০৬ ডিসেম্বর ২০২৫, শনিবার, ৬:০৪:১৬ পূর্বাহ্ন
শিরোনাম :
স্ন্যাপ সুবিধা ফিরলেও কঠোর নিয়মে বিপাকে ৪০ মিলিয়ন মানুষ মসজিদে ধারাবাহিক হামলা, উদ্বেগে মুসলিম সম্প্রদায় ফেব্রুয়ারি ১ থেকে রিয়েল আইডি ছাড়া বিমানযাত্রায় লাগবে ৪৫ ডলারের ফি নিউইয়র্কে শীতকালে ঘর গরম রাখার জন্য এনার্জি সহায়তার আবেদন শুরু দারিদ্র্যপীড়িত দেশ থেকে যুক্তরাষ্ট্রে অভিবাসন স্থায়ীভাবে বন্ধের আহ্বান ট্রাম্পের ১৯ দেশের গ্রিনকার্ডধারীদের পুনর্মূল্যায়ন শুরু তারেকের ‘ফেরা ইস্যু’ ঘোলা পানিতে মাছ শিকারে চেষ্টা বিডিআর বিদ্রোহের নৃশংস হত্যাকাণ্ডের কমিশন রিপোর্টে তোলপাড় রাষ্ট্রীয় সর্বোচ্চ মর্যাদায় খালেদা জিয়া ১১ মাসে ২৮ জন বাংলাদেশী ভারতীয় সীমান্ত রক্ষীবাহিনী কর্তৃক নিহত হয়েছে


যুক্তরাষ্ট্রের স্বাধীনতা দিবস পালন
দেশ রিপোর্ট
  • আপডেট করা হয়েছে : ০৮-০৭-২০২২
যুক্তরাষ্ট্রের স্বাধীনতা দিবস পালন


গত ৪ জুলাই সকালে শিকাগোতে স্বাধীনতার র্যালিতে বন্দুক হামলার পর পুরো যুক্তরাষ্ট্রে এক ধরনের আতঙ্ক ছড়িয়ে পড়ে। কিন্তু সকল শঙ্কাকে কাটিয়ে মহাউৎসবে যুক্তরাষ্ট্রের স্বাধীনতা দিবস পালন করা হয়। এটি ছিলো আমেরিকার ২৫৬তম স্বাধীনতা দিবস। স্বাধীনতা দিবসে গত ৪ জুলাই সোমবার বিকেলে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন এবং ফার্স্ট লেডি জিল বাইডেন হোয়াইট হাউসের সাউথ লনে ৪ জুলাই উপলক্ষ্যে সেনাবাহিনীর সদস্যদের পরিবারের জন্য বারবিকিউর আয়োজন করেছেন। এরপর তারা ন্যাশনাল মলে স্বাধীনতা দিবস উপলক্ষ্যে আতশবাজি প্রদর্শনী উপভোগ করেন।

যুক্তরাষ্ট্রের ক্যালেন্ডারে জুলাইয়ের চতুর্থ দিনটি সম্ভবত সবচেয়ে দেশপ্রেমমূলক দিন। ব্রিটিশ শাসন পরিত্যাগ করে ১৩টি মূল উপনিবেশের যুক্তরাষ্ট্র গঠন করার সিদ্ধান্তকে উদযাপনের জন্য স্বাধীনতা দিবস পালন করা হয়। তবে ৪ জুলাই সে সিদ্ধান্ত নেয়া হয়নি। প্রকৃতপক্ষে ১৭৭৬ সালের ২ জুলাই উপনিবেশের প্রতিনিধিরা স্বাধীনতার পক্ষে ভোট দিয়েছিল। তারা একটি দলিল অর্থাৎ স্বাধীনতার ঘোষণা অনুমোদন করে যা ভোটের ব্যাখ্যা দেয়। অনেকে বিশ্বাস করেন, ২ জুলাই অর্থাৎ ভোটের বার্ষিকীতে স্বাধীনতা দিবস উদযাপন করা উচিত। তবে ঘোষণার অনুলিপিগুলো এত ব্যাপকভাবে প্রচারিত হয়েছিল যে ৪ জুলাই স্মরণীয় দিন হয়ে ওঠে।

স্বাধীনতা দিবস উপলক্ষে যুক্তরাষ্ট্রের বিভিন্ন স্টেটে আতশবাজির আয়োজন করা হয়। নিউইয়র্কে আতশবাজির আয়োজন করা হয় ম্যানহাটনের ইস্ট রিভারে। আতশবাজি দেখতে হাজার হাজার মানুষ বিভিন্ন স্পটে অবস্থান করেন। বিপুলসংখ্যক বাংলাদেশীও আতশবাজিতে অংশগ্রহণ করেন। তারা তাদের পরিবার পরিজন নিয়ে স্পটে যান। এ ছাড়াও বিভিন্ন বাসার ব্যাকইয়ার্ডে বারবিকিউ পার্টির আয়োজন করা হয়। অন্যদিকে প্রথমবারের মত শো টাইম মিউজিক যুক্তরাষ্ট্রের স্বাধীনতা দিবস পালন করেছে। আলমগীর খান আলম জানান, অনুষ্ঠানটি গত ৪ জুলাই সোমবার সন্ধ্যায় কুইন্স প্যালেসে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে কম্যুনিটির বিশিষ্ট ব্যক্তিবর্গ বক্তব্য রাখেন এবং সাংস্কৃতিক অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করে বাংলাদেশের জনপ্রিয় শিল্পী তপন চৌধুরী। এ ছাড়াও বাংলাদেশী অধ্যুষিত এলাকা ব্রঙ্কস, জ্যামাইকাসহ বিভিন্ন এলাকায় স্বাধীনতা দিবস পালন করা হয়।


শেয়ার করুন