০৫ ডিসেম্বর ২০২৫, শুক্রবার, ০২:৫৭:১৮ অপরাহ্ন
শিরোনাম :
স্ন্যাপ সুবিধা ফিরলেও কঠোর নিয়মে বিপাকে ৪০ মিলিয়ন মানুষ মসজিদে ধারাবাহিক হামলা, উদ্বেগে মুসলিম সম্প্রদায় ফেব্রুয়ারি ১ থেকে রিয়েল আইডি ছাড়া বিমানযাত্রায় লাগবে ৪৫ ডলারের ফি নিউইয়র্কে শীতকালে ঘর গরম রাখার জন্য এনার্জি সহায়তার আবেদন শুরু দারিদ্র্যপীড়িত দেশ থেকে যুক্তরাষ্ট্রে অভিবাসন স্থায়ীভাবে বন্ধের আহ্বান ট্রাম্পের ১৯ দেশের গ্রিনকার্ডধারীদের পুনর্মূল্যায়ন শুরু তারেকের ‘ফেরা ইস্যু’ ঘোলা পানিতে মাছ শিকারে চেষ্টা বিডিআর বিদ্রোহের নৃশংস হত্যাকাণ্ডের কমিশন রিপোর্টে তোলপাড় রাষ্ট্রীয় সর্বোচ্চ মর্যাদায় খালেদা জিয়া ১১ মাসে ২৮ জন বাংলাদেশী ভারতীয় সীমান্ত রক্ষীবাহিনী কর্তৃক নিহত হয়েছে


চুয়াফির পিঠা উৎসব ও বার্ষিক সভা
দেশ রিপোর্ট
  • আপডেট করা হয়েছে : ২৯-০১-২০২৫
চুয়াফির পিঠা উৎসব ও বার্ষিক সভা


হরেকরকমের মজাদার পিঠা সমাহারে দারুণ উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে যুক্তরাষ্ট্রের বৃহত্তর ডিসি মেট্রো এলাকায় বসবাসরত চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদের নিয়ে গঠিত চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় অ্যালামনাই ফোরাম (চুয়াফি)-ডিএমভি (ওয়াশিংটন ডিসি, ভার্জিনিয়া, মেরিল্যান্ড)-এর পিঠা উৎসব ও বার্ষিক সভা গত ২৫ জানুয়ারি অনুষ্ঠিত হয় স্থানীয় ম্যাসন ডিস্ট্রিক্ট গভর্নমেন্ট সেন্টার মিলনায়তনে।

মাহ্সাদুল আলম রূপম, সভাপতি শীতকালীন পিঠা উৎসবের উদ্বোধন ঘোষণা ও বার্ষিক সভায় উপস্থিত সকলকে স্বাগত জানিয়ে, সাধারণ সম্পাদক সোহানা সোনালী সিদ্দিককে অনুষ্ঠান শুরু ও পরিচালনার জন্য আহ্বান জানান।

বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের জাতীয় সংগীতে দিয়ে সূচনায় করা হয় উৎসব, পরিবেশনা করেন চুয়াফির সদস্য তাদের সন্তানেরা। এরপর নতুন সদস্যদের পরিচয়, কার্যকরি পরিষদ ও উপদেষ্টা পরিষদের বরণ, এই পর্ব পরিচালনার দায়িত্ব পালন করেন মাহ্সাদুল আলম রূপম, সভাপতি সাধারণ সম্পাদক সোহানা সোনালী সিদ্দিক।

