০৫ ডিসেম্বর ২০২৫, শুক্রবার, ০৩:৬:১২ অপরাহ্ন
শিরোনাম :
স্ন্যাপ সুবিধা ফিরলেও কঠোর নিয়মে বিপাকে ৪০ মিলিয়ন মানুষ মসজিদে ধারাবাহিক হামলা, উদ্বেগে মুসলিম সম্প্রদায় ফেব্রুয়ারি ১ থেকে রিয়েল আইডি ছাড়া বিমানযাত্রায় লাগবে ৪৫ ডলারের ফি নিউইয়র্কে শীতকালে ঘর গরম রাখার জন্য এনার্জি সহায়তার আবেদন শুরু দারিদ্র্যপীড়িত দেশ থেকে যুক্তরাষ্ট্রে অভিবাসন স্থায়ীভাবে বন্ধের আহ্বান ট্রাম্পের ১৯ দেশের গ্রিনকার্ডধারীদের পুনর্মূল্যায়ন শুরু তারেকের ‘ফেরা ইস্যু’ ঘোলা পানিতে মাছ শিকারে চেষ্টা বিডিআর বিদ্রোহের নৃশংস হত্যাকাণ্ডের কমিশন রিপোর্টে তোলপাড় রাষ্ট্রীয় সর্বোচ্চ মর্যাদায় খালেদা জিয়া ১১ মাসে ২৮ জন বাংলাদেশী ভারতীয় সীমান্ত রক্ষীবাহিনী কর্তৃক নিহত হয়েছে


স্বেচ্ছাসেবক দলের সমাবেশে নিতাই রায় চৌধুরী
দেশ ও জাতিকে বিপদে ফেলে আ.লীগ নেতারা বারবার পালিয়েছেন
দেশ রিপোর্ট
  • আপডেট করা হয়েছে : ১৮-০৬-২০২৫
দেশ ও জাতিকে বিপদে ফেলে আ.লীগ নেতারা বারবার পালিয়েছেন বক্তব্য রাখছেন নিতাই রায় চৌধুরী


নিউইয়র্কে স্বেচ্ছাসেবক দলের এক সমাবেশে বিএনপির কেন্দ্রীয় কমিটির ভাইস প্রেসিডেন্ট এবং সাবেক মন্ত্রী অ্যাডভোকেট নিতাই রায় চৌধুরী বলেছেন, আওয়ামী লীগ সব সময়ই পলায়নপর একটি রাজনৈতিক দল। তারা কয়েকবার দেশ এবং জাতিকে বিপদে ফেলে জনগণের অর্থ সম্পদ লুট করে একাত্তরের মার্চে মুক্তিপাগল জাতিকে সাগরে ভাসিয়ে শেখ মুজিব পাকিস্তানিদের কাছে আত্মসমর্পণ করেছিলেন। এক অর্থে তিনি পাকিস্তানের প্রধানমন্ত্রী হওয়ার জন্য পালিয়ে গিয়েছিলেন। শেখ মুজিব পলিয়ে যাওয়ার পর জাতিকে মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়ার আহ্বান জানিয়েছিলেন শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। ১৫ আগস্টও তারা পালিয়ে গিয়েছিলেন। এবারও তারা পালিয়ে গিয়েছে। তারা বারবার পালিয়ে গিয়ে নিজেদের জীবন রক্ষা করেছে। দেশ ও জাতি নিয়ে তাদের কোনো মাথাব্যথা কখনো ছিল না। তিনি আরো বলেন, ৭২-এ সদ্য স্বাধীন বাংলাদেশে ফেরার পর আওয়ামী লীগ ও শেখ মুজিবের নেতৃত্বাধীন সরকারের সীমাহীন দুর্নীতি, অন্যায়-অনাচার-অপশাসনে বাংলাদেশের বহু মানুষ অনাহারে মারা গেছে। সেই সরকারের অপশাসনের প্রতিবাদ করায় ৩০ হাজার নেতাকর্মীকে রক্ষীবাহিনী কর্তৃক হত্যা করা হয়। দেশপ্রেমিক সিরাজ সিকদারকে হত্যার পর বাকশালের জাতীয় সংসদে দাঁড়িয়ে শেখ মুজিব হুংকার দিয়েছিলেন ‘কোথায় সিরাজ সিকদার?’ উদ্ভূত পরিস্থিতির পরিপ্রেক্ষিতে ৭৫-এর ১৫ আগস্ট শেখ মুজিবের লাশ ধানমন্ডির ৩২ নম্বরে সিঁড়ির ওপর মাছিতে ভনভন করছিল। তেমনি অবস্থায় ফেলে রেখেই আওয়ামী লীগের নেতারা খন্দকার মোশতাকের মন্ত্রিসভায় বঙ্গভবনে শপথ নিয়েছিলেন। প্রধান অতিথির বক্তব্যে নিতাই রায় চৌধুরী আরো উল্লেখ করেন, বাংলাদেশের মানুষকে মহাসংকটে ফেলে বারবার আওয়ামী লীগের নেতারা পালিয়েছেন, এখনো আমরা অবাক বিস্ময়ে ইতিহাসের একই পুনরাবৃত্তি দেখলাম। ১৫ বছরে তারা দুর্নীতির মাধ্যমে অর্জিত অর্থ বিদেশে আগেই পাচার করে নিজেরাও নিরাপদ আশ্রয়ে পাড়ি দিয়েছেন। সত্যিকার অর্থে কোনো রাজনৈতিক দলের নেতারা এমন পলায়নপর হতে পারে না।

