০৩ অক্টোবর ২০২৫, শুক্রবার, ৬:৪১:৫২ পূর্বাহ্ন


এক লাখ কবরের বাংলাদেশ সেমিট্রির কাজ শুরু
দেশ রিপোর্ট
  • আপডেট করা হয়েছে : ৩০-০৭-২০২৫
এক লাখ কবরের বাংলাদেশ সেমিট্রির কাজ শুরু বক্তব্য রাখছেন জাহিদ মিন্টু


জাহিদ মিন্টু। একজন স্বপ্নবাজ মানুষ। তিনি স্বপ্ন দেখতে, দেখাতে এবং বাস্তবায়ন করতে ভালবাসেন। সেই শক্তি, সাহস এবং যোগ্যতা তার রয়েছে। তিনি মানুষকে যেভাবে ভালবাসেন, মানুষও তাকে সেভাবে ভালোবাসেন। তার চেয়েও বড় কথা হচ্ছে, মানব সেবা, মানব কল্যাণ। সে লক্ষ্যেই প্রায় তিন বছর পূর্বে প্রবাসী বাংলাদেশিদের জন্য কবরস্থানের জায়গা ক্রয় করার সিদ্ধান্ত নেন। সেই থেকেই নিউইয়র্কের বিভিন্ন জায়গায় জমি পরিদর্শন করেন। কিন্তু পছন্দ মতো জায়গা পাচ্ছিলেন না। অবশেষে সেই জায়গাও পাওয়া গেল আপ-স্টেপের স্কট টাউনে। পরীক্ষা করে সে জায়গা ক্রয়ের সিদ্ধান্ত গ্রহণ করলেন। বিষয়টি জানালেন তারই প্রিয় সংগঠন গ্রেটার নোয়াখালী সোসাইটির কর্মকর্তা, ট্রাস্টি বোর্ড, উপদেষ্টা পরিষদের সদস্যদের। সবার সঙ্গে পরামর্শ করেন। সিদ্ধান্ত হলো এ জায়গা ক্রয় করা হবে। যেই কথা সেই কাজ।

স্বপ্ন পূরণের অংশ হিসেবে গ্রেটার নোয়াখালী সোসাইটি ইউএসএর উদ্যোগে নিউইয়র্কে প্রায় এক লাখ কবরের ‘বাংলাদেশ সেমিট্রি’র কাজ আগামী ৩১ জুলাই শুরু হতে যাচ্ছে। এই লক্ষ্যে নিউইয়র্কের আপ-স্টেপে স্কট টাউনে প্রায় ১২৬ একর জমি নগদ অর্থে গত বছরের ১৬ ডিসেম্বর ক্রয় সম্পন্ন হয়। নানা প্রতিকূলতা কাটিয়ে বৃহৎ এই প্রকল্পের কাজ এগিয়ে চলছে। প্রবাসী বাংলাদেশিদের উদ্যোগে প্রতিষ্ঠিত বৃহৎ এই প্রকল্পে কবরের ব্যবস্থা ছাড়াও ফিউনারেল ও নামাজ আদায়ের ব্যবস্থা থাকবে। গত ২৪ জুলাই সন্ধ্যায় জ্যাকসন হাইটসে অয়োজিত জনাকীর্ণ এক সংবাদ সম্মেলনে এ প্রকল্পের প্রধান উদ্যোক্তা ও প্রকল্পের সদস্য সচিব এবং পরিচালক জাহিদ মিন্টু এসব তথ্য জানান।

সংবাদ সম্মেলনে জাহিদ মিন্টু জানান, ক্রয়কৃত ‘বাংলাদেশ সেমিট্রি’র মাটির পরীক্ষাসহ অন্যান্য কাজ সম্পন্ন হয়েছে। আগামী ৩১ জুলাই থেকে আনুষ্ঠানিকভাবে এ প্রকল্পের কাজ শুরু করা হবে। এতে পর্যায়ক্রমে লক্ষাধিক কবর তৈরি করা হবে। আগামী সেপ্টেম্বর-অক্টোবর মাস থেকে কবরে লাশ দাফন করা যাবে বলে আশাবাদ ব্যক্ত করা হয়। ইতোমধ্যেই বিভিন্ন মসজিদ কমিটি, প্রতিষ্ঠান, সংগঠন কয়েক হাজারের মতো কবর ক্রয় করেছেন। এখনো কবর বিক্রি অব্যাহত রয়েছে। 

সংবাদ সম্মেলনের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন ‘বাংলাদেশ সেমিট্রি’ প্রকল্পের আহ্বায়ক এবং বাংলাদেশ সোসাইটি ও গ্রেটার নোয়াখালী সোসাইটি ইউএসএর সাবেক সভাপতি আব্দুর রব মিয়া। এরপর প্রকল্পের অগ্রগতি তুলে ধরেন জাহিদ মিন্টু। পরবর্তীতে প্রকল্পটি বাস্তবায়নে সবার সহযোগিতা কামনা করে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন সংগঠনের ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান হাজি মফিজুর রহমান। সংবাদ সম্মেলনে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি নাজমুল হাসান মানিক। সার্বিক বিষয় সমন্বয় করেন সাপ্তাহিক দেশ সম্পাদক মিজানুর রহমান।

বক্তারা এ প্রজেক্ট সম্পন্ন করার জন্য জাহিদ মিন্টুকে ধন্যবাদ জানান এবং তার কাজের ভূয়সী প্রংশসা করেন। তারা বলেন, জাহিদ মিন্টু ছাড়াও এ প্রজেক্ট আমাদের পক্ষে সম্পন্ন করা সম্ভব হতো না। তার ঐকান্তিক প্রচেষ্টাতেই সব সম্ভব হয়েছে। এছাড়াও জাহিদ মিন্টু নোয়াখালী সোসাইটির কার্যকরি কমিটি, ট্রাস্টি বোর্ড এবং উপদেষ্টা পরিষদের সব সদস্যকে ধন্যবাদ জানান তাদের সহযোগিতার জন্য।

সংবাদ সম্মেলনে বাংলাদেশ সোসাইটির সাবেক সাধারণ সম্পাদক রুহুল আমীন সিদ্দিকী ও সাবেক কোষাধ্যক্ষ নওশাদ হোসেন, গ্রেটার নোয়াখালী সোসাইটির কর্মকর্তাদের মধ্যে ট্রাস্টি বোর্ড সদস্য খোকন মোশাররফ, রফিকুল ইসলাম ভূইয়া, আবুল কালাম, রমেশ চন্দ্র দেবনাথ, উপদেষ্টা পরিষদের সদস্য মাইনুল উদ্দীন মাহবুব, সদস্য আব্দুল মালেক খান, সহ-সভাপতি মোহাম্মদ তাজু মিয়া, সহ-সাধারণ সম্পাদক ছালেহ আহমেদ রুবেল, দফতর সম্পাদক মিরন কিবরিয়া, সাংগঠনিক সম্পাদক নূরুল ইসলাম বাবু, ভারপ্রাপ্ত কোষাধ্যক্ষ জামাল উদ্দিন, সদস্য মাহবুবল হক প্রমুখ উপস্থিত ছিলেন।

শেয়ার করুন