০৫ ডিসেম্বর ২০২৫, শুক্রবার, ০৪:২২:৪৭ অপরাহ্ন
শিরোনাম :
স্ন্যাপ সুবিধা ফিরলেও কঠোর নিয়মে বিপাকে ৪০ মিলিয়ন মানুষ মসজিদে ধারাবাহিক হামলা, উদ্বেগে মুসলিম সম্প্রদায় ফেব্রুয়ারি ১ থেকে রিয়েল আইডি ছাড়া বিমানযাত্রায় লাগবে ৪৫ ডলারের ফি নিউইয়র্কে শীতকালে ঘর গরম রাখার জন্য এনার্জি সহায়তার আবেদন শুরু দারিদ্র্যপীড়িত দেশ থেকে যুক্তরাষ্ট্রে অভিবাসন স্থায়ীভাবে বন্ধের আহ্বান ট্রাম্পের ১৯ দেশের গ্রিনকার্ডধারীদের পুনর্মূল্যায়ন শুরু তারেকের ‘ফেরা ইস্যু’ ঘোলা পানিতে মাছ শিকারে চেষ্টা বিডিআর বিদ্রোহের নৃশংস হত্যাকাণ্ডের কমিশন রিপোর্টে তোলপাড় রাষ্ট্রীয় সর্বোচ্চ মর্যাদায় খালেদা জিয়া ১১ মাসে ২৮ জন বাংলাদেশী ভারতীয় সীমান্ত রক্ষীবাহিনী কর্তৃক নিহত হয়েছে


চাঁদ দেখা সাপেক্ষে ১ মার্চ প্রথম রমজান
দেশ রিপোর্ট
  • আপডেট করা হয়েছে : ২৬-০২-২০২৫
চাঁদ দেখা সাপেক্ষে ১ মার্চ প্রথম রমজান প্রতীকী ছবি


চাঁদ দেখা সাপেক্ষে আগামী ১ মার্চ প্রথম রমজান। বিভিন্ন মসজিদের ইমাম এবং মসজিদ কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকের সঙ্গে আলাপকালে জানা যায়, চাঁদ দেখা সাপেক্ষে আগামী ১ মার্চ প্রথম রমজান। আগামী ২৮ ফেব্রুয়ারি থেকে বিভিন্ন মসজিদে শুরু হবে পবিত্র তারাবি এবং ওই রাতেই সাহরি খেতে হবে। তারা আরো জানান, নিউইয়র্কসহ উত্তর আমেরিকার অধিকাংশ মসজিদেই খতম তারাবি অনুষ্ঠিত হবে। তবে গুটিকয়েক মসজিদে সুরা তারাবি অনুষ্ঠিত হবে। নিউইয়র্কসহ উত্তর আমেরিকায় আগে একসময় হাফেজের সংকট থাকলেও এখন হাফেজের সংকট নেই। নিউইয়র্কেই এখন অনেক কোরআনে হাফেজ রয়েছেন। গত ৯ ফেব্রুয়ারি সৌদি আরবের জ্যোতির্বিদ্যা বোর্ডের সদস্য ও রয়্যাল কোর্টের উপদেষ্টা শেখ আব্দুল্লাহ বিন সুলেইমান আল-মানেয়া জানান, জ্যোতির্বিদ্যার হিসাব-নিকাশ অনুযায়ী, আগামী ২৮ ফেব্রুয়ারি সন্ধ্যায় সৌদি আরবে পবিত্র রমজান মাসের চাঁদ দেখা যাবে। এতে দেশটিতে ১ মার্চ শুরু হবে মহিমান্বিত মাস রমজান। তিনি আরো জানিয়েছেন, এ বছরের রমজান মাসটি হবে ২৯ দিনের। সে হিসেবে রমজানের শেষদিন হবে আগামী ২৯ মার্চ। আর ঈদুল ফিতর পালিত হবে ৩০ মার্চ। তবে রমজানের চাঁদ দেখা যাওয়ার বিষয়টি ঘোষণা দেবে সুপ্রিম কোর্ট। রয়্যাল কোর্টের এই সদস্য বলেছেন, ১৪৪৬ হিজরি সনের রমজান মাসের চাঁদটির জন্ম হবে ২৮ ফেব্রুয়ারি রাত ৩টা ৪৪ মিনিটে। ওইদিন সন্ধ্যায় সূর্যাস্তের ৩২ মিনিট পর্যন্ত চাঁদটি আকাশে অবস্থান করবে। যার অর্থ খুব সহজেই চাঁদটি খালি চোখে দেখা যাবে।

এদিকে নিউইয়র্কে বাংলাদেশি অধ্যুষিত এলাকায় বাংলাদেশি মালিকানাধীন গ্রোসারিগুলোতে রমজানের পণ্য তোলা হয়েছে এবং বিশেষ সেল দেওয়া হয়েছে। জ্যাকসন হাইটসের খামারবাড়ি, মাছবাজার, জ্যামাইকার ফাতেমা গ্রোসারিতে বিশেষ সেল চলছে।

শেয়ার করুন