বার্ষিক সাধারণ সভায় সারা বছরের আয় ব্যয় সংক্রান্ত আর্থিক বিবৃতি প্রদান করেন অর্থ সম্পাদক ইস্কাত আলম তিশা, সহযোগিতায় ছিলেন সহসাধারণ সম্পাদক আক্তার হোসেন জাভেদ ও নির্বাহী সদস্য মোঃ বদরুল আলম ভূইয়াঁ। সংগঠনের সাংস্কৃতিক বিষয়ক কার্যক্রমের ওপর বিবরণী প্রদান করেন সাংস্কৃতিক সম্পাদক মিলড্রেড থমাস গনসালভেস। সংগঠনের সার্বিক পরিকল্পনা ও কার্যক্রমের ওপর বিবরণী প্রদান করেন সাধারণ সম্পাদক সোহানা সোনালী সিদ্দিক। এছাড়া সরোজ বড়ুয়া কে প্রধান করে ৫ সদস্যবিশিষ্ট চুয়াফির বই-লজ সংশোধনী পর্যালোচনা কমিটি গঠন করা হয়, এই বিষয় সহ-সভাপতি কানিজ জাফরিন বই-লজ সংশোধনী পর্যালোচনা প্রক্রিয়া সংক্রান্ত বিষয়ে সদস্যদের উদ্দেশ্যে একটি আলোচনা পরিচালনা করেন। সহযোগিতায় ছিলেন সহসাধারণ সম্পাদক আক্তার হোসেন জাভেদ ও নির্বাহী সদস্য সামছুল আনোয়ার জামাল।

এই উদ্্যাপন অনুষ্ঠানের সাংস্কৃতিক অনুষ্ঠান পরিচালনা করেন অ্যালামনাইয়ের সাংস্কৃতিক, প্রকাশনা ও যোগাযোগ সম্পাদক মিলড্রেড থমাস গনসালভেস। সদস্য, তাদের পরিবার বর্গ, ছোট ছোট শিশু-কিশোরদের সরব উপস্থিতি ও কলরবে মুখরিত অনুষ্ঠানের শুরুতেই ছিল চুয়াফির সদস্যদের কোরাস গান পরিবেশনা, এ পর্বে এছাড়া একক গান পরিবেশন করে কুলসুম আলম ও আমাদের এই প্রজন্ম মাহদীয়া ঈশাল, সীমরিন বড়ুয়া, তবলায় সংগত করেছেন থিওডোর ডি কস্টা। নৃত্য পরিবেশন করে এই এই প্রজন্মের সাবরিনা আলম ও কবিতা আবৃত্তি করেন চুয়াফি উপদেষ্টা মিজানুর রহমান খান।

অনুষ্ঠানের সার্বিক অভ্যর্থনায় ও আপ্যায়নের দায়িত্বে ছিলেন নির্বাহী সদস্য মীর নাজিউর রহমান নিক্সন, ও দোলান বড়ুয়া। ডোকোরেশনের জন্য বিশেষ ভূমিকা রেখেছেন চুয়াফি উপদেষ্টা আহসান আলম।

চুয়াফি কার্যকরি পরিষদের সদস্য ও সাধারণ সদস্যদের মধ্যে পারস্পরিক শ্রদ্ধাবোধ ও আন্তরিকতা পূর্ণ কর্মোদ্যোগের পাশাপাশি শীতকালীন মজাদার পিঠা অনুষ্ঠানে একটি বিশেষ সংযোজক ছিল। সবাই তৃপ্তি ও আনন্দ নিয়ে হরেক রকমের মজাদার পিঠা খেয়ে এ পিঠা উৎসব ও বার্ষিক সাধারণ সভা উপভোগ করেন। চুয়াফি পরিবারের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের মাধ্যমে প্রদর্শিত হয়, মজাদার পুলি পিঠা, চমচম পিঠা, বিয়াই পিঠা, বিনি পিঠা, সাইন্না পিঠা, পাকন পিঠা, চিতই পিঠা, ডুপি পিঠা, পাটিসাপটা পিঠা, সাচ পিঠা, নারিকেল পিঠা আরো অনেক। অনেক অনেক ধন্যবাদ সব অংশগ্রহণকারীকে।

পরিশেষে সভাপতি মাহ্সাদুল আলম রূপম, উপস্থিত সবার প্রতি বিনম্র শ্রদ্ধা ও কৃতজ্ঞতা প্রকাশ করে অনুষ্ঠান সমাপ্তি ঘোষণা করেন।

শেয়ার করুন