০৩ মে ২০১২, শুক্রবার, ০৩:০২:৫৬ পূর্বাহ্ন


২৮ অক্টোবর ঢাকার মহাসমাবেশ কেন্দ্র করে সৃষ্ট পরিস্থিতি
জয়েন্ট স্টেটমেন্টে যুক্তরাষ্ট্র সহ ৭ দেশের আহ্বান
দেশ রিপোর্ট
  • আপডেট করা হয়েছে : ৩০-১০-২০২৩
জয়েন্ট স্টেটমেন্টে যুক্তরাষ্ট্র সহ ৭ দেশের আহ্বান


২৮ অক্টোবর শনিবার বিএনপির রাজনৈতিক মহাসমাবেশ পন্ড হয়ে যাওয়া নিয়ে সৃষ্ট ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে যুক্তরাষ্ট্র, বৃটেন, অস্ট্রেলিয়া, কানাডা, জাপান, দক্ষিণ কোরিয়া, নরওয়ে সরকার। এ বিষয়ে যৌথ একটি বিবৃতি দিয়েছে এ দেশগুলোর কূটনৈতিক মিশন। ঢাকাস্থ যুক্তরাষ্ট্রের দূতাবাসের ফেসবুক একাউন্টে আজ সোমবার ‘জয়েন্ট স্টেটমেন্ট ফ্রম ডিপ্লোম্যাটিক মিশনস’ শীর্ষক ওই বিবৃতিতে আরও বলা হয়-


‘সহিংসতায় যারা প্রাণ হারিয়েছেন বা আহত হয়েছেন তাদের প্রতি আমাদের সহমর্মিতা। বিবৃতিতে আরও বলা হয়, সব অংশীদারের প্রতি আমরা সহিংসতা থেকে বিরত থাকতে ও সংযম প্রদর্শনের আহ্বান জানাই। একই সঙ্গে একটি অবাধ, সুষ্ঠু, অংশগ্রহণমূলক ও শান্তিপূর্ণ নির্বাচনের পরিবেশ সৃষ্টি করতে একসঙ্গে কাজ করার আহ্বান জানাই।’ 

শেয়ার করুন