নিতাই রায় চৌধুরী উল্লেখ করেন, নব্বইয়ের ডিসেম্বরে রাজনৈতিক পটপরিবর্তনের পর একানব্বইয়ের ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত নির্বাচনে বাংলার মানুষের অকুণ্ঠ সমর্থন পেয়ে বিএনপি ক্ষমতায় অধিষ্ঠিত হয়েছিল। আসন্ন ফেব্রুয়ারির নির্বাচনেও বাংলাদেশের মানুষ বিএনপিকে বিশাল বিজয় দেবে, সেই লক্ষ্যে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে এবং সেই সরকারই বাংলাদেশকে ঢেলে সাজাবে। তাই দেশ ও প্রবাসের বিএনপি নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকতে হবে জাতীয় স্বার্থে।

ঈদ পুনর্মিলনী উপলক্ষে জ্যাকসন হাইটসে মুনলাইট গ্রিল পার্টি হলে এ সমাবেশে সভাপতিত্ব করেন হোস্ট সংগঠনের আন্তর্জাতিক সম্পাদক মাকসুদ এইচ চৌধুরী। গেস্ট অব অনার ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কণ্ঠশিল্পী বেবী নাজনীন। বিশেষ অতিথি ছিলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য আব্দুল লতিফ সম্রাট এবং জিল্লুর রহমান জিল্লু, যুক্তরাষ্ট্র যুবদলের সাবেক সভাপতি জাকির এইচ চৌধুরী, স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক সাইফুর খান হারুণ, খোরশেদ আলম, জাহাঙ্গীর হাসাইন প্রমুখ।

তারা জুলাই-আগস্ট বিপ্লবের ফসল বিএনপির ঘরে ওঠানোর জন্য সবাইকে ঐক্যবদ্ধ থাকার ওপর গুরুত্বারোপ করেন। একই সঙ্গে দ্বৈত নাগরিকরাও যাতে নির্বাচনে অংশগ্রহণ করতে পারেন, সে ব্যবস্থা প্রবর্তনের দাবি জানান অন্তর্র্বর্তী সরকারের কাছে। যুক্তরাষ্ট্রসহ বহু দেশেই এমন ব্যবস্থা চালু আছে বলে বিএনপির প্রবাসী নেতারা উল্লেখ করেন।

রাশেদ আহম্মেদের পরিচালনায় অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন নিউইয়র্ক স্টেট বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক দেওয়ান কাওসার, যুবদল নেতা মিজানুর রহমান মিজান, আনিসুর রহমান, মোতাহার হোসেন, যুক্তরাষ্ট্র জাতীয়তাবাদী ফোরামের বাচ্চু মিয়া, আরাফাত রহমান কোকো স্মৃতি পরিষদের সভাপতি শাহাদত হোসেন রাজু, যুবদলের নেতা মনির হোসেন, বিএনপি নেতা ফারুক হোসেন মজুমদার, যুবনেতা নুরে আলম, যুক্তরাষ্ট্র মুক্তিযোদ্ধা দলের সাবেক সেক্রেটারি বীর মুক্তিযোদ্ধা সুরুজ্জামান, যুক্তরাষ্ট্র শ্রমিকদলের সাংগঠনিক সম্পাদক আবুল কালাম, কয়েস আহমেদ, এমদাদ তরফদার প্রমুখ।

