১৭ জুলাই ২০২৫, বৃহস্পতিবার, ০৭:০৫:১৩ পূর্বাহ্ন
শিরোনাম :
গোপালগঞ্জ এখন মুজিববাদী সন্ত্রাসীদের আস্তানায় পরিণত হয়েছে- নাহিদ এনসিপি’র মার্চ টু গোপালগঞ্জ কর্মসূচি ঘিরে ব্যাপক সংঘর্ষ চারজন নিহত নিউইয়র্কে ২০ লাখ মানুষ মেডিকেইড ও ৩ লাখ পরিবার স্ন্যাপ সুবিধা হারাবে নতুন ভিসা ফিতে বাংলাদেশিদের খরচ বাড়বে আড়াই গুণ ট্রাম্পের বিরুদ্ধে ২ কোটি ডলার ক্ষতিপূরণ দাবি মাহমুদ খলিলের টেক্সাসের অভিবাসন আইন এসবি ৪ অসাংবিধানিক ঘোষণা ফ্লোরিডার ‘সিনেট বিল ৪-সির কার্যকারিতা বন্ধ করলো যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্ট নতুন নীতি ঘোষণা : ৯ কারণে নাগরিকত্ব হারাতে পারেন জঙ্গিবাদে সতর্ক থাকার মার্কিনী পরামর্শে নানা প্রশ্ন এনসিপিসহ ১৪৪ নিবন্ধন প্রত্যাশী দলের তথ্যে ঘাটতি


বিশ্বের শীর্ষ ১৫ ভাষার মধ্যে বাংলা ভাষা সপ্তম স্থানে
দেশ রিপোর্ট
  • আপডেট করা হয়েছে : ২১-০৫-২০২৫
বিশ্বের শীর্ষ ১৫ ভাষার মধ্যে বাংলা ভাষা সপ্তম স্থানে


বিশ্বের সর্বশেষ ভাষা পরিসংখ্যানে বাংলা ভাষা আবারও তার শক্ত অবস্থান ধরে রেখেছে। আন্তর্জাতিক ভাষা প্রশিক্ষণ প্রতিষ্ঠান বার্লিৎজ প্রকাশিত তথ্যে জানা গেছে, বিশ্বে সবচেয়ে বেশি ব্যবহৃত ১৫টি ভাষার তালিকায় বাংলা রয়েছে সম্মানজনক সপ্তম স্থানে। বর্তমানে বিশ্বে প্রায় ২৭৩ মিলিয়ন মানুষ বাংলা ভাষায় কথা বলেন।

বার্লিৎজ ইনডেক্স অনুযায়ী, বিশ্বের মোট জনসংখ্যার অর্ধেকেরও বেশি মাত্র ২৩টি ভাষায় কথা বলেন, যদিও পৃথিবীতে প্রচলিত ভাষার সংখ্যা ৭ হাজারের বেশি। এই তালিকায় শীর্ষে রয়েছে ইংরেজি, যার ব্যবহারকারী সংখ্যা প্রায় ১ হাজার ৪৫৬ মিলিয়ন। এরপর রয়েছে ম্যান্ডারিন চীনা (১,১৩৮ মিলিয়ন), হিন্দি (৬১০ মিলিয়ন), স্প্যানিশ (৫৫৯ মিলিয়ন), ফরাসি (৩১০ মিলিয়ন), আধুনিক স্ট্যান্ডার্ড আরবি (২৭৪ মিলিয়ন) এবং সপ্তম স্থানে আমাদের মাতৃভাষা বাংলা।

বাংলা ভাষা শুধু বাংলাদেশেই নয়, পশ্চিমবঙ্গ, ত্রিপুরা, আসামসহ ভারতের বিভিন্ন অঞ্চলে ব্যাপকভাবে ব্যবহৃত হয়। এছাড়াও বিশ্বব্যাপী ছড়িয়ে থাকা প্রবাসী বাঙালিরাও বাংলা ভাষার ব্যবহার ধরে রেখেছেন।

ভাষাবিদদের মতে, বাংলা ভাষার সাহিত্য, সংস্কৃতি ও ইতিহাসের গভীরতা এ ভাষাকে বিশ্বদরবারে এক অনন্য মর্যাদায় পৌঁছে দিয়েছে। ভাষার এই আন্তর্জাতিক অবস্থান বাংলা ভাষা ও সংস্কৃতিকে বিশ্বমঞ্চে তুলে ধরার ক্ষেত্রে নতুন সুযোগ তৈরি করছে।

বিশেষজ্ঞরা বলছেন, এই অর্জন শুধু সংখ্যার দিক থেকে নয়, সাংস্কৃতিক প্রভাব এবং ভাষার ভবিষ্যৎ প্রসার সম্ভাবনার দিক থেকেও তাৎপর্যপূর্ণ। তারা মনে করেন, বাংলা ভাষার এই গৌরবময় অবস্থান ধরে রাখতে প্রজন্মের পর প্রজন্মকে মাতৃভাষার চর্চা ও সংরক্ষণে আগ্রহী করে তুলতে হবে।

শেয়ার করুন