৬ সেপ্টেম্বর ২০২৫, শুক্রবার, ১০:০৫:৪৬ পূর্বাহ্ন


বিএনপি নেতা নোমানের রূহের মাগফিরাত কামনায় দোয়া
দেশ রিপোর্ট
  • আপডেট করা হয়েছে : ০৫-০৩-২০২৫
বিএনপি নেতা নোমানের রূহের মাগফিরাত কামনায় দোয়া প্রয়াত আব্দুল্লাহ আল নোমানের রূহের মাগফিরাত কামনায় দোয়া


বিএনপির ভাইস চেয়ারম্যান ও সাবেক মন্ত্রী, বীর মুক্তিযোদ্ধা আবদুল্লাহ আল নোমানের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গত ২৭ ফেব্রুয়ারি স্থানীয় সময় বাদ এশা অনুষ্ঠিত দোয়া মাহফিলের আয়োজন করে নিউইয়র্কে অবস্থানরত নোমানের কয়েকজন কর্মী-সমর্থক এবং বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। জ্যাকসন হাইটস ইসলামিক সেন্টারে অনুষ্ঠিত দোয়া মাহফিলে ইসলামিক সেন্টারের পেশ ইমাম মওলানা আব্দুস সাদেক দোয়া পরিচালনা করেন। অনুষ্ঠানটির সার্বিক তত্ত্বাবধানে ছিলেন তারিক চৌধুরী দিপু ও মাকসুদুল হক চৌধুরী।

দোয়া মাহফিলে আরো উপস্থিত ছিলেন যুক্তরাষ্ট্র বিএনপি নেতা যথাক্রমে- জসিম ভুঁইয়া, আব্দুস সবুর, শামসুল ইসলাম মজনু, মোশাররফ সবুজ, অ্যাএডভোকেট কাজী খায়রুল বাশার, তারিক চৌধুরী দিপু, মাকসুদুল হক চৌধুরী, বদিউল আলম, নাসিম আহমেদ, মোতাহার হোসেন, সুলতান আহমেদ ভুঁইয়া, মোহাম্মদ বাচ্চু মিয়া, মৃধা মোহাম্মদ জসিম, নুর আলম, রাশেদ রহমান, মির্জা আজম, মসজিদ কমিটির সাধারণ সম্পাদক মো হাকিম ও মোহাম্মদ নাদের।

এর আগে, গত ২৫ ফেব্রুয়ারি মঙ্গলবার ভোর ৬টার দিকে রাজধানীর ধানমন্ডির বাসায় ইন্তেকাল করেন আবদুল্লাহ আল নোমান। ২৭ ফেব্রুয়ারি বৃহস্পতিবার বিকাল সাড়ে ৪টার দিকে হেলিকপ্টার যোগে তার মরদেহ চট্টগ্রাম আউটার স্টেডিয়ামে নেয়া হয়। পরে ২৮ ফেব্রুয়ারি গ্রামের বাড়ি রাউজান উপজেলার গহিরায় পারিবারিক কবরস্থানে দাফন করা হয় এই বিএনপি নেতাকে।

শেয়ার করুন