০৬ ডিসেম্বর ২০২৫, শনিবার, ৬:৪২:১৬ অপরাহ্ন
শিরোনাম :
বিশ্বকাপের ড্র অনুষ্টিত , সহজ গ্রুপে ব্রাজিল - যুক্তরাষ্ট্র ডি গ্রুপে স্ন্যাপ সুবিধা ফিরলেও কঠোর নিয়মে বিপাকে ৪০ মিলিয়ন মানুষ মসজিদে ধারাবাহিক হামলা, উদ্বেগে মুসলিম সম্প্রদায় ফেব্রুয়ারি ১ থেকে রিয়েল আইডি ছাড়া বিমানযাত্রায় লাগবে ৪৫ ডলারের ফি নিউইয়র্কে শীতকালে ঘর গরম রাখার জন্য এনার্জি সহায়তার আবেদন শুরু দারিদ্র্যপীড়িত দেশ থেকে যুক্তরাষ্ট্রে অভিবাসন স্থায়ীভাবে বন্ধের আহ্বান ট্রাম্পের ১৯ দেশের গ্রিনকার্ডধারীদের পুনর্মূল্যায়ন শুরু তারেকের ‘ফেরা ইস্যু’ ঘোলা পানিতে মাছ শিকারে চেষ্টা বিডিআর বিদ্রোহের নৃশংস হত্যাকাণ্ডের কমিশন রিপোর্টে তোলপাড় রাষ্ট্রীয় সর্বোচ্চ মর্যাদায় খালেদা জিয়া


আইআরএসের কর তথ্য প্রকাশ বন্ধে মামলা
দেশ রিপোর্ট
  • আপডেট করা হয়েছে : ১২-০৩-২০২৫
আইআরএসের কর তথ্য প্রকাশ বন্ধে মামলা আইআরএস


যুক্তরাষ্ট্রের অভিবাসী অধিকার সংস্থা সেন্ট্রো ডি ট্রাবাজাদোরেস ইউনিদোস এবং ইমিগ্রান্ট সলিডারিটি ডু পেজ গত ৭ মার্চ ওয়াশিংটন ডিসি ফেডারেল ডিস্ট্রিক্ট কোর্টে ট্রেজারি সেক্রেটারি স্কট বেসেন্ট, ইন্টারনাল রেভিনিউ সার্ভিস (আইআরএস) এবং আইআরএসের ভারপ্রাপ্ত কমিশনার মেলানি ক্রাউসের বিরুদ্ধে মামলা করেছে। মামলার ইনডেক্স নম্বর ২৫-৬৭৭। মামলায় তারা দাবি করছে যে, অভিবাসন আইনপ্রয়োগকারী সংস্থাগুলোর কাছে কর ফাইল তথ্য সরবরাহ করা আইনিভাবে অবৈধ এবং এটি ব্যক্তিগত গোপনীয়তার লঙ্ঘন করবে। অবৈধ অভিবাসী কর্মীরা যেমন অন্য কর্মীদের মতো আয়কর প্রদান করতে বাধ্য, তেমনি আইআরএসের আইন অনুযায়ী, তাদের করের তথ্যও ব্যক্তিগত এবং গোপনীয় হিসেবে রাখা আবশ্যক, যদি না এটি বিশেষভাবে আইনের মাধ্যমে অনুমোদিত হয়। তবে ট্রাম্প প্রশাসন অভিবাসন নীতি বাস্তবায়নের জন্য এই তথ্য সংগ্রহ করতে চাইছে।

এই মামলার উদ্দেশ্য হল, আইআরএস যেন করদাতাদের গোপনীয়তা রক্ষায় অবিচল থাকে এবং সরকারি কর্তৃপক্ষ যেন অভিবাসী সম্প্রদায়ের গোপন তথ্য অবৈধভাবে সংগ্রহ না করতে পারে। সেন্ট্রো ডি ট্রাবাজাদোরেস ইউনিদোস-এর নির্বাহী পরিচালক আনা গুআহার্দো বলেছেন, ডিএইচএসের করদাতার তথ্য অ্যাক্সেস চাওয়া শুধু অন্যায় নয়, এটি আইনগতভাবে অবৈধ। ইমিগ্র্যান্ট সলিডারিটি ডু পেজের নির্বাহী পরিচালক ক্রিস্টোবাল কাভাজোস জানান, আমরা অভিবাসীদের মর্যাদা, গোপনীয়তা এবং মৌলিক অধিকার রক্ষার জন্য দাঁড়িয়ে আছি। এটি শুধু অভিবাসন বিষয় নয়-এটি সরকারি অত্যাচার, গণতান্ত্রিক অধিকার এবং আমাদের গোপনীয়তার অধিকার রক্ষার বিষয়। পাবলিক সিটিজেনের আইনজীবী নন্দন জোশি বলেন, কংগ্রেস করদাতাদের গোপনীয়তা রক্ষায় যে আইন করেছে, তা নিশ্চিত করা উচিত যে কোনো প্রশাসন সেটি ভঙ্গ না করবে, সে যে রাজনৈতিক উদ্দেশ্যই থাকুক। আইআরএসের তথ্যের গোপনীয়তা রক্ষায় মেলানি ক্রাউসের নেতৃত্বে কর্মী দল প্রতিশ্রুতিবদ্ধ রয়েছে এবং তারা এই মামলার পরিপ্রেক্ষিতে আইনি অবস্থান অনুসরণ করার প্রতি অটল থাকছে।

বিশ্লেষকরা বলছেন, এই মামলা যুক্তরাষ্ট্রের অভিবাসন ও কর ব্যবস্থার মধ্যে এক গভীর রাজনৈতিক, সামাজিক এবং নিরাপত্তাজনিত উত্তেজনা সৃষ্টি করেছে। যুক্তরাষ্ট্রে অভিবাসী অধিকার এবং ট্যাক্স পেমেন্টের মধ্যে একটি সরাসরি সম্পর্ক প্রতিষ্ঠা করা প্রয়োজন, যাতে দেশের অর্থনীতি এবং নিরাপত্তা রক্ষা করা সম্ভব হয়।

শেয়ার করুন