০৫ ডিসেম্বর ২০২৫, শুক্রবার, ০৮:৬:০৩ অপরাহ্ন
শিরোনাম :
স্ন্যাপ সুবিধা ফিরলেও কঠোর নিয়মে বিপাকে ৪০ মিলিয়ন মানুষ মসজিদে ধারাবাহিক হামলা, উদ্বেগে মুসলিম সম্প্রদায় ফেব্রুয়ারি ১ থেকে রিয়েল আইডি ছাড়া বিমানযাত্রায় লাগবে ৪৫ ডলারের ফি নিউইয়র্কে শীতকালে ঘর গরম রাখার জন্য এনার্জি সহায়তার আবেদন শুরু দারিদ্র্যপীড়িত দেশ থেকে যুক্তরাষ্ট্রে অভিবাসন স্থায়ীভাবে বন্ধের আহ্বান ট্রাম্পের ১৯ দেশের গ্রিনকার্ডধারীদের পুনর্মূল্যায়ন শুরু তারেকের ‘ফেরা ইস্যু’ ঘোলা পানিতে মাছ শিকারে চেষ্টা বিডিআর বিদ্রোহের নৃশংস হত্যাকাণ্ডের কমিশন রিপোর্টে তোলপাড় রাষ্ট্রীয় সর্বোচ্চ মর্যাদায় খালেদা জিয়া ১১ মাসে ২৮ জন বাংলাদেশী ভারতীয় সীমান্ত রক্ষীবাহিনী কর্তৃক নিহত হয়েছে


নিউজার্সিতে সড়ক দুর্ঘটনায় বাবা-মেয়ের মর্মান্তিক মৃত্যু
মোহাম্মদ উদ্দীন
  • আপডেট করা হয়েছে : ১৭-০৪-২০২৫
নিউজার্সিতে সড়ক দুর্ঘটনায় বাবা-মেয়ের মর্মান্তিক মৃত্যু বাবা শরফু উদ্দিন ও মেয়ে রামিসা


নিউ জার্সির বার্লিংটন কাউন্টিতে ইন্টারস্টেট-২৯৫ মহাসড়কে গত ৬ এপ্রিল রবিবার রাত সোয়া ১০ টায় মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় শরফু উদ্দিন (৩৬) নামে এক প্রবাসী এবং তার ৮ বছর বয়সী কন্যা রামিসার মৃত্যু হয়েছে। গুরুতর আহত হয়েছেন শরফু উদ্দিনের ২৬ বছর বয়সী স্ত্রী। 

নিউ জার্সির পুলিশের মুখপাত্র জেফরী লেবরণ প্রত্যক্ষদর্শীর উদ্ধৃতি দিয়ে আরও জানান, শরফু ‘হিউন্ডাই টাকসন’ গাড়ি চালাচ্ছিলেন এবং তার স্ত্রী ও কন্যা প্যাসেঞ্জারের আসনে ছিলেন। নিউ জার্সির এলিজাবেথ সিটির এই পরিবার যাচ্ছিলেন পেনসিলভেনিয়ার দেলওয়ারে স্টেটে। তাদের বাড়ি ফেনীর ফরহাদ নগরে। শোকার্ত মুসল্লিদের অংশগ্রহণে জানজা শেষে ৯ এপ্রিল বুধবার নিউ জার্সিতে মেয়ে এবং বাবাকে একই কবরে পাশাপাশি কফিনে দাফন করা হয়েছে। হাসপাতালে অচেতন অবস্থায় রয়েছেন রামিসার মা। 

পুলিশ আরও জানায়, একই মহাসড়কে একই পথে ধাবিত হওয়ার সময় হিউন্ডাই সান্তা ফে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ডানপাশের গার্ডরেইলে প্রচন্ড বেগে ধাক্কা খেয়ে পুনরায় তা মহাসড়কে উঠে এবং এ সময় শরফু উদ্দিনের গাড়িতে সজোড়ে ধাক্কা দেয় এবং এক পর্যায়ে উভয় গাড়িই রাস্তার পাশের বেশ কয়েকটি গাছের সাথে ধাক্কা খায় এবং দুর্ঘটনায় পতিত হয়। সান্তা ফে চালাচ্ছিলেন ২৯ বছর বয়সী এক মহিলা এবং তিনি বাস করেন ফ্লোরিডায়। তাকে গুরুতর অবস্থায় নিকটস্থ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহত দু’জনের অবস্থা সংকটাপন্ন বলে ৯ এপ্রিল প্রাপ্ত সর্বশেষ তথ্যে জানা গেছে। দুর্ঘটনার কারণ সম্পর্কে পুলিশ এখনো কোন বক্তব্য দেয়নি। 

জানা গেছে, ফেনীর খাইয়ারা বহুমুখী উচ্চ বিদ্যালয় থেকে কৃতিত্বের সাথে এসএসসি পাশের পর ২০০৭ সালে ফেনী সরকারি কলেজ থেকে এইচএসসি পাশ করেন শরফু উদ্দিন। এরপর অভিবাসন ভিসায় যুক্তরাষ্ট্রে এসে বসতি গড়েছিলেন নিউ জার্সিতে। সেখানকার নিউয়ার্ক সিটিতে ফাস্টফুডের দোকান ‘পাপাইয়া’র ম্যানেজার হিসেবে কর্মরত ছিলেন শরফু উদ্দিন। শিশু কন্যাসহ মিষ্টভাষী শরফু উদ্দিনের মৃত্যুর সংবাদে শোকের ছায়া নেমে এসেছে গোটা কম্যুনিটিতে।

শেয়ার করুন