২৬ এপ্রিল ২০১২, শুক্রবার, ০৩:৫০:৬ পূর্বাহ্ন
শিরোনাম :


যুক্তরাষ্ট্রে মার্চ মাসে ৪ লাখ ৩১ হাজার নতুন চাকরি সৃষ্টি
দেশ রিপোর্ট
  • আপডেট করা হয়েছে : ০৭-০৪-২০২২
যুক্তরাষ্ট্রে মার্চ মাসে ৪ লাখ ৩১ হাজার নতুন চাকরি সৃষ্টি নিউইয়র্কের একটি রেস্তোরাঁয় চাকরির বিজ্ঞপ্তি সাইন দেখা যাচ্ছে


আমেরিকার নিয়োগকর্তারা মার্চ মাসে জোরালোভাবে কর্মনিয়োগ বৃদ্ধি করেছে চলমান ধ্বংসাত্মক মহামারী এবং ৪০ বছরের মধ্যে সর্বোচ্চ মুদ্রাস্ফীতির মুখে অর্থনীতির ঘুরে দাঁড়ানোর লণ হিসেবে ৪ লাখ ৩১ হাজার চাকরি যোগ করা হয়েছে।

গত ১ এপ্রিল শ্রম বিভাগের প্রতিবেদনে দেখা গেছে যে গত মাসের কাজের বৃদ্ধি বেকারত্বের হারকে শতকরা ৩.৬ ভাগ কমাতে সাহায্য করেছে, যা দুই বছর আগে মহামারী শুরু হওয়ার পর থেকে সর্বনিম্ন স্তর। মুদ্রাস্ফীতি বৃদ্ধি, ক্রমাগত সরবরাহে বাধা, কোভিড-১৯ এর তিকর প্রভাব এবং এখন ইউরোপে যুদ্ধ, এসব সত্তে¡ও নিয়োগকর্তারা ১১ মাস ধরে কমপে ৪ লাখ নতুন চাকরি যুক্ত করেছেন।

মুদ্রাস্ফীতি ভোক্তাদের ব্যয়কে দুর্বল করতে শুরু করতে পারে, যা অর্থনীতির প্রধান চালিকা শক্তি। আমেরিকানরা ফেব্রুয়ারিতে তাদের ব্যয় বাড়িয়েছে মাত্র শতকরা ০.২ যা জানুয়ারির বড় রকমের অর্জনের তুলনায় অনেক কম। তবুও চাকরির বাজার করোনা ভাইরাস মন্দা থেকে অপ্রত্যাশিত গতিতে পুনরুদ্ধার অব্যাহত রেখেছে। আবেদন করার মতো চাকরি রেকর্ড স্তরের কাছাকাছি রয়েছে, এবং বেকারত্বের সুবিধা নেবার জন্য যে আবেদন সেগুলো ১৯৬৯ সালের পর থেকে সর্বনিম্ন পয়েন্টে নেমে এসেছে।


শেয়ার করুন