২৮ মার্চ ২০১২, বৃহস্পতিবার, ০২:১০:৩৮ অপরাহ্ন


জেএফকে বাংলাদেশি ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের নতুন কমিটি
দেশ রিপোর্ট
  • আপডেট করা হয়েছে : ৩১-০৫-২০২৩
জেএফকে বাংলাদেশি ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের নতুন কমিটি


জেএফকে বাংলাদেশি ওয়ার্কার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের নতুন কমিটি গঠন করা হয়েছে। সভাপতি নির্বাচিত হয়েছেন মীর্জা গিয়াসউদ্দিন আহমেদ এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন এম এ গফুর খান। ১৭ সদস্য বিশিষ্ট এই কমিটি গত ১২ মে শুক্রবার সাধারণ সভায় গঠন করা হয়। জেএফকে বাংলাদেশি ওয়ার্কার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের ঈদ পুনর্মিলনী ও সাধারণ সভা ওজনপার্ক রাধুনী পার্টি হলে অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন সংগঠনের প্রতিষ্ঠাতা আহ্বায়ক মীর নূর নবী এবং অনুষ্ঠান সঞ্চালনার দায়িত্ব পালন করেন প্রতিষ্ঠাতা সদস্য সচিব এম এ গফুর খান। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন মো. মাহাতাব উদ্দিন এবং স্বাগত বক্তব্য রাখেন আয়োজক কমিটির সভাপতি সামসুল আলম সিকদার ও সদস্য সচিব সারওয়ার জাহান। সাধারণ সভা আগামী তিন বছর তথা ২০২৩-২০২৫ সালের জন্য কার্যকরি ও উপদেষ্টা পরিষদের সব উপস্থিত সদস্যদের সর্বসম্মতিক্রমে অনুমোদিত হয়। অ্যাসোসিয়েশনের সংবিধান উপস্থাপন করেন সংবিধান রচয়িতা প্রধান উপদেষ্টা অ্যাডভোকেট জামাল উদ্দিন আহামেদ জনি। সংবিধান উপস্থাপনের পর সর্ব সম্মতিক্রমে অনুমোদিত হয়। প্রধান সমন্বয়ক হিসেবে গুরুত্বপূর্ণ  দায়িত্ব পালন করেন গোলাম সারোয়ার। উন্মুক্ত আলোচনায় সব সদস্যের অংশগ্রহণে সভাটি প্রাণবন্ত হয়ে ওঠে। নৈশভোজ শেষে সবার উপস্থিতিকে স্বাগত জানিয়ে সমাপনী বক্তব্য রাখেন নবনির্বাচিত সভাপতি মির্জা গিয়াস উদ্দিন আহামেদ। কার্যকরি কমিটির ২৩-২৫ সালের নবনির্বাচিত কর্মকর্তারা হলেন-সভাপতি মির্জা গিয়াসউদ্দিন আহামেদ, সিনিয়র সহসভাপতি মো. কামাল উদ্দিন, সহসভাপতি সামসুল আলম সিকদার, সাধারণ সম্পাদক এম এ গফুর খান, যুগ্ম-সম্পাদক গোলাম সারোয়ার, সাংগঠনিক সম্পাদক সারোয়ার জাহান, সহসাংগঠনিক সম্পাদক মো. তামিমুর রহমান, কোষাধ্যক্ষ মো. রফিকুল ইসলাম, সহ-কোষাধ্যক্ষ শাহেদ রহমান, দপ্তর সম্পাদক সাইফুজ্জামান, প্রচার সম্পাদক এড: সরদার মোতাহার হোসেন সেলিম, সমাজকল্যাণ সম্পাদক খাজা আহামেদ, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক জোসেফ বিশ্বাস, মহিলা বিষয়ক সম্পাদিকা তানজিদা বেগম, কার্যকরি সদস্য রনি সাহা, ফরিদা পারভীন রিনা এবং মোহাম্মদ এফ ইসলাম।

উপদেষ্টা পরিষদ

প্রধান উপদেষ্টা অ্যাডভোকেট জামাল উদ্দিন আহামেদ জনি, উপদেষ্টা  মীর নূর নবী, অ্যাডভোকেট ওয়াহেদুর রহমান, মো. মাহাতাব উদ্দিন, অ্যাডভোকেট রফিকুল ইসলাম, মামুন মজুমদার, শাহ মো. সাখাওয়াত, ইউসুফ এম আলমগীর, সৈয়দ জিয়াউস সামস, অ্যাডভোকেট শরীফ উদ্দিন, মো. জোবায়ের আহামেদ, বিকাশ কান্তি বড়ুয়া, সানজিত মৃধা, মো. আনিসুল হক, তারেকুর রহমান, শিল্পি রানী দাস ও সোনিয়া সুলতানা।

শেয়ার করুন