০৫ ডিসেম্বর ২০২৫, শুক্রবার, ০২:০৯:১৫ অপরাহ্ন
শিরোনাম :
স্ন্যাপ সুবিধা ফিরলেও কঠোর নিয়মে বিপাকে ৪০ মিলিয়ন মানুষ মসজিদে ধারাবাহিক হামলা, উদ্বেগে মুসলিম সম্প্রদায় ফেব্রুয়ারি ১ থেকে রিয়েল আইডি ছাড়া বিমানযাত্রায় লাগবে ৪৫ ডলারের ফি নিউইয়র্কে শীতকালে ঘর গরম রাখার জন্য এনার্জি সহায়তার আবেদন শুরু দারিদ্র্যপীড়িত দেশ থেকে যুক্তরাষ্ট্রে অভিবাসন স্থায়ীভাবে বন্ধের আহ্বান ট্রাম্পের ১৯ দেশের গ্রিনকার্ডধারীদের পুনর্মূল্যায়ন শুরু তারেকের ‘ফেরা ইস্যু’ ঘোলা পানিতে মাছ শিকারে চেষ্টা বিডিআর বিদ্রোহের নৃশংস হত্যাকাণ্ডের কমিশন রিপোর্টে তোলপাড় রাষ্ট্রীয় সর্বোচ্চ মর্যাদায় খালেদা জিয়া ১১ মাসে ২৮ জন বাংলাদেশী ভারতীয় সীমান্ত রক্ষীবাহিনী কর্তৃক নিহত হয়েছে


এক মাসের আল্টিমেটাম কবি নির্মলেন্দু গুনের
নিজস্ব প্রতিবেদক
  • আপডেট করা হয়েছে : ২৬-১০-২০২২
এক মাসের আল্টিমেটাম কবি নির্মলেন্দু গুনের


এক মাসের আল্টিমেটাম দিয়েছেন কবি নির্মলেন্দু গুন। কামরাঙ্গীচরে তিনি একটি বাড়ি তৈরী করেছেন। দীর্ঘদিন ঘুরেও সে বাড়িতে তিনি গ্যাস সংযোগ নিতে পারেননি। এতে করে বাজার থেকে তরল গ্যাস ক্রয় করে চলতে হচ্ছে তাকে। যাতে তিনি ভীষন আর্থিক ক্ষতির সম্মুখীন। বিভিন্ন সময়ে তিনি গ্যাস সংযোগ প্রসঙ্গে ধর্না দিয়েও যখন কাজ হচ্ছেনা তখন তিনি কিছু দাবী দাওয়া তুলেছেন। সেটা যদি পূরন না হয় তাহলে পুরুস্কারের সঙ্গে পাওয়া স্বাধীনতা পুরুস্কার ও একুশে পদক বিক্রির হুমকি দিয়েছেন। 

নিজের ভেরিফাইড ফেসবুকে লেখা তার স্ট্যাটাসটি তুলে ধরা হলো হুবহু- 


“স্বাধীনতা পুরস্কার ও একুশে পদক প্রাপ্ত দেশের বিশিষ্ট গুণীজনদের অগ্রাধিকারের ভিত্তিতে গ্যাস ও বিদ্যুত সংযোগ দেয়া হোক। 

রেল এবং বিমানের টিকিটও তাঁদের জন্য সংরক্ষিত 

থাকলে ভালো হয়। 

রাষ্ট্রের সর্বোচ্চ পুরস্কার প্রাপকদের এরকম সামান্য বাড়তি সুবিধা তো দেয়া যেতেই পারে। 

আপনারা কী বলেন?

আমি ঢাকার কামরাঙ্গীরচরে একটি ত্রিতল বাড়ি বানিয়েছি ২০১৬ সালে। 

বিদ্যুত-সংযোগ পেলেও আজ পর্যন্ত ( অক্টোবর ২০২২) আমি বারবার চেষ্টা করেও গ্যাস-সংযোগ পাইনি। 

ফলে খোলা বাজার থেকে চড়া মূল্যে আমাকে তরল গ্যাস কিনতে হয়। 

এই ক্ষতি পোষাতে আমি পুরস্কারের সঙ্গে পাওয়া আমার স্বর্ণপদক দুটি বেচে দেয়ার কথা ভাবছি। 

সরকারকে এক মাস সময় দেয়া হলো।”


শেয়ার করুন