১৭ জুলাই ২০২৫, বৃহস্পতিবার, ০৬:১৫:১১ পূর্বাহ্ন
শিরোনাম :
গোপালগঞ্জ এখন মুজিববাদী সন্ত্রাসীদের আস্তানায় পরিণত হয়েছে- নাহিদ এনসিপি’র মার্চ টু গোপালগঞ্জ কর্মসূচি ঘিরে ব্যাপক সংঘর্ষ চারজন নিহত নিউইয়র্কে ২০ লাখ মানুষ মেডিকেইড ও ৩ লাখ পরিবার স্ন্যাপ সুবিধা হারাবে নতুন ভিসা ফিতে বাংলাদেশিদের খরচ বাড়বে আড়াই গুণ ট্রাম্পের বিরুদ্ধে ২ কোটি ডলার ক্ষতিপূরণ দাবি মাহমুদ খলিলের টেক্সাসের অভিবাসন আইন এসবি ৪ অসাংবিধানিক ঘোষণা ফ্লোরিডার ‘সিনেট বিল ৪-সির কার্যকারিতা বন্ধ করলো যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্ট নতুন নীতি ঘোষণা : ৯ কারণে নাগরিকত্ব হারাতে পারেন জঙ্গিবাদে সতর্ক থাকার মার্কিনী পরামর্শে নানা প্রশ্ন এনসিপিসহ ১৪৪ নিবন্ধন প্রত্যাশী দলের তথ্যে ঘাটতি


৬ জুন পবিত্র ঈদুল আজহা
ঈদের জামাত কখন কোথায়
দেশ রিপোর্ট
  • আপডেট করা হয়েছে : ০৪-০৬-২০২৫
ঈদের জামাত কখন কোথায়


পবিত্র জিলহজ মাসের চাঁদ দেখা গেছে। সেই অনুযায়ী নিউইয়র্কসহ উত্তর আমেরিকায় মুসলিম সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল আজহা আগামী ৬ জুন উদযাপিত হবে। বিভিন্ন মসজিদের ইমাম ও মসজিদ কমিটির কর্মকর্তাদের সঙ্গে আলাপকালে তারা জানান, ইতিমধ্যে তারা নামাজের সময়সূচি ঘোষণা করেছেন। আবহাওয়া ভালো থাকলে অধিকাংশ মসজিদের পক্ষ থেকে খোলা মাঠে নামাজ আদায়ের ব্যবস্থা করা হয়েছে। আবার কোনো মসজিদের অভ্যন্তরে একাধিক ঈদের নামাজ অনুষ্ঠিত হবে। এসব ঈদ জামাতে নারীদের নামাজ আদায় করার ব্যবস্থা রাখা হয়েছে।

অন্যদিকে নিউইয়র্কসহ উত্তর আমেরিকার বাংলাদেশিরা কোরবানির প্রস্তুতি নিয়েছেন। অধিকাংশ প্রবাসী একসময় বাংলাদেশে কোরবানি দিতেন। এখন যারা পরিবার-পরিজন নিয়ে আমেরিকায় থাকেন, তারা এখানেই কোরবানি দেওয়ার চেষ্টা করেন। বিশেষ করে প্রবাসে জন্ম নেওয়া এবং বেড়ে ওঠা নতুন প্রজন্মকে ইসলাম সম্পর্কে জানানোর জন্য। যদিও অনেকেই প্রবাসের পাশাপাশি দেশেও কোরবানি দিয়ে থাকেন। প্রবাসে সাধারণ বিশেষ করে নিউইয়র্কে অধিকাংশ বাংলাদেশি মালিকানাধীন গ্রোসারি স্টোরগুলোতে কোরবানির অর্ডার দিয়ে থাকেন। আবার কেউ কেউ দলভুক্ত হয়ে ফার্মে গিয়ে কোরবানি দিয়ে থাকেন। তারা সাধারণ নামাজ পড়েই ফার্মের দিকে চলে যান। সেখানে গিয়ে বাছাই করে গরু অথবা খাসি কোরবানি দিয়ে থাকেন। নিউইয়র্কসহ উত্তর আমেরিকার মসজিদগুলোতে ঈদ জামাতের সয়মসূচি ঘোষণা করা হয়েছে।

