বিশ্বের সর্বশেষ ভাষা পরিসংখ্যানে বাংলা ভাষা আবারও তার শক্ত অবস্থান ধরে রেখেছে। আন্তর্জাতিক ভাষা প্রশিক্ষণ প্রতিষ্ঠান বার্লিৎজ প্রকাশিত তথ্যে জানা গেছে, বিশ্বে সবচেয়ে বেশি ব্যবহৃত ১৫টি ভাষার তালিকায় বাংলা রয়েছে সম্মানজনক সপ্তম স্থানে। বর্তমানে বিশ্বে প্রায় ২৭৩ মিলিয়ন মানুষ বাংলা ভাষায় কথা বলেন।
বার্লিৎজ ইনডেক্স অনুযায়ী, বিশ্বের মোট জনসংখ্যার অর্ধেকেরও বেশি মাত্র ২৩টি ভাষায় কথা বলেন, যদিও পৃথিবীতে প্রচলিত ভাষার সংখ্যা ৭ হাজারের বেশি। এই তালিকায় শীর্ষে রয়েছে ইংরেজি, যার ব্যবহারকারী সংখ্যা প্রায় ১ হাজার ৪৫৬ মিলিয়ন। এরপর রয়েছে ম্যান্ডারিন চীনা (১,১৩৮ মিলিয়ন), হিন্দি (৬১০ মিলিয়ন), স্প্যানিশ (৫৫৯ মিলিয়ন), ফরাসি (৩১০ মিলিয়ন), আধুনিক স্ট্যান্ডার্ড আরবি (২৭৪ মিলিয়ন) এবং সপ্তম স্থানে আমাদের মাতৃভাষা বাংলা।
বাংলা ভাষা শুধু বাংলাদেশেই নয়, পশ্চিমবঙ্গ, ত্রিপুরা, আসামসহ ভারতের বিভিন্ন অঞ্চলে ব্যাপকভাবে ব্যবহৃত হয়। এছাড়াও বিশ্বব্যাপী ছড়িয়ে থাকা প্রবাসী বাঙালিরাও বাংলা ভাষার ব্যবহার ধরে রেখেছেন।
ভাষাবিদদের মতে, বাংলা ভাষার সাহিত্য, সংস্কৃতি ও ইতিহাসের গভীরতা এ ভাষাকে বিশ্বদরবারে এক অনন্য মর্যাদায় পৌঁছে দিয়েছে। ভাষার এই আন্তর্জাতিক অবস্থান বাংলা ভাষা ও সংস্কৃতিকে বিশ্বমঞ্চে তুলে ধরার ক্ষেত্রে নতুন সুযোগ তৈরি করছে।
বিশেষজ্ঞরা বলছেন, এই অর্জন শুধু সংখ্যার দিক থেকে নয়, সাংস্কৃতিক প্রভাব এবং ভাষার ভবিষ্যৎ প্রসার সম্ভাবনার দিক থেকেও তাৎপর্যপূর্ণ। তারা মনে করেন, বাংলা ভাষার এই গৌরবময় অবস্থান ধরে রাখতে প্রজন্মের পর প্রজন্মকে মাতৃভাষার চর্চা ও সংরক্ষণে আগ্রহী করে তুলতে হবে।