০৫ ডিসেম্বর ২০২৫, শুক্রবার, ০৩:১৪:২০ অপরাহ্ন
শিরোনাম :
স্ন্যাপ সুবিধা ফিরলেও কঠোর নিয়মে বিপাকে ৪০ মিলিয়ন মানুষ মসজিদে ধারাবাহিক হামলা, উদ্বেগে মুসলিম সম্প্রদায় ফেব্রুয়ারি ১ থেকে রিয়েল আইডি ছাড়া বিমানযাত্রায় লাগবে ৪৫ ডলারের ফি নিউইয়র্কে শীতকালে ঘর গরম রাখার জন্য এনার্জি সহায়তার আবেদন শুরু দারিদ্র্যপীড়িত দেশ থেকে যুক্তরাষ্ট্রে অভিবাসন স্থায়ীভাবে বন্ধের আহ্বান ট্রাম্পের ১৯ দেশের গ্রিনকার্ডধারীদের পুনর্মূল্যায়ন শুরু তারেকের ‘ফেরা ইস্যু’ ঘোলা পানিতে মাছ শিকারে চেষ্টা বিডিআর বিদ্রোহের নৃশংস হত্যাকাণ্ডের কমিশন রিপোর্টে তোলপাড় রাষ্ট্রীয় সর্বোচ্চ মর্যাদায় খালেদা জিয়া ১১ মাসে ২৮ জন বাংলাদেশী ভারতীয় সীমান্ত রক্ষীবাহিনী কর্তৃক নিহত হয়েছে


মামদানির সাথে শ্রমজীবীরা তাদের বিজয় নিশ্চিত করেছে
দেশ রিপোর্ট
  • আপডেট করা হয়েছে : ০২-০৭-২০২৫
মামদানির সাথে শ্রমজীবীরা তাদের বিজয় নিশ্চিত করেছে জোহরান মামদানির প্রচারণায় ড্রাম


গত ২৪ জুন মঙ্গলবার নিউইয়র্কবাসী ইতিহাস তৈরি করেছেন। দক্ষিণ এশীয় ইন্দো-ক্যারিবিয়ান এবং মুসলিম সম্প্রদায়ের শ্রমিক শ্রেণীর একটি বিস্তৃত, বহুজাতিক শ্রমিক জোট মেয়র প্রাইমারিতে এক সুনির্দিষ্ট বিজয় অর্জন করেছে। নিউ ইয়র্ক সিটির মেয়র পদে ডেমোক্র্যাটিক মনোনীত প্রার্থী হিসেবে জোহরান মামদানিকে নির্বাচিত করেছে।

গত কয়েক দশক ধরে এই শহরের মেয়ররা নিউইয়র্কের শ্রমজীবীদের জীবনকে দুর্বিষহ করে তুলেছে, যার ফলশ্রুতিতে দীর্ঘ সাংগঠনিক কার্যক্রমের ফসল হচ্ছে এই বিজয়। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি এবং অপরাধ প্রবণতার বৃদ্ধির সাথে সাথে আমরা একে একে গণ পরিসেবাগুলো হারিয়েছি। গত অক্টোবর মাসে ড্রাম বিটস, নিউইয়র্ক ডেমোক্রেট সোশালিস্ট অফ আমেরিকা, ক্যাভ ভয়েস এবং নিউইয়র্ক কমিউনিটিস ফর চেঞ্জ এর সাথে মিলে জোহরানকে সমর্থন দিয়েছিল। কারণ এটাই একটা সুযোগ, যখন আমরা এমন একজনকে মেয়র নির্বাচিত করতে চাই যিনি বাস্তবিক গুণগত পরিবর্তন আনার জন্য আমাদের জন্য লড়াই করবেন। 

যা আমরা আগেই জেনেছিলাম জরিপগুলো সেটাই নিশ্চিত করেছে- এই শহরের শ্রমজীবী মানুষ- এই শহরকে সাশ্রয়ী, উন্নত পরিবহন সেবা, সস্তা দ্রব্যমূল্য, স্থিতিশীল আবাসন এবং বাস্তুচ্যুতি ও বহিষ্কারের অবসান দেখতে চায়। যখন গণতান্ত্রিক যন্ত্রগুলো দুশ্চিন্তা এবং প্রার্থনা করতে বলেছিল তখন আমরা একটি ন্যায় ও মর্যাদার শহর ফিরে পেতে কার্যকর পদক্ষেপ নেয়ার জন্য জনগণকে সংগঠিত করেছি। 

