০৫ ডিসেম্বর ২০২৫, শুক্রবার, ০৯:২২:২৭ অপরাহ্ন
শিরোনাম :
স্ন্যাপ সুবিধা ফিরলেও কঠোর নিয়মে বিপাকে ৪০ মিলিয়ন মানুষ মসজিদে ধারাবাহিক হামলা, উদ্বেগে মুসলিম সম্প্রদায় ফেব্রুয়ারি ১ থেকে রিয়েল আইডি ছাড়া বিমানযাত্রায় লাগবে ৪৫ ডলারের ফি নিউইয়র্কে শীতকালে ঘর গরম রাখার জন্য এনার্জি সহায়তার আবেদন শুরু দারিদ্র্যপীড়িত দেশ থেকে যুক্তরাষ্ট্রে অভিবাসন স্থায়ীভাবে বন্ধের আহ্বান ট্রাম্পের ১৯ দেশের গ্রিনকার্ডধারীদের পুনর্মূল্যায়ন শুরু তারেকের ‘ফেরা ইস্যু’ ঘোলা পানিতে মাছ শিকারে চেষ্টা বিডিআর বিদ্রোহের নৃশংস হত্যাকাণ্ডের কমিশন রিপোর্টে তোলপাড় রাষ্ট্রীয় সর্বোচ্চ মর্যাদায় খালেদা জিয়া ১১ মাসে ২৮ জন বাংলাদেশী ভারতীয় সীমান্ত রক্ষীবাহিনী কর্তৃক নিহত হয়েছে


এনক্রিপ্টেড পুলিশ রেডিওতে প্রবেশাধিকারে আইন পাস
দেশ রিপোর্ট
  • আপডেট করা হয়েছে : ১৮-০৬-২০২৫
এনক্রিপ্টেড পুলিশ রেডিওতে প্রবেশাধিকারে আইন পাস পুলিশ কার


নিউইয়র্ক স্টেটের আইনপ্রণেতারা সাংবাদিক এবং জরুরি পরিষেবা সংস্থাগুলোর জন্য এনক্রিপ্টেড পুলিশ রেডিও যোগাযোগে প্রবেশাধিকার নিশ্চিত করতে একটি গুরুত্বপূর্ণ বিল পাস করেছেন। গত ৬ জুন বিলটি স্টেট সিনেটে অনুমোদিত হয় এবং এটি এখন গভর্নর ক্যাথি হোকুলের কার্যালয়ে পর্যালোচনার জন্য পাঠানো হয়েছে। এই বিলের মাধ্যমে পুলিশ রেডিওর তথ্যের স্বচ্ছতা এবং গণমাধ্যমের স্বাধীনতা সংরক্ষণের দিকে একটি বড় পদক্ষেপ নেওয়া হয়েছে বলে মনে করছেন বিশ্লেষকরা। বিলটির পক্ষে থাকা স্টেট সিনেটের ডেপুটি লিডার মাইকেল গিয়ানারিস বলেন, পুলিশ রেডিওতে প্রবেশাধিকার সংরক্ষণ করা একটি মুক্ত গণমাধ্যম এবং তথ্যের স্বচ্ছতার জন্য অত্যন্ত জরুরি। তবে বিলটিতে কিছু ব্যতিক্রম রাখা হয়েছে। যেমন, সংবেদনশীল হিসেবে বিবেচিত তথ্যসমূহ এই প্রবেশাধিকার থেকে বাদ থাকবে। সরকারকে এই ব্যতিক্রম নির্ধারণে সুনির্দিষ্ট নীতিমালা তৈরি করতে হবে। নিউইয়র্ক পুলিশ বিভাগ জানিয়েছে, এনক্রিপ্টেড রেডিও ব্যবহার আইনপ্রয়োগকারী ও ভুক্তভোগীদের নিরাপত্তা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ। পুলিশের বিবৃতিতে বলা হয়েছে, রিয়েল টাইমে পুলিশ রেডিওতে গণমাধ্যমের প্রবেশাধিকার দিলে কর্মকর্তাদের নিরাপত্তা এবং ভুক্তভোগীদের গোপনীয়তা হুমকির মুখে পড়তে পারে।

অন্যদিকে সাংবাদিক ও গণমাধ্যম সংগঠনগুলো বলছে, পুলিশের রেডিও তথ্য তাদের জন্য একটি গুরুত্বপূর্ণ উৎস, যা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে নির্ভরযোগ্য প্রতিবেদন তৈরিতে সহায়তা করে। এনক্রিপ্টেড পুলিশ রেডিও হলো পুলিশ রেডিও যোগাযোগের বার্তাগুলো এমনভাবে গোপন সংকেত (এনক্রিপশন) দিয়ে সুরক্ষিত করা, যাতে সাধারণ মানুষ বা অননুমোদিত ব্যক্তি সেই বার্তাগুলো শুনতে বা বুঝতে না পারে। এক কথায়, এনক্রিপশন মানে হচ্ছে তথ্যকে এমন কোডে রূপান্তর করা, যা কেবল নির্দিষ্ট যন্ত্র বা অনুমোদিত ব্যবহারকারীরাই ডিকোড করে বুঝতে পারে।

এই আইনের মাধ্যমে পুলিশের কার্যক্রমে আরো স্বচ্ছতা এবং গণতান্ত্রিক জবাবদিহিতা প্রতিষ্ঠিত হবে বলে আশা করা হচ্ছে। সাংবাদিকদের রেডিও তথ্যের প্রবেশাধিকার নিশ্চিত হওয়ায় সংবাদমাধ্যম তাৎক্ষণিক ও নির্ভরযোগ্য তথ্য সংগ্রহে সক্ষম হবে, যা নাগরিকদের সঠিক ও সময়োপযোগী তথ্য জানার অধিকারকে শক্তিশালী করবে। তবে নিরাপত্তা ও গোপনীয়তার বিষয়টি মাথায় রেখে এই অ্যাক্সেস কীভাবে কার্যকর করা হবে-তা নির্ধারণে রাজ্য সরকারকে একটি স্পষ্ট ও বাস্তবসম্মত নীতিমালা তৈরি করতে হবে। এখন দেখার বিষয়, গভর্নর ক্যাথি হোকুল এই বিলটিতে স্বাক্ষর করেন কি না- সেই সিদ্ধান্তই এর চূড়ান্ত বাস্তবায়ন নির্ধারণ করবে।

শেয়ার করুন