১৫ জানুয়ারী ২০২৬, বৃহস্পতিবার, ০৮:২১:৪৬ অপরাহ্ন
শিরোনাম :
ইমাম নিহতের ঘটনায় টার্নারের বিরুদ্ধে ফৌজদারি অভিযোগ গঠন ম্যানহাটনে মুসলিম মহিলাকে ছুরিকাঘাত, আলবার্টকে ১১ বছরের কারাদণ্ড যুক্তরাষ্ট্রে অভিবাসন কর্মকর্তার গুলিতে নারী নিহত, প্রতিবাদে হাজারো মানুষের বিক্ষোভ ট্রাম্পের কড়াকড়িতে অভিবাসী শ্রমিক কমলেও যুক্তরাষ্ট্রে জন্ম নেওয়া শ্রমিকদের বেকারত্ব বেড়েছে ওয়াশিংটনের ন‍্যাশনাল প্রেসক্লাবে বেগম খালেদা জিয়ার স্মরণে সভা মধ্যবর্তী নির্বাচন পরিচালনার নিয়ম বদলাতে মরিয়া ট্রাম্প জামায়াতের সাথে মার্কিন প্রতিনিধিদের বৈঠক নিয়ে নানা গুঞ্জন এক বাসায় অনেক পোস্টাল ব্যালটের ভিডিও ভাইরাল, ব্যবস্থা চায় বিএনপি বাংলাদেশ গাজার জন্য ট্রাম্প প্রস্তাবিত বাহিনীতে থাকতে চায় বাংলাদেশের সঙ্গেও ক্রিকেটে ভারতীদের ভূ-রাজনীতি


এটিভির কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা
৬ বছরের শিশু তালহার মাথায় সেরার মুকুট
দেশ রিপোর্ট
  • আপডেট করা হয়েছে : ২৬-০৩-২০২৫
৬ বছরের শিশু তালহার মাথায় সেরার মুকুট আকাশ রহমানের সঙ্গে দুই বিজয়ী


এটিভি ইউএসএ-ট্যাপ ট্যাপ সেন্ড কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা ২০২৫-এ প্রথম স্থান অর্জন করেছে ৬ বছরের শিশু তাজবীহ তালহাহ ভুইয়া। গত ২৩ মার্চ নিউইয়র্কের জ্যামাইকার আশা পার্টি হলে সম্পন্ন হলো প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনালে। এ সময় উপস্থিত ছিলেন নিউইয়র্কের আলেম-ওলামা, বিভিন্ন মসজিদের ইমাম, কমিউনিটির গণ্যমান্য ব্যক্তিসহ বিভিন্ন স্তরের মানুষ।

কোরআন তেলাওয়াত প্রতিযোগিতায় দ্বিতীয় হয়েছে সারাবন তহুরা এবং তৃতীয় মোহাম্মদ সুরাইম সালেহ। বিজয়ীদের হাতে পুরস্কারের অর্থ ও সার্টিফিকেট তুলে দেন সম্মানিত অতিথিরা। সেরা দশ প্রতিযোগীকে দেওয়া হয় আকর্ষণীয় পুরস্কার। এছাড়া অংশগ্রহণকারী সবাইকেই দেওয়া হয়েছে সার্টিফিকেট।

নিউইয়র্কের পাঁচটি বরো থেকে উঠে আসা ১৬ জন প্রতিযোগী অংশ নেন গ্র্যান্ড ফিনালে। প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করে তাজবীহ তালহাহ ভুইয়া পেয়েছে দেড় হাজার ডলার পুরস্কার। দ্বিতীয় স্থান অধিকার করে সারাবন তহুরার হাতে তুলে দেওয়া হয় ১ হাজার ডলার এবং তৃতীয় স্থান অধিকার করা মোহাম্মদ সুরাইম সালেহ পায় ৫০০ ডলার অর্থ পুরস্কার।

আশা পার্টি হলে জমকালো আয়োজনে অনুষ্ঠিত চূড়ান্ত পর্বে অংশ নেওয়া প্রতিযোগীদের কণ্ঠে প্রতিধ্বনিত হয় কোরআনের সুমধুর আয়াত। অংশগ্রহণকারী প্রতিটি প্রতিযোগীই ছিল অসাধারণ। তাদের কণ্ঠে উঠে আসা কোরআন তেলাওয়াতের অনুভূতি ছিল হৃদয়গ্রাহী।

প্রতিযোগিতায় বিচারক হিসেবে দায়িত্ব পালন করেন মাওলানা মির্জা আবু জাফর বেগ ও মাওলানা শাহ মোহাম্মদ সাইফুল্লাহ সিদ্দিকী। অনুষ্ঠান সঞ্চালনা করেন মাওলানা মোহাম্মদ শহীদুল্লাহ।

কোরআন নাজিলের মাস পবিত্র রমজানে আমেরিকার মাটিতে কোরআন তেলাওয়াত প্রতিযোগিতার আয়োজন করায় এটিভি ইউএসএকে কৃতজ্ঞতা জানান নিউইয়র্কস্থ কনসাল জেনারেল মোহাম্মদ নাজমুল হুদা।

পবিত্র কোরআনের বাণী সর্বত্র ছড়িয়ে দিতে এটিভি ইউএসএ বদ্ধপরিকর উল্লেখ করে প্রতিযোগিতায় সহযোগিতা করায় সবাইকে কৃতজ্ঞতা জানান এটিভি ইউএসএর প্রেসিডেন্ট এবং সিইও আকাশ রহমান। তিনি বলেন, প্রতিযোগিতার সিদ্ধান্ত নেওয়ার পর স্বল্প সময়ে এতো বড় আয়োজন করা নিয়ে অনেকে সংশয় প্রকাশ করলেও সফলভাবে আয়োজন সম্পন্ন করতে পেরেছে এটিভি ইউএসএ।

এটিভি ইউএসএর চেয়ারপারসন এশা রহমান কোমলমতি শিশুদের কোরআন তিলাওয়াত শুনে মুগ্ধতা প্রকাশ করেন। তিনি শিশুদের অভিভাবকদের প্রতি কৃতজ্ঞতা জানান। তিন বলেন, মোবাইল ফোন বা ট্যাবে গেমস খেলায় আসক্ত না হয়ে শিশুরা ধর্মীয় শিক্ষাগ্রহণ করছে, যা অত্যন্ত আনন্দের এবং গর্বের।

শেয়ার করুন