৬ সেপ্টেম্বর ২০২৫, শুক্রবার, ০১:২১:০১ অপরাহ্ন


কুমোর কাছাকাছি জোহরান মামদানি
দেশ রিপোর্ট
  • আপডেট করা হয়েছে : ২৮-০৫-২০২৫
কুমোর কাছাকাছি জোহরান মামদানি


নিউ ইয়র্ক সিটির মেয়র পদে ডেমোক্র্যাটিক প্রাইমারির শেষ দৌড়ে জোহরান মামদানি প্রাক্তন গভর্নর অ্যান্ড্রু কুমোর সঙ্গে মাত্র ১২ পয়েন্টের ফারাক রেখে এগিয়ে যাচ্ছেন। নতুন এক অভ্যন্তরীণ জরিপে এই তথ্য প্রকাশ হয়েছে। যোহরান মামদানির নির্বাচনী প্রচারণা দলের আয়োজনে এ জরিপ ইন্ডিপেন্ডেন্ট প্রতিষ্ঠান ওয়ার্কবেঞ্চ স্ট্র‍্যাটেজি পরিচালনা করে ১৪ থেকে ১৮ মে পর্যন্ত হয়। সিটির ৫টি বরোতে পরিচালিত এই জরিপে সাবেক স্টেট গভর্নর অ্যান্ড্রু কুমোর সঙ্গে যোহরানের ব্যবধান ১২ পয়েন্ট, ৫৬ ভাগ বনাম ৪৪ভাগ। দুই মাসের ব্যবধানে কুয়োমোর সঙ্গে যোহরানের ব্যবধান কমেছে ২৮ পয়েন্ট। জরিপে “ভোটে প্রথম পছন্দ” হিসেবে কুয়োমো পেয়েছেন ৪০ভাগ, যোহরান পেয়েছেন ২৭ভাগ। ডেমোক্র‍্যাটিক দলের অন্য ৯ প্রার্থীর কেউই ১০ ভাগ ভোট পাননি।

মামদানি’র নির্বাচনি প্রচার দলের পক্ষ থেকে জানানো হয়েছে, জরিপে পাঁচটি বরো থেকে ৫০০ সম্ভাব্য ভোটারকে প্রশ্ন করা হয়। দুই মাসে ম্যামদানি ২৮ পয়েন্টের বিশাল ব্যবধান কমিয়েছেন। ভোটারদের মধ্যে মামদানি’র পছন্দের হার জানুয়ারি থেকে ২৭ শতাংশ বেড়েছে, আর অ-পছন্দের মাত্র ৬ শতাংশ বৃদ্ধি পেয়েছে। যদিও মামদানি’র নাম পরিচিতি কুমোর তুলনায় এখনও এক তৃতীয়াংশ কম, তবে প্রচারে থাকা কোটি কোটি টাকার তহবিল এবং ব্যাপক মাঠ কার্যক্রমের মাধ্যমে তার সম্ভাবনা আরও বাড়ছে।

মামদানি’র প্রচার দল এক বিবৃতিতে জানিয়েছে, কুমোর নাম পরিচিতির তুলনায় মামদানি এখনও তার সীমায় পৌঁছায়নি। শেষ মুহূর্তের প্রচারে আমরা ৬ লাখের বেশি দরজায় দরজায় গিয়ে ভোটারদের কাছে আমাদের বার্তা পৌঁছে দেব। আমরা এমন একটি শহর গড়ার প্রতিশ্রুতি দিয়েছি যা প্রত্যেক নিউ ইয়র্কবাসী স্বপ্ন দেখেন।

নিউ ইয়র্কে স্টেট এসেম্বলি সদস্য হলেও মেয়র প্রার্থী হবার আগে সাধারণ মানুষের কাছে যোহরান মামদানি তেমন পরিচিত ছিলেন না। বিনামূল্যে শিশু সেবা, বিনামূল্যে বাস চলাচল, বহুতল ভবনে বাড়িভাড়া বৃদ্ধি রোধসহ কর্মজীবী কিন্তু স্বল্প আয়ের মানুষের জন্য নিউ ইয়র্ক সিটিকে আরও বাসযোগ্য করার ঘোষণা দিয়ে ৩৩ বছরের যোহরান অনেকের দৃষ্টি কেড়েছেন।জরিপে আরও দেখা গেছে, প্রায় এক চতুর্থাংশ নিউ ইয়র্কবাসী শহরের সবচেয়ে গুরুত্বপূর্ণ সমস্যা হিসেবে ‘আর্থিক সাশ্রয়ীতা’কে চিহ্নিত করেছেন, যা মামদানি’র নির্বাচনী মূল প্রতিশ্রুতি।

গাজা যুদ্ধে ইসরায়েলকে সমর্থনকারী অ্যান্ড্রু কুমো মার্কিন রাজনীতিতে আলোচিত এবং প্রভাবশালী ব্যক্তিত্ব। ১১ জন সহকর্মীর বিরুদ্ধে যৌন হেনস্তার অভিযোগ তদন্তে প্রমাণিত হওয়ার পর তিনি ২০২১ সালের ২৩ আগস্ট নিউ ইয়র্ক স্টেট গভর্নরের পদত্যাগ করেন। তার বয়স এখন ৬৭ বছর। নিউ ইয়র্ক সিটির মেয়র নির্বাচন এখন উত্তেজনাপূর্ণ প্রতিযোগিতার মধ্যে প্রবেশ করেছে, যেখানে ম্যামদানি কুমোর বিরুদ্ধে শক্ত অবস্থান তৈরি করছেন।

শেয়ার করুন