০৫ ডিসেম্বর ২০২৫, শুক্রবার, ০৩:৫১:৪৫ অপরাহ্ন
শিরোনাম :
স্ন্যাপ সুবিধা ফিরলেও কঠোর নিয়মে বিপাকে ৪০ মিলিয়ন মানুষ মসজিদে ধারাবাহিক হামলা, উদ্বেগে মুসলিম সম্প্রদায় ফেব্রুয়ারি ১ থেকে রিয়েল আইডি ছাড়া বিমানযাত্রায় লাগবে ৪৫ ডলারের ফি নিউইয়র্কে শীতকালে ঘর গরম রাখার জন্য এনার্জি সহায়তার আবেদন শুরু দারিদ্র্যপীড়িত দেশ থেকে যুক্তরাষ্ট্রে অভিবাসন স্থায়ীভাবে বন্ধের আহ্বান ট্রাম্পের ১৯ দেশের গ্রিনকার্ডধারীদের পুনর্মূল্যায়ন শুরু তারেকের ‘ফেরা ইস্যু’ ঘোলা পানিতে মাছ শিকারে চেষ্টা বিডিআর বিদ্রোহের নৃশংস হত্যাকাণ্ডের কমিশন রিপোর্টে তোলপাড় রাষ্ট্রীয় সর্বোচ্চ মর্যাদায় খালেদা জিয়া ১১ মাসে ২৮ জন বাংলাদেশী ভারতীয় সীমান্ত রক্ষীবাহিনী কর্তৃক নিহত হয়েছে


আনসার হোসেন চৌধুরীর নামাজে জানাজা ১ ফেব্রুয়ারি বাদ জোহর
দেশ রিপোর্ট
  • আপডেট করা হয়েছে : ৩১-০১-২০২৪
আনসার হোসেন চৌধুরীর নামাজে জানাজা ১ ফেব্রুয়ারি বাদ জোহর আনসার হোসেন চৌধুরী


নিউইয়র্কের নর্থ ব্রঙ্কসের বাসিন্দা, মৌলভীবাজার ডিস্ট্রিক্ট সোসাইটি অব ইউএসএ ইনকের উপদেষ্টা, কমিউনিটির পরিচিত মুখ এবং বিশিষ্ট ব্যবসায়ী তোফায়েল চৌধুরী লিটনের শ্বশুর আনসার হোসেন চৌধুরী অতিসম্প্রতি কুয়েতের একটি হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তার দেশের বাড়ি মৌলভীবাজার সদর উপজেলার কামালপুর। তোফায়েল চৌধুরী লিটন জানান, তার শ্বশুরের লাশ ৩১ জানুয়ারি নিউইয়র্ক পৌঁছাবে এবং আগামী ১ ফেব্রুয়ারি বাদ জোহর (সাড়ে ১২টায়) নর্থ ব্রঙ্কস ইসলামিক সেন্টারে (২৬১ ইস্ট, ২০৬ স্ট্রিট, ব্রঙ্কস, এনওয়াই ১০৪৬৭) অনুষ্ঠিত হবে। নামাজে জানাজা শেষে তার লাশ লংআইল্যান্ড ওয়াশিংটন মেমোরিয়ালের মুসলিম গোরস্তানে দাফন করা হবে। তোফায়েল চৌধুরী লিটন সকল প্রবাসীকে মরহুম আসনার চৌধুরীর জানাজায় শরিক হওয়ার জন্য আহবান জানিয়েছেন এবং তার শ্বশুরের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া চেয়েছেন।

এদিকে আনসার হোসেন চৌধুরীর মৃত্যুতে মৌলভীবাজার ডিস্ট্রিক্ট সোসাইটি অব ইউএসএ ইনকের সভাপতি তজমুল হোসেন ও সাধারণ সম্পাদক জাবেদ উদ্দিন এবং মৌলভীবাজার ডিস্ট্রিক্ট এসোসিয়েশন অব নর্থ আমেরিকা ইনকের সভাপতি ফজলুর রহমান ও সাধারণ সম্পাদক মিজানুর রহমান শোক ও শোকসন্তপ্ত পরিবারবর্গের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন। প্রেস বিজ্ঞপ্তি।

শেয়ার করুন