২৫ এপ্রিল ২০১২, বৃহস্পতিবার, ০৭:৩৩:৩৩ অপরাহ্ন


আজ থেকে প্রথম রাউন্ড,মুল লড়াই ২২ অক্টোবর থেকে
অস্ট্রেলিয়ায় শুরু আজ টি-২০ বিশ্বকাপ
নিজস্ব প্রতিবেদক
  • আপডেট করা হয়েছে : ১৬-১০-২০২২
অস্ট্রেলিয়ায় শুরু আজ টি-২০ বিশ্বকাপ বিশ্বকাপে অংশ নেয়া ১৬ দলের অধিনায়কদের মেলবোনে এক মিলন মেলা শেষে সেলফিতে মগ্ন তারা/ছবি সংগৃহীত


শ্রীলঙ্কা নামিবিয়া, নেদারল্যান্সস ও ইউএই’র মধ্যকার ম্যাচ দিয়ে অস্ট্রেলিয়ায় শুরু হচ্ছে আজ টি-২০ বিশ্বকাপ। প্রথম রাউন্ডের খেলা আজ (১৬ অক্টোবর শুরু হওয়ার পর সুপার টুয়েলভ বা দ্বিতীয় রাউন্ডের খেলা শুরু হবে ২২ অক্টোবর থেকে। প্রথম রাউন্ডের খেলছে যে আটটি দল তারা দুই গ্রুপে ভাগ হয়ে খেলছে। এরা হলো-  প্রথম গ্রুপে রয়েছে শ্রীলংক,নামিবিয়া ইউএই ও নেদারল্যান্ডস। দ্বিতীয় গ্রুপে 




 গ্রুপ বিতে রয়েছে ওয়েস্ট ইন্ডিজ, স্কটল্যান্ড, আয়ারল্যান্ড এবং জিম্বাবুয়ে।  এ রাউন্ড থেকে প্রতিটা গ্রুপ থেকে সুপার টুয়েলভে উঠবে দুটি করে চারটি দল। যাদের নিয়ে ২২ অক্টোবর থেকে শুরু হবে টুর্নামেন্টের মূল পর্ব।  মুল পর্বে ইতিমধ্যে রয়েছে যে আট দল তারা হলো অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, ভারত, পাকিস্তান, নিউজিল্যান্ড, দক্ষিন আফ্রিকা, বাংলাদেশ ও আফগানিস্তান। 

বাংলাদেশের গ্রুপে রয়েছে ভারত,পাকিস্তান,দক্ষিন আফ্রিকার মত শক্তিশালী দল। 

আজ জিলংয়ে নামিবিয়া শ্রীলঙ্কা এবং অপর খেলায় মোকাবেলা করবে নেদারল্যান্ডস ও ইউএই।  


শেয়ার করুন