আল-মানেয়া জানান, জ্যোতির্বিদ্যার হিসাব-নিকাশ অনুযায়ী, আগামী ২৮ ফেব্রুয়ারি সন্ধ্যায় সৌদি আরবে পবিত্র রমজান মাসের চাঁদ দেখা যাবে। এতে দেশটিতে ১ মার্চ শুরু হবে মহিমান্বিত মাস রমজান। তিনি আরো জানিয়েছেন, এ বছরের রমজান মাসটি হবে ২৯ দিনের। সে হিসেবে রমজানের শেষদিন হবে আগামী ২৯ মার্চ। আর ঈদুল ফিতর পালিত হবে ৩০ মার্চ। তবে রমজানের চাঁদ দেখা যাওয়ার বিষয়টি ঘোষণা দেবে সুপ্রিম কোর্ট। রয়্যাল কোর্টের এই সদস্য বলেছেন, ১৪৪৬ হিজরি সনের রমজান মাসের চাঁদটির জন্ম হবে ২৮ ফেব্রুয়ারি রাত ৩টা ৪৪ মিনিটে। ওইদিন সন্ধ্যায় সূর্যাস্তের ৩২ মিনিট পর্যন্ত চাঁদটি আকাশে অবস্থান করবে। যার অর্থ খুব সহজেই চাঁদটি খালি চোখে দেখা যাবে।
এদিকে নিউইয়র্কে বাংলাদেশি অধ্যুষিত এলাকায় বাংলাদেশি মালিকানাধীন গ্রোসারিগুলোতে রমজানের পণ্য তোলা হয়েছে এবং বিশেষ সেল দেওয়া হয়েছে। জ্যাকসন হাইটসের খামারবাড়ি, মাছবাজার, জ্যামাইকার ফাতেমা গ্রোসারিতে বিশেষ সেল চলছে।