জ্যামাইকা বাংলাদেশ মুসলিম সেন্টারের উদ্যোগে আগামী ৬ জুন ঈদের একটি জামাত অনুষ্ঠিত হবে টমাস এডিসন হাই স্কুল মাঠে। জামাত অনুষ্ঠিত হবে সকাল ৮টায়।

জ্যামাইকার দারুস সালাম মসজিদে ঈদের চারটি জামাত অনুষ্ঠিত হবে মসজিদে। প্রথম জামাত সকাল ৭টায়, দ্বিতীয় জামাত সকাল ৮টায়, তৃতীয় জামাত সকাল ৯টায় এবং চতুর্থ জামাত সকাল ১০টায়। প্রথম জামাত ছাড়া সব জামাতে মহিলাদের নামাজ আদায় করার ব্যবস্থা রয়েছে।

জ্যাকসন হাইটসের আবু হুরায়রা মসজিদের উদ্যোগে ঈদের একটি জামাত অনুষ্ঠিত হবে মসজিদের সামনে (৭৮-০৪, ৩১ অ্যাভিনিউয়ে)। আবহাওয়া খারাপ থাকলে মসজিদের ভেতরে তিনটি জামাত অনুষ্ঠিত হবে-সকাল ৭টা, সকাল ৮টা এবং সকাল ৮টা ৪৫ মিনিটে। দ্বিতীয় এবং তৃতীয় জামাতে মহিলাদের নামাজের ব্যবস্থা করা হয়েছে।

জ্যাকসন হাইটস ইসলামিক সেন্টারের উদ্যোগে ঈদের জামাত অনুষ্ঠিত হবে ৭৩ স্ট্রিটে। প্রথম জামাত সকাল ৮টা এবং দ্বিতীয় জামাত সকাল ৯টায়। আবহাওয়া খারাপ থাকলে মসজিদের ভেতরে তিনটি জামাত অনুষ্ঠিত হবে-সকাল ৭টা, সকাল ৭টা ৪৫ মিনিট এবং সকাল ৮টা ৩০ মিনিটে।

জ্যামাইকার আমেরিকান মুসলিম সেন্টারের ঈদ জামাত অনুষ্ঠিত হবে ৬ জুন। প্রথম জামাত সকাল ৬টায়, দ্বিতীয় জামাত সকাল ৭টায় এবং তৃতীয় জামাত সকাল ৮টায় মসজিদের ভিতরে। চতুর্থ জামাত সকাল ৯টা ৩০ মিনিটে রফউজ কিং পার্কে এবং পঞ্চম জামাত সকাল ১০টা ৩০ মিনিটে একই পার্কে।

জ্যামাইকার মুসলিম মিশন সেন্টারের উদ্যোগে ঈদের জামাত অনুষ্ঠিত ৬ জুন। মসজিদের ভেতরে প্রথম জামাত সকাল ৬টা ১৫ মিনিটে, দ্বিতীয় জামাত সকাল ৭টা ১৫ মিনিটে এবং তৃতীয় জামাত সকাল ৮টা ৩০ মিনিটে মেজরমার্ক পার্কে (১৭৩-১৭৫ জ্যামাইকা)।

জ্যাকসন হাইটসের মুনা সেন্টারে ঈদের দুটো জামাত অনুষ্ঠিত হবে ৬ জুন মসজিদ সংলগ্ন ৩৫-৩৫, ৭১ স্ট্রিটে। খোলা আকাশের নিচে প্রথম জামাত সকাল ৬টা এবং দ্বিতীয় জামাত সকাল ৮টায় ঈদ জামাত অনুষ্ঠিত হবে।

জ্যাকসন হাইটস ইসলামিক সেন্টারের উদ্যোগে ঈদের তিনটি জামাত অনুষ্ঠিত হবে। প্রথম জামাত সকাল ৬টায় মসজিদের অভ্যন্তরে। ৭৩ স্ট্রিটের ওপর দুটি জামাত অনুষ্ঠিত হবে-সকাল ৮টা এবং সকাল ৯টায়।