চাঁদাবাজিসহ অপরাধে লিপ্তরা কোনো নির্বাচনেই বিএনপির নমিনেশন পাবে না : নিতাই রায়

বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির মেরিল্যান্ড স্টেট শাখা আয়োজিত এক সংবর্ধনা-সমাবেশে সাবেক মন্ত্রী ও কেন্দ্রীয় বিএনপির সহ-সভাপতি অ্যাডভোকেট নিতাই রায় চৌধুরী বলেছেন, অন্তর্বর্ন্তী সরকারের আমলে বিভিন্ন স্থানে চাঁদাবাজি-দখলবাজির ঘটনা ঘটছে। লুটতরাজের সংবাদও পাচ্ছি। তবে এহেন বর্বরতার সঙ্গে বিএনপির কেউই জড়িত নন। দুর্বৃত্তরা লুটতরাজ-চাঁদাবাজি-দখলবাজি চালাচ্ছে বিএনপির লেবাস লাগিয়ে। সত্যিকার অর্থে যারা বিএনপির কর্মী তারা কখনোই সামাজিক অস্থিরতা তৈরি করতে পারেন না।

মেরিল্যান্ড বিএনপির নেতাকর্মীদের প্রশ্নের উত্তরে অ্যাডভোকেট নিতাই রায় চৌধুরী আরো বলেন, সত্যিকারে যারা বিএনপি করেন তারা চাঁদাবাজের সঙ্গে জড়িত নন। কিছু লোভী প্রকৃতির হাইব্রিড নেতাকর্মী এসব করছেন। তারপরও আমাদের নেতা ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, যারা চাঁদাবাজিতে জড়িত তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবেন। শুধু তাই নয়, যারা চাঁদাবাজিসহ অপরাধে লিপ্ত তারা কখনোই কোনো ধরনের নিবার্চনে বিএনপির নমিনেশন পাবেন না।

যুক্তরাষ্ট্রের রাজধানী সংলগ্ন মেরিল্যান্ড স্টেটে আগমণ উপলক্ষে গত ১১ জুন অপরাহ্ণে বালটিমোর সিটিতে বাংলাদেশি মালিকানাধীন ‘কিচেন অব ইন্ডিয়া’ রেস্টুরেন্টে নিতাই রায় চৌধুরীকে সংবর্ধনা প্রদান উপলক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। মেরিল্যান্ড স্টেট বিএনপির সভাপতি সাহিদ খান চৌধুরীর সভাপতিত্বে ও স্টেট বিএনপির সাধারণ সম্পাদক মোহাম্মদ কাজলের সঞ্চালনায় এ অনুষ্ঠান শুরু হয় পবিত্র কোরআন থেকে তেলাওয়াতের মাধ্যমে। তেলাওয়াত করেন মেরিল্যান্ড বিএনপির দফতর সম্পাদক তাহের মজুমদারের কন্যা তাহনী মজুমদার।

অন্যদের মধ্যে বক্তব্য রাখেন- সিনিয়র সহ-সভাপতি জাহাঙ্গীর কবির বাবলু, বাবুল রহমান, বুলবুল মল্লিক ও মোবারক হোসেন লিটন। সংগঠনের সাধারণ সম্পাদক মোহাম্মদ কাজল বিএনপির এই বর্ষীয়ান নেতাকে ধন্যবাদ জানান এবং মেরিল্যাড বিএনপি গত সতেরো বছর কি করেছে তার বিস্তারিত বিবরণ উপস্থাপন করেন। এসময় মেরিল্যান্ড স্টেট বিএনপির আন্তজার্তিক বিষয়ক সম্পাদক ফারহানা ইসলাম লীনার দ্রুত আরোগ্যে জন্য সবার নিকট দোয়া চেয়েছেন।

দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়া, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করে সভার সমাপ্তি ঘোষণা করেন সভাপতি সাহিদ খান।

শেয়ার করুন