২৯ মার্চ ২০১২, শুক্রবার, ০৭:০৯:২১ পূর্বাহ্ন


বিএনপি মহানহর দক্ষিণের জিয়াউর রহমানের জন্মবার্ষিকী পালন
দেশ রিপোর্ট:
  • আপডেট করা হয়েছে : ২৬-০১-২০২৩
বিএনপি মহানহর দক্ষিণের জিয়াউর রহমানের জন্মবার্ষিকী পালন বক্তব্য রাখছেন হাবিবুর রহমান সেলিম রেজা


নিউইয়র্ক মহানগর দক্ষিণ বিএনপি আয়োজিত স্বাধীনতার ঘোষক, বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক, আধুনিক বাংলাদেশের রূপকার শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৮৭তম জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে জ্যাকসন হাইটসে কাবাব কিং রেস্টুরেন্টে গত ২২ জানুয়ারি সন্ধ্যায়।

সভায় সভাপতিত্ব করেন নিউইয়র্ক মহানগর দক্ষিণ বিএনপির আহবায়ক সাবেক ছাত্রনেতা হাবিবুর রহমান সেলিম রেজা। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন সদস্য সচিব সাবেক ছাত্রনেতা মোঃ বদিউল আলম এবং তাকে সহযোগিতা করেন অনুষ্ঠান উদযাপন কমিটির সদস্য সচিব এবং নিউইয়র্ক মহানগর দক্ষিণ বিএনপির যুগ্ম আহবায়ক খলকুর রহমান।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুক্তরাষ্ট্র বিএনপি সাবেক সফল সভাপতি যুক্তরাষ্ট্র বিএনপির অভিবাবক আব্দুল লতিফ সম্রাট । সবার শুরুতেই পবিত্র কোরআন তেলাওয়াত করেন নিউইয়র্ক মহানগর দক্ষিণ বিএনপির যুগ্ম আহবায়ক রেজবুল কবির এবং দোয়া মোনাজাত পরিচালনা করেন প্রধান অতিথি আব্দুল লতিফ সম্রাট । স্বাগত বক্তব্য রাখেন নিউইয়র্ক মহানগর দক্ষিণ বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোঃ সোহরাব হোসেন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জাসাস কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক এবং যুক্তরাষ্ট্র বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক  গোলাম ফারুক শাহীন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল নিউইয়র্ক স্টেট শাখার আহবায়ক মাওলানা অলিউল্লাহ মোঃ আতিকুর রহমান, সদস্য সচিব সাবেক ছাত্রনেতা সাইদুর রহমান সাঈদ, নিউইয়র্ক স্টেট বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক আনোয়ার হোসেন, নিউইয়র্ক মহানগর উত্তর বিএনপির অন্যতম সিনিয়র সদস্য বরিশাল জেলা ছাত্রদলের সাবেক আহবায়ক জাফর তালুকদারনিউইয়র্ক মহানগর দক্ষিণ বিএনপির যুগ্ম আহবায়ক এমলাক হোসেন ফয়সালরুহুল আমিন নাসির, জিয়াউল হক মিশন, শাহাদাত হোসেন রাজু, জোহরা বেগম, রেজবুল কবিরশেখ জহির, নিউইয়র্ক মহানগর দক্ষিণ বিএনপির যুগ্ম সদস্য সচিব সাইদুর খান ডিউক, অন্যতম সদস্য জামালুর রহমান চৌধুরী, আব্দুল মান্নান হোসাইন কৃষিবিদ সোলাইমান, শ্রমিক দলের সভাপতি জাহাঙ্গীর এম আলম, ডিপ্লোমা ইঞ্জিনিয়ার অ্যাসোসিয়েশন যুক্তরাষ্ট্রের সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার মাইনুদ্দিন মিয়াজী, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রনেতা মাজহারুল হক মিরন।


বক্তব্য রাখছেন আব্দুল লতিফ সম্রাট


আব্দুল লতিফ সম্রাট জিয়াউর রহমানের জীবনের নানান দিক আলোকপাত করে তার আদর্শ ধারন করে সকল জাতীয়তাবাদী শক্তিকে ঐক্যবদ্ধ হয়ে স্বৈরাচারী শেখ হাসিনা সরকারের বিরুদ্ধে গণতন্ত্র পুনরুদ্ধারের লড়াইয়ের দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে দেশে প্রবাসে দুর্বার আন্দোলন গড়ে তোলার আহ্বান জানান।

সভাপতির সমাপনি বক্তব্যে সেলিম রেজা উপস্থিত সকলকে ধন্যবাদ জানিয়ে যুক্তরাষ্ট্রের বিভিন্ন স্তরের জাতীয়তাবাদের নেতা কর্মীদের ঐক্যবদ্ধ হয়ে দলীয় শৃঙ্খলা বজায় রেখেতারেক রহমানের হাতকে শক্তিশালী করতে সকলের সহযোগিতা কামনা করেন এবং বাংলাদেশে একটি নির্দলীয় নিরপেক্ষ তত্ত¡াবধায়ক সরকারের অধীনে জাতীয় নির্বাচনের দাবিতে আন্দোলনে অংশগ্রহণের  আহ্বান জানান।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা গোলাম হোসেন, সুলতান আহমেদ ভূঁইয়া, শরিফ চৌধুরী পাপ্পু, লিয়াকত আলী, অ্যাডভোকেট মিজানুর রহমান, কামাল হাওলাদার, জামাল হোসেন, সুমন সরদার, সেলিম মিয়া, মুস্তাক আহমেদ, মমতাজ উদ্দিন, ইসহাক খান, মেহেদি হাসান, আলামিন, আলী আরশাদ, সোলাইমান, সুলতান মাহমুদ সিদ্দিকী, মোঃ শাজাহান, মোহাম্মদ আখতার হোসেন, মোহাম্মদ নুরুল হুদা, মোহাম্মদ ইসলাম, রেজা, মুস্তাফি, রহমান, আইনুল হক, হোসেনআবুল কালাম, আব্দুল আহাদ, হাজী জহিরুল ইসলাম, সাবেক ছাত্রনেতা অরিকসহ আরও অনেকে।

 

শেয়ার করুন