২০ এপ্রিল ২০১২, শনিবার, ০১:৩৩:৪৯ অপরাহ্ন


মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস ও ড.হাছান মাহমুদ সাক্ষাত
মার্কিন নিষেধাজ্ঞা তুলে নেয়াও দীর্ঘপ্রক্রিয়া
বিশেষ প্রতিনিধি
  • আপডেট করা হয়েছে : ২৩-০৪-২০২২
মার্কিন নিষেধাজ্ঞা তুলে নেয়াও দীর্ঘপ্রক্রিয়া মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস ও ড.হাছান মাহমুদ সাক্ষাত, এ সময় মার্কিন দূতাবাস ও মন্ত্রনালয়ের অণ্য কর্মকর্তাও উপস্থিত ছিলেন। ছবি/সংগৃহীত


বাংলাদেশে মার্কিন যুক্তরাষ্ট্রের নব নিযুক্ত রাষ্ট্রদূত পিটার হাস সাক্ষাত করেছেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদের সঙ্গে। বৃহস্পতিবার সচিবালয়ে ওই সাক্ষাত করেন তিনি। সাক্ষাত শেষে তিনি সাংবাদিকদের জানান, বাংলাদেশকে আরও ভালোভাবে জানতে তিনি মন্ত্রী পরিষদের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করছেন। বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের ৫০ বছরের সম্পর্ক দ্রুত আরো ঘনিষ্ট হবে বলেও তিনি আশা রাখেন। 

এদিকে বৈঠক শেষে তথ্যমন্ত্রী ড.হাছান মাহমুদ র‌্যাবের উপর নিষেধাজ্ঞা প্রসঙ্গে বলেন, এ বিষয়ে আলোচনা হয়েছে। সেটি একটি দীর্ঘ প্রক্রিয়ার মাধ্যমে হয়েছে। নিষেধাজ্ঞা তুলে নিতেও প্রক্রিয়া দীর্ঘ। তবে তা যথাযতভাবে অনুসরন করা হচ্ছে। 

তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এ সময় তিনি আরো বলেন, সাম্প্রতিক সময়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে বিভিন্ন পর্যায়ে চলমান আলোচনা আমাদের দু’দেশের সম্পর্ককে আরও গভীর করার ক্ষেত্রে ভূমিকা রাখছে। 

এ সময় হাছান মাহমুদ বলেন, ‘আমি রাষ্ট্রদূতকে জানিয়েছি, বাংলাদেশে যেভাবে গণমাধ্যম কাজ করে, অনেক উন্নয়নশীল দেশে এভাবে কাজ করতে পারে না। আমি যুক্তরাজ্যের উদাহরণ দিয়েছি। সেখানে গণমাধ্যমে কোনও ভুল সংবাদ পরিবেশিত হলে, কারও বিরুদ্ধে অসত্য সংবাদ পরিবেশিত হলে, কারও চরিত্র হনন করা হলে, যেভাবে গণমাধ্যমকে জরিমানা গুনতে হয়, আমাদের দেশে তেমনটি নয়। বিভিন্ন দেশের গণমাধ্যমের তুলনামূলক চিত্র নিয়ে আলোচনা হয়েছে।’

শেয়ার করুন