ওজোনপার্কে ঈদের জামাত

মসজিদ আল আমান : মসজিদ প্রাঙ্গণে ৩টি জামাত অনুষ্ঠিত হবে। প্রথম জামাত সকাল ৭টায়। দ্বিতীয় জামাত সাড়ে ৮টা। ৩য় জামাত সকাল সাড়ে ৯টা।

ফুলতলী জামে মসজিদ : একটি জামাত অনুষ্ঠিত হবে স্থানীয় পিএস ৬৪ সংলগ্ন প্লে-গ্রাউন্ডে সকাল ৮টা ১৫ মিনিটে। প্রতিকূল আবহাওয়ার কারণে সকাল ৭টা ৩০ মিনিট, সকাল ৮টা ৩০ মিনিট ও সকাল সাড়ে ৯টায় জামাত অনুষ্ঠিত হবে মসজিদের ভেতরে। 

বায়তুল মামুর মসজিদ : ইউক্লিডের বায়তুল মামুর মসজিদে একটি জামাত সকাল সাড়ে ৭টায়। বৃষ্টি হলে তিনটি জামাত অনুষ্ঠিত হবে। যথাক্রমে- ৭টা, ৮টা ও ৯টা।

মুনা সেন্টার নিউইয়র্ক ৮০-৫০ পিটকিন অ্যাভিনিউ ওজোনপার্ক : একটি জামাত অনুষ্ঠিত হবে সকাল সাড়ে ৭টায়।

আল-ফোরকান মসজিদ : ওজোনপার্কের ৭৬ স্ট্রিট ও গ্লিন মোড়ে অবস্থিত মসজিদের সামনে সকাল সাড়ে ৮টায় একটি জামাত অনুষ্ঠিত হবে।

এস্টোরিয়ার আল আমিন মসজিদের উদ্যোগে একটি জামাত অনুষ্ঠিত হবে মসজিদসংলগ্ন ৩৬ স্টিট ও ৩৬ অ্যাভিনিউয়ে। জামাত অনুষ্ঠিত হবে সকাল ৮টায়। আবহাওয়া খারাপ থাকলে মসজিদের ভেতরে তিনটি জামাত অনুষ্ঠিত হবে সকাল ৭টা, সকাল ৮টা এবং সকাল ৯টায়।

ব্রুকলিন বাংলাদেশ মুসলিম সেন্টারের উদ্যোগে ঈদের দুটি জামাত অনুষ্ঠিত হবে মসজিদের ভেতরে। প্রথম জামাত সকাল ৬টায় এবং দ্বিতীয় জামাত সকাল ৮টায়।

ম্যানহাটন মদিনা মসজিদের উদ্যোগে ঈদের একটি জামাত অনুষ্ঠিত হবে মসজিদসংলগ্ন ওপেনরোড পার্কে সকাল ৮টা ৩০ মিনিটে।

বাংলাবাজার জামে মসজিদ : পিএস-১০৬ প্লে­গ্রাউন্ডে ঈদের দুটি জামাত অনুষ্ঠিত হবে। প্রথম জামাত সকাল ৮টায় এবং দ্বিতীয় জামাত ৮টা ৪৫ মিনিটে।

বৃষ্টি থাকলে মসজিদের ভেতর ৩টি জামাত যথাক্রমে- সকাল ৭টা ৩০ মিনিট, ৮টা ১৫ মিনিট এবং ৯টায় অনুষ্ঠিত হবে।

পার্কচেস্টার জামে মসজিদ : মসজিদ এবং সামনের রাস্তায় সকাল ৮টা এবং ৯টায় ঈদের দুটি জামাত অনুষ্ঠিত হবে। বৃষ্টি হলে মসজিদের ভেতর ৩টি জামাত যথাক্রমে- সকাল ৮টা, ৯টা এবং ১০টায় অনুষ্ঠিত হবে। সব জামাতেই মসজিদের তৃতীয় তলায় মহিলাদের নামাজের ব্যবস্থা থাকবে।

পার্কচেস্টার ইসলামি সেন্টার (পিআইসি) : সকাল ৭টায় ঈদের একটি মাত্র জামাত মসজিদের সামনের রাস্তায় অনুষ্ঠিত হবে। মহিলাদের জন্য মসজিদের ভেতরে জামাতের ব্যবস্থা থাকবে।

শেয়ার করুন