নিউইয়র্ক শহরে আমাদের বেজগুলোতে রিচমন্ডহিল, ওজন পার্ক, হিলসাইড, জ্যামাইকা, জ্যাকসন হাইটস, কেঞ্জিংটন, মিডুউড এবং পার্কচেস্টারে জোহরান জিতেছে। এমন একটি শহরের আমাদের স্বপ্ন জয়লাভ করেছে যেখানে আমরা সকলেই উন্নতি করতে পারি। আমরা ১,৫০,০০০-এরও বেশি দক্ষিণ এশীয় এবং ইন্দো-ক্যারিবিয়ান নিউ ইয়র্কবাসীর সাথে কথা বলেছি। প্রায় ১০,০০০ দরজায় কড়া নেড়েছি , ফোনে, টেক্সটে, হোয়াটসঅ্যাপ এবং ফেসবুক বার্তায় ২০,০০০-এরও বেশি লোকের সাথে যোগাযোগ করেছি। উপাসনালয়ে, রাস্তায়, আমাদের কমিউনিটি অনুষ্ঠানে, সংবাদপত্রে, টিভিতে এবং তাদের বাড়িতে। এই জোট জোহরানকে সরাসরি মানুষের কাছে পৌঁছে দিয়ে ঐতিহাসিক জয়ে সহযোগিতা করেছে।

দক্ষিণ এশীয় এবং ইন্দো-ক্যারিবীয় শ্রমজীবী হিসেবে, আমাদের সংগ্রাম এই শহরের প্রতিটা শ্রমজীবী মানুষের সংগ্রাম। প্রতিটি ক্ষেত্রে সাশ্রয়ী মূল্য, শিশু যত্ন এবং ফিলিস্তিন সম্পর্কে কথা বলা, বস্তুগত পরিবর্তন নিশ্চিত করা এবং নিউ ইয়র্ক সিটির জন্য প্রগতিশীল দৃষ্টিভঙ্গিকে জনপ্রিয় করার বিজয়ী কৌশল। আমাদের শ্রমিক শ্রেণীর জোটকে থামানোর জন্য বিলিয়নারেরা ৩০ মিলিয়ন ডলারেরও বেশি ব্যয় করেছে এবং আমরা তাদের সম্মিলিত শক্তির মাধ্যমে তাদের পরাজিত করেছি। 

জোহরান মামদানি নভেম্বরের সাধারণ নির্বাচনে অংশ নেবেন যেখানে তিনি বর্তমান মেয়র এরিক অ্যাডামস এবং রিপাবলিকান মনোনীত প্রার্থী কার্টিস সিলওয়ার মুখোমুখি হবেন। মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতার এই লড়াইয়ের সাথে জোহরানের প্রচারণা টিম এবং জোট- মেক আমিরিকা গ্রেট এগাইন বা আমেরিকাকে আবারো মহান করে তোলার ডানপন্থী শক্তি এবং বিলিনিয়রদের কাছ থেকেও চ্যালেঞ্জ এবং আক্রমণের মুখোমুখি হবেন, যারা তার জয়ের পথকে দুর্বল করতে চাইছেন।

ড্রাম বিটস এন ওয়াই সি সম্পর্কে : ড্রাম বিটস ড্রাম- দেসিজ রাইজিং আপ এন্ড মুভিং এর একটি সহযোগী সংস্থা যারা আমাদের সামগ্রিক চাহিদা পুরনের জন্য রাজনৈতিক ব্যাবস্থাকে পরিবর্তন করতে একটি আন্দোলন গড়ে তোলার লক্ষ্যে দক্ষিণ এশীয়, ইন্দো-ক্যারিবিয়ান শ্রমজীবী মানুষদের সংগঠিত করে।

শেয়ার করুন