০৫ ডিসেম্বর ২০২৫, শুক্রবার, ১১:৫৭:৪৭ অপরাহ্ন
শিরোনাম :
স্ন্যাপ সুবিধা ফিরলেও কঠোর নিয়মে বিপাকে ৪০ মিলিয়ন মানুষ মসজিদে ধারাবাহিক হামলা, উদ্বেগে মুসলিম সম্প্রদায় ফেব্রুয়ারি ১ থেকে রিয়েল আইডি ছাড়া বিমানযাত্রায় লাগবে ৪৫ ডলারের ফি নিউইয়র্কে শীতকালে ঘর গরম রাখার জন্য এনার্জি সহায়তার আবেদন শুরু দারিদ্র্যপীড়িত দেশ থেকে যুক্তরাষ্ট্রে অভিবাসন স্থায়ীভাবে বন্ধের আহ্বান ট্রাম্পের ১৯ দেশের গ্রিনকার্ডধারীদের পুনর্মূল্যায়ন শুরু তারেকের ‘ফেরা ইস্যু’ ঘোলা পানিতে মাছ শিকারে চেষ্টা বিডিআর বিদ্রোহের নৃশংস হত্যাকাণ্ডের কমিশন রিপোর্টে তোলপাড় রাষ্ট্রীয় সর্বোচ্চ মর্যাদায় খালেদা জিয়া ১১ মাসে ২৮ জন বাংলাদেশী ভারতীয় সীমান্ত রক্ষীবাহিনী কর্তৃক নিহত হয়েছে


জ্যামাইকা ফ্রেন্ডস সোসাইটির স্কুল সাপ্লাই বিতরণ
ক্যাপ্টেন টিলি পার্ক নতুন প্রজন্মের কলকাকলিতে মুখরিত
দেশ রিপোর্ট
  • আপডেট করা হয়েছে : ২৭-০৮-২০২৫
ক্যাপ্টেন টিলি পার্ক নতুন প্রজন্মের কলকাকলিতে মুখরিত বক্তব্য রাখছেন ফখরুল ইসলাম দেলোয়ার


জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটি প্রবাসের একটি ঐতিহ্যবাহী সংগঠন। একঝাঁক তরুণ প্রজন্ম প্রবাসী জ্যামাইকাবাসীর স্বার্থে এই সংগঠন প্রতিষ্ঠা করেন। প্রতিষ্ঠার পর থেকেই এ সংগঠন জ্যামাইকাবাসীর সুখ-দুঃখে আষ্টেপৃষ্ঠে জড়িয়ে আছে। যখনই কোনো দুর্যোগ বা সমস্যা দেখা দেয়, তখনই এ সংগঠনের নেতৃবৃন্দ সভাপতি ফখরুল ইসলাম দেলোয়ার, সাধারণ সম্পাদক এনায়েত মুন্সী, সাবেক সভাপতি বিলাল চৌধুরী, সাবেক সাধারণ সম্পাদক এএফ মিসবাউজ্জামান, সাবেক সাধারণ সম্পাদক জে মোল্লা সানি, সাইফুল ইসলাম, সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রিজু মোহাম্মদমগ কার্যকরি কমিটির নেতৃবৃন্দ অসহায় মানুষের জন্য ঝাঁপিয়ে পড়েন। অসহায় মানুষের পাশাপাশি জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটি প্রবাসে জন্ম নেওয়া এবং বেড়ে ওঠা নতুন প্রজন্মের শিশু-কিশোরদের নিয়েও নানা অনুষ্ঠান করে থাকে। তারই একটি হলো ব্যাক টু স্কুল সাপ্লাই প্রোগ্রাম এবং বাচ্চাদের জন্য আনন্দ উৎসব। পুরো অনুষ্ঠানে শুধু স্কুল সাপ্লাই দেওয়া হয়নি। বাচ্চাদের বিনোদনেরও ব্যবস্থা করা হয়। স্কুল সাপ্লাইয়ের পাশাপাশি ছাত্রছাত্রীদের হাতে বিভিন্ন ধরনের খেলা, পপকন এবং অন্যান্য খাবার তুলে দেওয়া হয়। স্কুল সাপ্লাইয়ের মধ্যে ছিল স্কুলব্যাগ, পেন্সিল, খাতা, নোটবুক, পানির বোতলসহ অন্যান্য সামগ্রী।

চমৎকার এ ব্যতিক্রমধর্মী অনুষ্ঠানটি গত ২৩ আগস্ট বিকালে জ্যামাইকার ক্যাপ্টেন টিলি পার্কে অনুষ্ঠিত হয়। সময় বিকাল ৫টায় থাকলেও অভিভাবকদের নিয়ে নতুন প্রজন্মের শিশু-কিশোররা বিকাল ৪টা থেকেই পার্কে উপস্থিত হতে থাকে। তাদের সুন্দর করে লাইনে দাঁড় করিয়ে দেওয়া হয়। প্রায় পাঁচ শতাধিক নতুন প্রজন্মের উপস্থিতিতে ক্যাপ্টেন টিলি পার্ক যেন নতুন কুড়িতে পরিণত হয়। তাদের কলকাকলিতে পুরো পার্ক মুখরিত হয়ে ওঠে। সৃষ্টি হয় অভূতপূর্ব দৃশ্য। দেখলেই যেন চোখ জুড়িয়ে যায়।

জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির সভাপতি ফখরুল ইসলাম দেলোয়ারের সভাপতিত্বে এবং সাবেক সাধারণ সম্পাদক জে মোল্লা সানির পরিচালনায় এবং সাধারণ সম্পাদক এনায়েত মুন্সীর তত্ত্বাবধানে অনুষ্ঠানের অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অনুষ্ঠানের সহযোগী সংগঠন মানবসেবী প্রতিষ্ঠান ভালো এবং ডিএইচ কেয়ার হোম কেয়ারের প্রেসিডেন্ট শাহরিয়ার রহমান, সিআইপি গহর এস জামিল, সংগঠনের প্রধান উপদেষ্টা ওসমান গনি, উপদেষ্টা সাপ্তাহিক বাংলাদেশ পত্রিকার সম্পাদক ডা. ওয়াজেদ এ খান, ছদরুন নূর, উপদেষ্টা বিশিষ্ট ব্যবসায়ী কামরুজ্জামান কামরুল, অনুষ্ঠানের আহ্বায়ক শাহ শহীদুল্লাহ, মেম্বার সেক্রেটারি ইসমাইল হোসেন স্বপন, সাবেক সভাপতি ও বিশিষ্ট ব্যবসায়ী বিলাল চৌধুরী, প্রধান সমন্বয়কারী আলম সরকার, যুগ্ম আহ্বায়ক ইকবাল আহমেদ, জিল্লুর রহিম, শরিফ হোসেন, সিনিয়র সহ-সভাপতি এএফ মিসবাহউজ্জামান, সমন্বয়কারী প্রফেসর শাহাদাত হুসেন, আব্দুল বাছির, জুলকার হায়দার, বাংলাদেশ সোসাইটির সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী, সিনিয়র সহ-সভাপতি মহি উদ্দিন দেওয়ান, সহ-সভাপতি কামরুজ্জামান কামরুল, কোষাধ্যক্ষ মফিজুল ইসলাম ভুইয়া রুমি, খুলনা সোসাইটির সভাপতি ওয়াহেদ কাজী এলিন, সহ-সভাপতি কামরুল ইসলাম সনি, নওশাদ হায়দার, সুমন খান, নিপা জামান, বিয়ানীবাজার সমিতির সাধারণ সম্পাদক রেজাউল আলম অপু প্রমুখ।

অনুষ্ঠানের বক্তাদের সংক্ষিপ্ত আলোচনা শেষে সবার মধ্যে সুশৃঙ্খলভাবে স্কুল সাপ্লাই তুলে দেওয়া হয়। সংগঠনের কর্মকর্তারা তাদের হাতে স্কুল সাপ্লাই তুলে দেন।

শারিয়ার রহমান বলেন, ভালো এবং ডিএইচ কেয়ার হোম কেয়ার সব সময় ভালো কাজ এবং কমিউনিটির উন্নয়নে কাজ করে যাবে। আজ আমার ভালো লাগছে নতুন প্রজন্মের শিশু-কিশোরদের উপস্থিতি দেখে। তিনি বলেন, আগামীতেও আমরা জ্যামাইকা ফ্রেন্ডস সোসাইটির সঙ্গে ভালো কাজে অংশগ্রহণ করবো।

ফখরুল ইসলাম দেলোয়ার বলেন, মানুষের কল্যাণ এবং সেবা করাই আমাদের লক্ষ্যে। আমরা গত কয়েক বছর ধরে এই ধরনের অনুষ্ঠান করে আসছি। ক্যাক টু স্কুল প্রোগ্রামটি কমিউনিটিতে ব্যাপক সাড়া ফেলেছে। আজকের অনুষ্ঠানে নতুন প্রজন্মের উপস্থিত দেখে আমার কাছে ভালো লাগছে এবং জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির পক্ষ থেকে তাদের সহযোগিতা করতে পেরে আমরা আনন্দিত।

বিলাল চৌধুরী বলেন, শুরু থেকে জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটি কমিউনিটির পাশে রয়েছে। জ্যামাইকা কমিউনিটির উন্নয়নে জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির বিশাল ভূমিকা রয়েছে। তিনি ব্যাক টু স্কুল প্রোগ্রামটি সফল করার জন্য অভিভাবক এবং ফ্রেন্ডস সোসাইটির কর্মকর্তাদের ধন্যবাদ জানান।

এএফ মিসবাহউজ্জামান যারা সহযোগিতা করেছেন তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং ফ্রেন্ডস সোসাইটির পাশে থাকার আহ্বান জানান।

শেয়ার করুন