২৬ ডিসেম্বর ২০২৫, শুক্রবার, ১০:২৬:০৯ অপরাহ্ন
শিরোনাম :
তামাক নিয়ন্ত্রণ আইনের সংশোধনী অনুমোদনে প্রজ্ঞা-আত্মা’র অভিনন্দন, দ্রুত গেজেট প্রকাশের দাবি বাংলাদেশের মাটি স্পর্শ করলেন তারেক রহমান ফুজি ফিফথ স্টেশন ইতিহাস গড়ে বিচারপতি হলেন বাংলাদেশি আমেরিকান সোমা হাদির খুনিদের শাস্তির দাবিতে স্মারকলিপি ও গায়েবানা জানাজা মেরিল্যান্ড বিশ্ববিদ্যালয়ে ‘স্যাংচুয়ারি ক্যাম্পাস’ ঘোষণার দাবি শিক্ষার্থীদের কিউনি ও সুইনি ছাত্রছাত্রীদের জন্য এক্সেলসিয়র স্কলারশিপ ২০২৬-এর আবেদন প্রক্রিয়া শুরু তৃতীয় দেশে ফেরত পাঠানোর যুক্তিতে আশ্রয় আবেদন বাতিলের উদ্যোগ যুক্তরাষ্ট্রে ন্যাচারালাইজড নাগরিকত্ব বাতিলের নতুন নির্দেশনা ট্রাম্পের নতুন ভ্রমণ নিষেধাজ্ঞায় ৩৯ দেশ


ব্রঙ্কসে পুলিশ অফিসার নাসির চৌধুরীর ওপর হামলা
দেশ রিপোর্ট
  • আপডেট করা হয়েছে : ২৮-০৫-২০২৫
ব্রঙ্কসে পুলিশ অফিসার নাসির চৌধুরীর ওপর হামলা হাসপাতালে ভর্তি অফ-ডিউটি পুলিশ অফিসার নাসির চৌধুরী। গ্রেফতারকৃত আসামি টাভিওন হারগ্রোভ


নিউ ইয়র্ক সিটির ব্রঙ্কসে এক বাংলাদেশি-আমেরিকান অফ-ডিউটি পুলিশ অফিসার নাসির চৌধুরীর ওপর নির্মম হামলা ও অস্ত্র ছিনতাইয়ের ঘটনায় যুক্তরাষ্ট্রজুড়ে আলোড়ন সৃষ্টি হয়েছে। এ ঘটনার চার দিন পর প্রধান সন্দেহভাজন তাভিওন হারগ্রোভ (২৩) কে ভার্জিনিয়ার নর্থ চেস্টারফিল্ড এলাকা থেকে গ্রেফতার করেছে মার্কিন মার্শাল সার্ভিস। সিসিটিভিতে ধরা পড়া সেই ভয়াবহ হামলায় আক্রান্ত এনওয়াইপিডি অফিসার নাসির চৌধুরী মারাত্মকভাবে আহত হন এবং বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন। এ ঘটনায় পুলিশ, প্রশাসন এবং সাধারণ মানুষের মধ্যে ব্যাপক উদ্বেগ তৈরি হয়েছে, এবং তদন্তে এসেছে নতুন মোড়।

গত ২৪ মে শনিবার ভোরে ব্রঙ্কসের ওয়েস্টচেস্টার স্কয়ারের সেন্ট পিটার্স অ্যাভিনিউতে ওই পুলিশ কর্মকর্তার ওপর হামলার ঘটনা ঘটে। সিসিটিভি ফুটেজে দেখা যায়, দুই মুখোশধারী ব্যক্তি হঠাৎ করেই ওই কর্মকর্তাকে আক্রমণ করে। এক হামলাকারী তার গলায় ছুরি ধরে রাখে, অন্যজন তার পকেট তল্লাশি করে। হামলার সময় পাশেই আবর্জনার স্তূপ ছিল-সেখানেই তারা কর্মকর্তাকে ফেলে নির্দয়ভাবে মারধর করে। আহত ২৭ বছর বয়সী পুলিশ কর্মকর্তা নাসির চৌধুরীর মুখমণ্ডলে মারাত্মক আঘাত লাগে। তার চোখের সকেট ভেঙে যায় এবং গালের হাড় ক্ষতিগ্রস্ত হয়। ২৭ মে মঙ্গলবার তার সফল সার্জারি সম্পন্ন হয়েছে। অভিযুক্তরা ওই কর্মকর্তার ব্যক্তিগত অস্ত্র-একটি গ্লক ১৯ ৯এমএম পিস্তল ছিনিয়ে নিয়ে যায়। এ সময় তারা তার ক্রেডিট কার্ডও নিয়ে যায়, যা পরে তার বাবা জেফরি হারগ্রোভ (৫৫) বিভিন্ন দোকানে ব্যবহার করেন। পরে তাকেও গ্রেফতার করা হয়।

অভিযুক্ত তাভিওন হারগ্রোভ তার মায়ের সঙ্গে নিউ ইয়র্ক থেকে পালিয়ে ভার্জিনিয়ায় বন্ধুর বাড়িতে আশ্রয় নিয়েছিল। পুলিশ যখন সেখানে পৌঁছে, তখন সে গ্যারাজে একটি ম্যাট্রেসে ঘুমাচ্ছিল। পুলিশের উপস্থিতি টের পেয়ে সে আত্মসমর্পণ না করে পালানোর চেষ্টা করে। পুলিশের কুকুর পাঠানো হলে, সে কুকুরটিকে ঘুষি মারার চেষ্টা করে এবং কুকুরটি পাল্টা আক্রমণ করে। পরে তাকে আহত অবস্থায় গ্রেফতার করা হয় এবং পুলিশ কর্মকর্তার নিজের হ্যান্ডকাফ দিয়েই তাকে আটক করা হয়। হারগ্রোভের বিরুদ্ধে ১৩টি পূর্ববর্তী মামলা রয়েছে। তার মধ্যে চারটি ছিল তখনকার, যখন সে নাবালক ছিল। সর্বশেষ গত বছরের ৪ ডিসেম্বর ব্রঙ্কসে একটি অস্ত্র বহনের মামলায় তাকে গ্রেফতার করা হয়। পরবর্তীতে আদালতে হাজির না হওয়ায় তার নামে গ্রেফতারি পরোয়ানা জারি হয়।

এনওয়াইপিডি কমিশনার জেসিকা টিশ বলেন, নিউ ইয়র্ক সিটির কোনও পুলিশ সদস্যের ওপর হামলা হলে, তা পুরো বাহিনীর ওপর হামলার শামিল। এ ধরনের হামলার সঙ্গে জড়িতদের আমরা ছাড় দেব না। আমরা তাদের খুঁজে বের করব এবং বিচারের মুখোমুখি করব। তিনি আরও জানান, অভিযুক্ত হারগ্রোভ এখনো ভার্জিনিয়া থেকে নিউ ইয়র্কে প্রত্যার্পণের অপেক্ষায় রয়েছে। তদন্ত অব্যাহত রয়েছে, এবং অন্য অভিযুক্তকে খুঁজে পেতে এনওয়াইপিডি কাজ চালিয়ে যাচ্ছে।

শেয়ার করুন