০২ মে ২০১২, বৃহস্পতিবার, ০৬:৩৮:০২ পূর্বাহ্ন


বিশ্বকাপ ক্রিকেট ২০২৩
নিউজিল্যান্ডকে হারিয়ে ফাইনালে ভারত
নিজস্ব প্রতিনিধি
  • আপডেট করা হয়েছে : ১৫-১১-২০২৩
নিউজিল্যান্ডকে হারিয়ে ফাইনালে ভারত সাত উইকেট নেয়া সামি ভাসছেন আনন্দে/ছবি সংগৃহীত


অপরাজিত থেকে ফাইনালে উঠলো ভারত। বিশ্বকাপের প্রথম সেমিফাইনালে নিউজিল্যান্ডকে হারিয়ে ওই যোগ্যতা অর্জন করে তারা। ইডেন গার্ডেনের এ ম্যাচে প্রথম ব্যাটিং করে ভারত সংগ্রহ করেছিল ৩৯৭ রান। যাতে সেঞ্চুরী ছিল বিরাট কোহলি (১১৭) ও শ্রেয়াস আইয়ারের (১০৫)।


এরপর খেলতে নামা নিউজিল্যান্ডের ইনিংসে আঘাত হানেন টুর্নামেন্টের সবচে সফল বোলার সামি। এ ম্যাচেও নেন তিনি ৭ উইকেট, ৯.৫ ওভার বোলিং করে ৫৭ রানের বিনিময়ে। সামির এ দুর্দান্ত বোলিংয়ের সামনে নিউজিল্যান্ডের ফাইনালে ওঠার স্বপ্ন ভেঙ্গে যায়। যদিও সেঞ্চুরী করেছিলেন মিচেল ১৩৪। কেন উইলিয়ামসনের সঙ্গে তার করা ৬৯ রানের ইনিংস মুলত ভারতকে দুশ্চিন্তায় ফেলেছিল কিছুক্ষনের জন্য। কিন্তু সেখান থেকে দলকে আবার ম্যাচে ফেরার সেই সামি। নিউজিল্যান্ডের ইনিংস ৩২৭ রানে শেষ হলে ভারত জিতে যায় ৭০ রানের বড় ব্যাবধানে। সামি ম্যান অব দ্যা ম্যাচ।

সংক্ষিপ্ত স্কোর :
ভারত : ৩৯৭/৪, ৫০ ওভার (কোহলি ১১৭, আইয়ার ১০৫, সাউদি ৩/১০০)।
নিউজিল্যান্ড : ৩২৭/১০, ৪৮.৫ ওভার (মিচেল ১৩৪, উইলিয়ামসন ৬৯, সামি ৭/৫৭)।
ফল : ভারত ৭০ রানে জয়ী।

শেয়ার করুন