০২ মে ২০১২, বৃহস্পতিবার, ০৩:৩৬:০৫ পূর্বাহ্ন


বালাগঞ্জ ও ওসমানীনগর প্রবাসী কল্যাণ সমিতির বর্ণাঢ্য অভিষেক
দেশ রিপোর্ট
  • আপডেট করা হয়েছে : ২১-০৪-২০২২
বালাগঞ্জ ও ওসমানীনগর প্রবাসী কল্যাণ সমিতির বর্ণাঢ্য অভিষেক অভিষেক ও ইফতার মাহফিলে বক্তব্য রাখছেন মিজানুর রহমান মিজান


 প্রবাসের অন্যতম আঞ্চলিক সংগঠন বালাগঞ্জ ও ওসমানীনগর কল্যাণ সমিতির নবনির্বাচিত কমিটির বর্ণাঢ্য অভিষেক এবং ইফতার মাহফিল সম্পন্ন হয়েছে। কমিউনিটির সর্বস্তরের গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং মূলধারার অতিথিদের অংশগ্রহণে এই চমত্কার এবং বর্ণিল অভিষেক অনুষ্ঠান গত ১৪ এপ্রিল সন্ধ্যায় বাংলাদেশি অধ্যুষিত ব্রঙ্কসের গোল্ডেন প্যালেসে অনুষ্ঠিত হয়। হলভর্তি অডিটোরিয়ামে নবনির্বাচিত কমিটির সদস্যদের শপথ বাক্য পাঠ করান সংগঠনের প্রধান উপদেষ্টা ডা. জুন্নুন চৌধুরী।

ওসমানীনগর প্রবাসী কল্যাণ সমিতি এবং নবগঠিত কমিটির সভাপতি মিজানুর রহমান মিজানের সভাপতিত্বে অনুষ্ঠানের উদ্বোধন করেন আহ্বায়ক সৈয়দ এনাম আহমেদ ও পরিচালনা করেন সাধারণ সম্পাদক আব্দুর রব কাউসার ও সহ-সাধারণ সম্পাদক জোহায়ের চৌধুরী ও ফরিদ খন্দকার আখতার।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন  বালাগঞ্জ ও ওসমানীনগর প্রবাসী কল্যাণ সমিতির যুক্তরাষ্ট্র ইনকের উপদেষ্টা পরিষদের সদস্য নাজমুল হোসেন চৌধুরী, অ্যাডভোকেট সৈয়দ নজরুল ইসলাম, মোহাম্মদ আনহার মিয়া, ফইজুন্নুর চৌধুরী, হাবিবুর রহমান সিকদার, মোহাম্মদ আবদুল মতিন, শরিফুল খালিসদার ও খোন্দকার মুক্তার। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নিউইয়র্কের ডেপুটি মেয়র শিনা রাইট, মেয়রের অভিবাসী বিষয়ক কমিশনার ম্যানুয়েল কাস্ত্রো, নিউইয়র্ক স্টেট সিনেটর রবার্ট জ্যাকসন, সিটি কাউন্সিলের সদস্য আমাদা ফারিয়াস, ক্যাপ্টেন খন্দকার আবদুল্লাহ, ক্যাপ্টেন করম চৌধুরী, লেফটেন্যান্ট কমান্ডার শামসুল হক, আমেরিকান পাকিস্তানি অ্যাডভোকেসি গ্রুপের আলী রশিদ, মুসলিম কমিউনিটি ফোরামের প্রতিষ্ঠাতা জুহাইব চৌধুরী, লাতিনা মুসলিমদের প্রেসিডেন্ট তুশা দিয়াজ, নাইজেরিয়ান কমিউনিটির প্রেসিডেন্ট ড. বোলা ওমাতোশো, জ্যামাইকা মুসলিম সেন্টার বোর্ড অব ট্রাস্টি ড. জুন্নুন চৌধুরী, বাংলাদেশ আমেরিকান পুলিশ অ্যাসোসিয়েশন সার্জেন্ট  এরশাদ সিদ্দিক, ব্যাঙ্কো পপুলার ভাইস প্রেসিডেন্ট খুররম খুরশীদ জুম্মাহ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জালালাবাদ অ্যাসোসিয়েশনের সভাপতি ময়নুল হক চৌধুরী হেলাল, বিশিষ্ট রাজনীতিবিদ আবু সাঈদ আহমেদ, বিশিষ্ট রাজনীতিবিদ সাইফুল খান হারুন, আমানত হোসেন আমান, তাওহিদুর রহমান ফারুক, মূলধারার রাজনীতিবিদ এন মজুমদার, আব্দুস শহীদ, বাংলাদেশ সোসাইটির সাবেক সহ সাধারণ সম্পাদক সিরাজউদ্দিন আহমেদ সোহাগ, জালালাবাদ অ্যাসোসিয়েশনের সহ-সভাপতি আহবাব চৌধুরী খোকন, সামাদ মিয়া।  ইফতারের পূর্বে দোয়া ও বিষেশ মুনাজাত পরিচালনা করে সাহবাজ আহমেদ।

