১০ মে ২০১২, শুক্রবার, ০৯:৪২:১৪ পূর্বাহ্ন


উপজেলা নির্বাচনে অংশ নেয়ার জের, বিএনপির বহিস্কার ৭৬
বিশেষ প্রতিনিধি
  • আপডেট করা হয়েছে : ২৭-০৪-২০২৪
উপজেলা নির্বাচনে অংশ নেয়ার জের, বিএনপির বহিস্কার ৭৬


দলীয় সিদ্ধান্ত উপেক্ষা করে উপজেলা নির্বাচনে প্রার্থী হওয়ায় আর তিন নেতাকে বহিস্কার করেছে বিএনপি। এর আগে গতকাল শুক্রবার সারাদেশে ৭৩ জন নেতাকে একই কারণে বহিস্কার করা হয়েছে। গত দুইদিনে এ নিয়ে ৭৬ জনকে দলে্র সিদ্ধান্তের বাইরে গিয়ে ভোট করার অপরাধে বহিস্কার করা হলো।

শনিবার দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তিনকে বহিস্কারের কথা জানানো হয়।

এরা হলেন, ময়মনসিংহ উত্তর জেলার হালুয়াঘাট বিএনপির সদস্য আব্দুল হামিদ, শেরপুর জেলার শ্রীবর্দী উপজেলার ২ নং পৌর ওয়ার্ডের সভাপতি গোলাম মোস্তফা(সোনাহার) এবং রাঙ্গামাটি জেলার কাউখালী উপজেলা বিএনপির উপদেষ্টা মংসুইউ চৌধুরী।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী ৮ মে প্রথম ধাপে উপজেলা পরিষদ নির্বাচনে দলীয় সিদ্ধান্ত অমান্য করে বিএনপির যে সমস্ত নেতৃবৃন্দ চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান (পুরুষ ও মহিলা) পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন তাদেরকে দলীয় গঠনতন্ত্র মোতাবেক বি্এনপির প্রাথমিক সদস্যপদসহ সকল পর্যায়ের পদ থেকে বহিস্কান করা হয়েছে।



    

শেয়ার করুন