২০ এপ্রিল ২০১২, শনিবার, ০৩:৫১:৩০ অপরাহ্ন


বাংলাদেশ সোসাইটির নির্বাচনে বিজয়ীদের বিজয় উৎসব
দেশ রিপোর্ট
  • আপডেট করা হয়েছে : ২৭-১০-২০২২
বাংলাদেশ সোসাইটির নির্বাচনে বিজয়ীদের বিজয় উৎসব সোসাইটির নির্বাচনে বিজয়ীদের বিজয় উৎসবে অংশগ্রহণকারীরা


প্রবাসের অন্যতম মাদার সংগঠন হিসাবে পরিচিত বাংলাদেশ সোসাইটির বহুল আলোচিত নির্বাচন সম্পন্ন হয় গত ১৮ সেপ্টেম্বর। সুষ্ঠু এবং গ্রহণযোগ্য এই নির্বাচনে রব- রুহুল প্যানেলের সকল প্রার্থী বিজয়ী হয়েছেন। বাংলাদেশ সোসাইটির নির্বাচনে এমন ফলাফল অনেকের কাছেই প্রত্যাশিত ছিলো না। কারণ সোসাইটির ইতিহাসে যতগুলো নির্বাচন হয়েছে, সে নির্বাচনে যারা বেশি ভোটার বানিয়েছেন তারাই জয়লাভ করেছেন। এবারের নির্বাচনে দুই প্যানেলের ভোট জমা দেয়ার ব্যবধান জমিন আসমান। সেই দিকে থেকে নয়ন- আলী প্যানেলের যারা দায়িত্বে ছিলেন তাদের ধারণা ছিলো এই প্যানেলকে আটকায় কে? তারা ছিলেন বেশ আত্মবিশ্বাসী। যেটা দেখা যায় ভোটের দিন। তাদের ভাবখানা এমন ছিলো যে, তাদের আটকানোর ক্ষমতা কারো নেই। তারা ভোটার আনার পরিবর্তে আয়েশি সময় কাটিয়েছেন। তবে সব কেন্দ্রে নয়, কোন কোন কেন্দ্রে। তাছাড়া এই প্যানেলের পরিচালনায় যারা ছিলেন তাদের কর্মকান্ডে, আচরণে এবং বক্তব্যও নির্বাচনে প্রভাব ফেলেছে। ঘরের মানুষকে দূরে ঠেলে দিয়েছেন। অথচ এদের মধ্যে অনেকেই ব্যক্তিগত ভোট জমা দিয়েছিলেন। আর এই সুযোগটি কাজে লাগিয়েছে রব-রুহুল পরিষদ। তাদের প্রতিটি প্রার্থী, কর্মী এবং সমর্থক ব্যস্ত ছিলেন ভোট কেন্দ্রে ভোটার আনার ব্যাপারে। তারা জানে নির্বাচনে জয়লাভ করতে হলে তাদের অবশ্যই কেন্দ্রে ভোটার আনতে হবে। সেই কাজটিই তারা করেছেন। অন্যদিকে নয়ন-আলী প্যানেলের দুর্বলতার সুযোগগুলো তারা সঠিকভাবে ব্যবহার করেছেন। যে কারণে তারা ভ‚মিধ্বস জয় পেয়েছেন।

বাংলাদেশ সোসাইটির নির্বাচনে বিজয়ীদের বিজয় উল্লাস গত ২৪ অক্টোবর সন্ধ্যায় উডসাইডের কুইন্স প্যানেলের অনুষ্ঠিত হয়। এই বিজয় উল্লাসে প্রবাসে বাংলাদেশী কম্যুনিটির সর্বস্তরের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। ভিন্নধর্মী এই অনুষ্ঠানে ছিলো সংক্ষিপ্ত শুভেচ্ছা বিনিময় এবং সাংস্কৃতিক অনুষ্ঠান ও ভোজ।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নবনির্বাচিত সভাপতি আব্দুর রব মিয়া, সাধারণ সম্পাদক রুহুল আমিন সিদ্দিকী, সিনিয়র সহ সভাপতি মহিউদ্দিন দেওয়ান, সহ সভাপতি ফারুক চৌধুরী, সহ সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম চৌধুরী, কোষাধ্যক্ষ নওশাদ হোসেন, সাহিত্য সম্পাদক ফয়সাল আহমেদ, প্রচার সম্পাদক রিজু মোহাম্মদ, ক্রীড়া সম্পাদক মাইন উদ্দিন মাহবুব, সাংগঠনিক সম্পাদক আবুল কালাম ভুইয়া, সাংস্কৃতিক সম্পাদিকা ডা. লিপি, কার্যকরি সদস্য সাদী মিন্টু, আবুল বাশার ভূইয়া, বাংলাদেশ সোসাইটির ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান এম আজিজ, ট্রাস্টি বোর্ডের সদস্য হাজী মফিজুর রহমান, আজিমুর রহমান বোরহান, ওয়াসি চৌধুরী, আব্দুল হাসিব হাসনু, বাংলাদেশ এ্যাথলেটিক্স ফেডারেশনের সাধারণ সম্পাদক আব্দুর রকিব মন্টু, বাংলাদেশ সোসাইটির সাবেক প্রধান নির্বাচন কমিশনার নাসের আলী খান পল, নির্বাচন কমিশনের সদস্য মঞ্জুর আহমেদ চৌধুরী, জালালাবাদ এসোসিয়েশনের সভাপতি বদরুল হোসেন খান, সাধারণ সম্পাদক মইনুল ইসলাম, জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির সভাপতি ও মূলধারার রাজনীতিবিদ ফখরুল ইসলাম দেলোয়ার, বিশিষ্ট ব্যবসায়ী বিলাল চৌধুরী, মইনুজ্জামান চৌধুরী, কাজী তোফায়েল ইসলাম, মফিজুর রহমান ভূইয়া রুমি, বাংলাদেশ সোসাইটির সাবেক আপ্যায়ন সম্পাদক নাদের এ আইয়ুব, এম বাসেত রহমান, আমিন খান জাকির, ওয়াহেদ কাজী এলিন, নূরুল হক, আব্দুর রহিম বাদশা, আব্দুল মান্নান, কম্যুনিটি এক্টিভিস্ট আহবাব চৌধুরী খোকন, গোল্ডেন এজ হোম কেয়ারের প্রেসিডেন্ট শাহ নেওয়াজ, ছদরুন নূর, জহিরুল ইসলাম মোল্লা, গিয়াস উদ্দিন, যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সভঅপতি ড. সিদ্দিকুর রহমান, এডভোকেট মতিউর রহমান, বৃহত্তর নোয়াখালি সোসাইটির সভাপতি নাজমুল হাসান মানিক, টি মোল্লা, সাবেক কর্মকর্তা সৈয়দ এম কে জামান, ইশতিয়াক রুমি, আমিন খান জাকির, ইউছুপ জসীম প্রমুখ।

অনুষ্ঠানে সবাই সকল ভেদাভেদ ভুলে গিয়ে বাংলাদেশ সোসাইটিকে একটি আদর্শ সংগঠনে পরিণত করার আহবান জানান।

অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে সাংস্কৃতিক অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করেন বাংলাদেশের বাউল সম্রাট কালা মিয়া, ডা. লিপিসহ স্থানীয় শিল্পীরা।

শেয়ার করুন