অভিষেক্ত কর্মকর্তারা হলেন সভাপতি মিজানুর রহমান মিজান, সহ-সভাপতি ফজির আহমেদ আশরাফ, সৈয়দ এনাম আহমদ, মোহাম্মদ তোফায়েল, সাধারণ সম্পাদক আব্দুর রব কাওসার, সহ-সাধারণ সম্পাদক জোহায়েব চৌধুরী, ফরিদ খন্দকার আক্তার, শেরুজ্জামান শিরু, কোষাধ্যক্ষ মোহাম্মদ তৌফিক আলম, সাংগঠনিক সম্পাদক শাহবাজ আহমদ, সহ সাংগঠনিক সম্পাদক শাহ আরাফাত রহমান টিটু, প্রচার সম্পাদক ফয়সল আহমদ চৌধুরী, সাহিত্য সম্পাদক মুজিবুর রহমান মনির, অপ্যায়ন সম্পাদক ফয়ছল আহমদ শিকদার, ক্রীড়া সম্পাদক মোহাম্মদ ইয়াকুব আলী, মহিলা সম্পাদিকা শীলা রানী পাল, কার্যকরি সদস্য সারওয়ার চৌধুরী, জুয়েল আহমদ, ফয়ছল আহমদ, মোহাম্মদ আব্দুল মালিক ও জাকারিয়া আহমদ।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে শিনা রাইট  সবাইকে রমজানের শুভেচ্ছা জানিয়ে বলেন, আজকের অনুষ্ঠানে মেয়র এরিক এডামস আসার কথা ছিলো, কিন্তু তিনি অসুস্থ। বর্তমানে আইসোলেশনে রয়েছেন। তিনি বলেন, ঐক্যবদ্ধ থাকলে সব কিছুই করা সম্ভব। সেটা আমরা প্রমাণ করেছি মেয়র নির্বাচনের সময়। আমরা সবাই দ্বিতীয়বারের মতো নিউইয়র্কের মেয়র নির্বাচিত করেছি এক কৃষ্ণাঙ্গ। তিনি আরো বলেন, আমরা ঐক্যবদ্ধ থাকলে আমাদের হাউজিং সমস্যা, চিকিত্সা এবং শিক্ষা সমস্যা সমাধান করতে পারবো।


ম্যানুয়েল কাস্ট্রো বলেন, আমি নিজেও একজন ইমিগ্র্যান্ট ছিলাম। সুতরাং আমি ইমিগ্র্যান্টদের কষ্ট এবং সমস্যা বুঝি। তিনি বলেন, আমার কাজ হচ্ছে ইমিগ্র্যান্ট কমিউনিটির সমস্যার সমাধান করা। আপনাদের যে কোন সমস্যা থাকলে আমাদের সাথে যোগাযোগ করবেন, আমরা আপনাদের সহযোগিতার চেষ্টা করবো।

অন্যান্য বক্তারা বালাগঞ্জ ও ওসমানীনগর সংগঠনের কর্মকাণ্ডের প্রশংসা করেন। তারা বলেন, এটি একটি সুন্দর সংগঠন। সবার মধ্যে সৌহার্দ্য-সম্প্রীতি বজায় রয়েছে। যা আগামীতেও রক্ষা করা উচিত।

অনুষ্ঠানকে সফল এবং সার্থক করার জন্য সভাপতি মিজানুর রহমান মিজান সবাইকে ধন্যবাদ জানান এবং যারা সহযোগিতা করেছেন তাদের প্রতি কৃতজ্ঞতা জানান।

শেয়ার করুন