০৫ ডিসেম্বর ২০২৫, শুক্রবার, ০২:২৭:২৮ অপরাহ্ন
শিরোনাম :
স্ন্যাপ সুবিধা ফিরলেও কঠোর নিয়মে বিপাকে ৪০ মিলিয়ন মানুষ মসজিদে ধারাবাহিক হামলা, উদ্বেগে মুসলিম সম্প্রদায় ফেব্রুয়ারি ১ থেকে রিয়েল আইডি ছাড়া বিমানযাত্রায় লাগবে ৪৫ ডলারের ফি নিউইয়র্কে শীতকালে ঘর গরম রাখার জন্য এনার্জি সহায়তার আবেদন শুরু দারিদ্র্যপীড়িত দেশ থেকে যুক্তরাষ্ট্রে অভিবাসন স্থায়ীভাবে বন্ধের আহ্বান ট্রাম্পের ১৯ দেশের গ্রিনকার্ডধারীদের পুনর্মূল্যায়ন শুরু তারেকের ‘ফেরা ইস্যু’ ঘোলা পানিতে মাছ শিকারে চেষ্টা বিডিআর বিদ্রোহের নৃশংস হত্যাকাণ্ডের কমিশন রিপোর্টে তোলপাড় রাষ্ট্রীয় সর্বোচ্চ মর্যাদায় খালেদা জিয়া ১১ মাসে ২৮ জন বাংলাদেশী ভারতীয় সীমান্ত রক্ষীবাহিনী কর্তৃক নিহত হয়েছে


সভাপতি রবিউল, সা: সম্পাদক নাজির
প্রবাসী মতলব সমিতির নতুন কমিটি
দেশ রিপোর্ট
  • আপডেট করা হয়েছে : ০৬-১২-২০২৩
প্রবাসী মতলব সমিতির নতুন কমিটি সভাপতি ও সাধারণ সম্পাদক


গত ৩ ডিসেম্বর রবিবার সন্ধ্যায় প্রবাসী মতলব সমিতির সাধারণ সভা অনুষ্ঠিত হয় জ্যাকসন হাইটসের মামা’স রেস্টুরেন্টের পার্টি হলে। সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি মো: রবিউল আলম এবং পরিচালনা করেন সাধারণ সম্পাদক মো: নাজির উদ্দিন পাটওয়ারী (সোহেল)। সাধারণ সভাটি ছিলো দুই পর্বের। কোরআন তেলওয়াতের মাধ্যমে সাধারণ সভা শুরু হয়। সভায় আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য এবং সাবেক মন্ত্রী বীর মুক্তিযোদ্ধা মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া (বীর বিক্রম) এর বড় ছেলে সাজেদুল হোসেন দীপু চৌধুরীর মৃত্যুতে দাঁড়িয়ে ১ মিনিট নীরবতা পালন করা হয়। প্রবাসী মতলব সমিতির উপদেষ্টা আহমেদ আহসান মেহেদী, প্রতিষ্ঠাতা সদস্য গোলাম সরোয়ার দুলাল, প্রতিষ্ঠাতা সদস্য মো: ফয়েজ উল্লাহ প্রধান, আজীবন সদস্য কে আলাম, নাসিমা ইসলামসহ সকল অসুস্থদের জন্য দোয়া করা হয়। সাধারণ সম্পাদক তার বক্তৃতায় বিগত ২ বছরের সকল কার্যাবলি বিস্তারিত তুলে ধরেন। সভাপতি বলেন, আমাদের কার্যকরি পরিষদের মেয়াদ ৩১ ডিসেম্বর ২০২৩ পর্যন্ত। তার পূর্বে সংগঠনের সংবিধান অনুযায়ী পরবর্তী ২ বছরের জন্য নতুন কার্যকরি কমিটি গঠন করতে হবে। সেই লক্ষ্যে ৫ সদস্যবিশিষ্ট নির্বাচন কমিশন গঠন করে বক্তৃতার সমাপ্তি করেন। প্রধান নির্বাচন কমিশনার ছিলেন মো: ফারুক হোসেন মজুমদার, সহকারী নির্বাচন কমিশনার ছিলেন লুৎফুর রহমান, জোতিষ্য চন্দ্র কৃত্তনীয়া, মো: ফয়েজ উল্ল্যাহ প্রধান এবং আদিম মুকতাদির সাহাদাত।

দ্বিতীয় পর্বে প্রধান নির্বাচন কমিশনারের নেতৃত্বে সহকারী কমিশনারদের সমন্বয়ে উপস্থিত সদস্যদের মতামতের ভিত্তিতে নতুন কমিটি গঠন করা হয়। উপস্থিত ছিলেন প্রতিষ্ঠাতা সদস্য কবির রতন, প্রতিষ্ঠাতা সদস্য ও প্রতিষ্ঠাতা সভাপতি শাকিল মিয়া, সাবেক সভাপতি মিয়া ওবায়েদুর রহমান, সাবেক সাধারণ সম্পাদক ভবোতোষ সাহা, সহ সভাপতি ফারুক পাটওয়ারী, মিয়া ফয়েজ, মো: জয়নাল আবেদীন, মো: হাবিবুর রহমান, মো: জাহিদুর রহমান, মো: আনোয়ার হোসেন মিয়াজি, নিয়াজ নাজমুল, ইমন পাটোয়ারী, এমদাদুল হক, কামরুল আমিন সুমন, মো: বিল্লাল মিজি, মানসুরা আক্তার, গোলাম কিবরিয়া তপন, তৌহিদুল ইসলাম, কবির হোসেন, সফিকুল ইসলাম, আবু সোলাইমান, মানিক তালুকদার, মো: আলাউদ্দিন, মো: শাহীন সরকারসহ আরো অনেক সদস্য উপস্থিত ছিলেন। নির্বাচন কমিশনার আগামী ১৫ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠন করার জন্য অনুরোধ করেন।

শেয়ার করুন