০৩ অক্টোবর ২০২৫, শুক্রবার, ১১:২৯:৩২ পূর্বাহ্ন


ইরানে যুদ্ধ বন্ধে কংগ্রেস ও সিনেটে দ্বি-দলীয় প্রস্তাব
দেশ রিপোর্ট
  • আপডেট করা হয়েছে : ১৮-০৬-২০২৫
ইরানে যুদ্ধ বন্ধে কংগ্রেস ও সিনেটে দ্বি-দলীয় প্রস্তাব ইউএস কংগ্রেস


যুক্তরাষ্ট্রে ইরানের বিরুদ্ধে অননুমোদিত সামরিক অভিযান ঠেকাতে কংগ্রেস ও সিনেটে দ্বি-দলীয় উদ্যোগে ‘ওয়ার পাওয়ারস রেজ্যুলিউশন’ গত ১৭ জুন মঙ্গলবার পেশ করা হয়েছে। প্রতিনিধি পরিষদে রিপাবলিকান থমাস ম্যাসি (কেন্টাকি) ও ডেমোক্র্যাট রো খন্না (ক্যালিফোর্নিয়া) যৌথভাবে একটি প্রস্তাব উত্থাপন করেছেন, যেখানে প্রেসিডেন্টকে নির্দেশ দেওয়া হয়েছে-কংগ্রেসের অনুমোদন ছাড়া ইসলামি প্রজাতন্ত্র ইরানে যুক্তরাষ্ট্রের সশস্ত্র বাহিনীর যেকোনো সামরিক অভিযান অবিলম্বে বন্ধ করতে হবে। একইসঙ্গে সিনেটে এই উদ্যোগের সমান্তরালে প্রস্তাব এনেছেন ডেমোক্র্যাট সিনেটর টিম কেইন (ভার্জিনিয়া), যিনি সেনেটের আর্মড সার্ভিসেস এবং ফরেন রিলেশনস কমিটির সদস্য। তিনি বলেন, ইসরায়েল ও ইরানের মধ্যে উত্তেজনা দ্রুত যুক্তরাষ্ট্রকে নতুন একটি দীর্ঘমেয়াদি সংঘাতে জড়িয়ে ফেলতে পারে, যা আমেরিকান জনগণ চায় না। এই রেজ্যুলিউশনের ফলে নিশ্চিত করা যাবে যে, যেকোনো সামরিক পদক্ষেপ নেওয়ার আগে কংগ্রেসের অনুমোদন নিতে হবে।

প্রতিনিধি থমাস ম্যাসি জানান, যুক্তরাষ্ট্রের সংবিধান অনুযায়ী নির্বাহী বিভাগ একতরফাভাবে এমন কোনো দেশের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করতে পারে না, যা যুক্তরাষ্ট্রকে আক্রমণ করেনি। কংগ্রেসের একমাত্র এখতিয়ার রয়েছে যুদ্ধ ঘোষণা করার। রো খন্না বলেন, কোনো প্রেসিডেন্টের এককভাবে যুদ্ধ শুরুর অধিকার নেই। জনগণ চায় না যুক্তরাষ্ট্র আরেকটি ধ্বংসাত্মক যুদ্ধের অংশ হোক। এই রেজ্যুলিউশনে আরও বেশ কয়েকজন প্রগতিশীল ডেমোক্র্যাট সদস্য মূল সহ-প্রস্তাবক হিসেবে রয়েছেন, যেমন প্রতিনিধি ডন বেয়ার (ডি-ভার্জিনিয়া), প্রতিনিধি গ্রেগরিও ক্যাসার (ডি-টেক্সাস), প্রতিনিধি আলেকজান্দ্রিয়া ওকাসিও-কর্টেজ (ডি-নিউ ইয়র্ক), প্রতিনিধি লয়েড ডগেট (ডি-টেক্সাস), প্রতিনিধি চুই গার্সিয়া (ডি-ইলিনয়), প্রতিনিধি ভ্যাল হোয়েল (ডি-ওরেগন), প্রতিনিধি প্রমিলা জয়পাল (ডি-ওয়াশিংটন), প্রতিনিধি সামার লি (ডি-পেনসিলভানিয়া), প্রতিনিধি জিম ম্যাকগোভার্ন (ডি-ম্যাসাচুসেটস), প্রতিনিধি ইলহান ওমর (ডি-মিনেসোটা), প্রতিনিধি আয়ানা প্রেসলি (ডি-ম্যাসাচুসেটস), প্রতিনিধি ডেলিয়া রামিরেজ (ডি-ইলিনয়), প্রতিনিধি রাশিদা তালিব (ডি-মিশিগান), এবং প্রতিনিধি নিডিয়া ভেলাজকেজ (ডি-নিউ ইয়র্ক)। এছাড়াও অন্যান্য সদস্যরাও সমর্থন দিয়েছেন। সিনেটর কেইনের প্রস্তাব অনুযায়ী, ইরানের সঙ্গে যেকোনো সামরিক সংঘর্ষ শুরু করার আগে কংগ্রেসে বাধ্যতামূলক বিতর্ক ও ভোট গ্রহণ করতে হবে। যদিও আত্মরক্ষার ক্ষেত্রে জরুরি পদক্ষেপ নেওয়ার সুযোগ সংরক্ষিত থাকবে।

এই উদ্যোগ সংবিধানের আলোকেই কংগ্রেসের যুদ্ধ ঘোষণার একচেটিয়া অধিকার পুনঃপ্রতিষ্ঠা করতে চায়। কেয়ার-এর সরকারি সম্পর্ক পরিচালক রবার্ট ম্যাকক এই পদক্ষেপকে স্বাগত জানিয়ে বলেন, যুদ্ধের মতো গুরুতর সিদ্ধান্ত কোনো একক ব্যক্তির হাতে থাকা উচিত নয়। জনগণের নির্বাচিত প্রতিনিধিদের মাধ্যমেই তা নির্ধারিত হওয়া উচিত। উল্লেখযোগ্য যে, ২০২০ সালে প্রেসিডেন্ট ট্রাম্প ইরানের জেনারেল কাসেম সোলেমানিকে হত্যার নির্দেশ দিয়েছিলেন, যা সরাসরি একটি বড় যুদ্ধের আশঙ্কা সৃষ্টি করেছিল। সম্প্রতি ইসরায়েলের হামলায় ইরানের সামরিক ও পারমাণবিক অবকাঠামোতে ব্যাপক ক্ষতি হয়েছে, যেখানে উচ্চপদস্থ কর্মকর্তারা নিহত হয়েছেন। এই পরিস্থিতিতে যুক্তরাষ্ট্র যেন নতুন কোনো যুদ্ধের ফাঁদে না পড়ে, সেটি নিশ্চিত করতেই ওয়ার পাওয়ারস রেজ্যুলিউশনগুলোকে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।

শেয়ার করুন