২৫ এপ্রিল ২০১২, বৃহস্পতিবার, ৬:৪৬:০৭ পূর্বাহ্ন


লায়ন্স ক্লাবের রিজিওন চেয়ার মনোনীত হলেন আসেফ বারী
দেশ রিপোর্ট
  • আপডেট করা হয়েছে : ০৯-০৯-২০২২
লায়ন্স ক্লাবের রিজিওন চেয়ার মনোনীত হলেন আসেফ বারী আসেফ বারী টুটুল


নিউইয়র্কের প্রতিষ্ঠিত ব্যবসায়ী আসেফ বারী (টুটুল)। তিনি একাধারে বারী হোম কেয়ার, বারী সুপারমার্কেট, বারী রেস্টুরেন্ট, বারী পার্টি হল, বারী চ্যারিটি ফাউন্ডেশনের সিইও। সম্প্রতি তিনি লায়ন্স ক্লাবের রিজিওন চেয়ারম্যান হিসেবে মনোনীত হন। উল্লেখ্য, আসেফ বারী (টুটুল) দীর্ঘদিন ধরে বাংলাদেশ আমেরিকান লায়ন্স ক্লাবের সাথে সক্রিয়ভাবে সম্পৃক্ত। ২০২০-২০২১ এ তিনি বাংলাদেশ আমেরিকান লায়ন্স ক্লাবের প্রেসিডেন্টের দায়িত্ব পালন করেন দক্ষতা ও নিষ্ঠার সাথে। এরপরে ২০২১-২২ এর জন্য তিনি উক্ত ক্লাবের জোন চেয়ারম্যান হিসেবে মনোনীত হন।

সম্প্রতি লায়ন্সের ডিস্ট্রিক্ট ২০ আর টু এর গভর্নর নির্বাচিত হন সেলোম জেমস। নির্বাচিত হবার পরে তিনি তার নতুন কেবিনেট গঠন করেন। উল্লেখ্য, আসেফ বারী (টুটুল)-এর পূর্ববর্তী কর্ম অভিজ্ঞতা এবং লায়ন্স ক্লাবের প্রতি দীর্ঘদিনের নিষ্ঠা এবং দায়িত্বপূর্ণ ভ‚মিকার কারণে গভর্নর সেলোম জেমস, আসেফ বারী (টুটুল)কে তার নতুন কেবিনেটে রিজিওন চেয়ারম্যান হিসেবে নির্বাচিত করেন। এই সম্মানের অধিকারী হতে পেরে আসেফ বারী (টুটুল) জানান, আমি মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কৃতজ্ঞতা জানাই। বাংলাদেশি-আমেরিকান হিসেবে আমার এই অর্জন নিশ্চয়ই আমার কমিউনিটিকেও সমৃদ্ধ করবে। কমিউনিটির সকলের কাছে আমি দোয়াপ্রার্থী এবং সকলের ভালোবাসা নিয়ে আরো এগিয়ে যেতে চাই।’

উল্লেখ্য, বাংলাদেশি-আমেরিকান লায়ন্স ক্লাব নিউইয়র্কের সাথে আসেফ বারীর রয়েছে দীর্ঘদিনের সম্পৃক্ততা। তিনি এই ক্লাবের জন্য অনেক যুগান্তকারী ভ‚মিকা রেখেছেন। ক্লাবের প্রেসিডেন্ট থাকাকালীন অবস্থায়, করোনা মহামারীর সময় ফুড ড্রাইভ, ফ্লু শট বিতরণসহ তিনি নানান মানবকল্যাণময় কাজে প্রশংসনীয় ভ‚মিকা রাখেন। এ ছাড়াও মহামারীর সময় প্রথম করোনা ভ্যাক্সিনকে আপামর জনসাধারণের কাছে সহজলভ্য করে তোলেন। তার এই যুগান্তকারী উদ্যোগের জন্য সে সময় তিনি বহুল প্রশংসিত হন এবং তৎকালীন ব্রæকলিন বোরো প্রেসিডেন্টের কাছ থেকে করোনা হিরো অ্যাওয়ার্ড অর্জন করেন। পাশাপাশি তিনি মহামারীর সময় ব্যক্তিগত তহবিল থেকে করোনায় মৃত ব্যক্তিদের দাফনের উদ্যোগ নেন এবং ক্ষতিগ্রস্ত পরিবারকে আর্থিক সহায়তা প্রদান করেন। আসেফ বারী জানান, ভবিষ্যতেও মানবকল্যাণে আরো ভ‚মিকা রেখে দেশ এবং কমিউনিটির মুখ উজ্জ্বল করাই তার ঐকান্তিক প্রচেষ্টা।

শেয়ার করুন