২৯ মার্চ ২০১২, শুক্রবার, ০৭:৪৩:০১ অপরাহ্ন


যুক্তরাষ্ট্র জাতীয় পার্টির মেয়াদোত্তীর্ণ কমিটির ইফতারে প্রতিপক্ষের হামলা
দেশ রিপোর্ট
  • আপডেট করা হয়েছে : ২৩-০৪-২০২২
যুক্তরাষ্ট্র জাতীয় পার্টির মেয়াদোত্তীর্ণ কমিটির ইফতারে প্রতিপক্ষের হামলা যুক্তরাষ্ট্র জাতীয় পার্টির ইফতারের ব্যানার খুলে নিচ্ছেন অনিক


গত ডিসেম্বর মাসে যুক্তরাষ্ট্র জাতীয় পার্টির আহ্বায়ক কমিটি পাঠানো হয় কেন্দ্রীয় কমিটি থেকে। সেই কমিটির আহ্বায়ক হচ্ছেন আব্দুন নূর বড় ভুইয়া এবং সদস্য সচিবের দায়িত্বে রয়েছেন আসেফ বারী টুটুল। অন্যদিকে জাতীয় পার্টির সভাপতির হাজী আব্দুর রহমান এবং সাধারণ সম্পাদক আবু তালেব চৌধুরী চান্দুর নেতৃত্বাধীন কমিটি এখনো পর্যন্ত তাদের কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছেন। তাদের বক্তব্য হলো যুক্তরাষ্ট্র জাতীয় পার্টির আহ্বায়ক কমিটি দেয়া হয়েছে কিন্তু মূল কমিটি বিলুপ্ত করা হয়নি। যে কারণে আমরা কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছি। অন্যদিকে জাতীয় পার্টির আহ্বায়ক আব্দুন নূর বড় ভুইয়া জানান, যেহেতু কেন্দ্রীয় কমিটি আহ্বায়ক কমিটি দিয়েছেন সেহেতু যুক্তরাষ্ট্র জাতীয় পার্টির কোন অস্তিত্ব নেই। তারপরেও তারা জাতীয় পার্টির নামে কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে যা সম্পূর্ণ অনৈতিক এবং সংগঠন বিরোধী।

আবু তালেব চৌধুরী চান্দু জানান, গত ১৩ এপ্রিল এস্টোরিয়ার বৈশাখী রেস্টুরেন্টে আমরা জাতীয় পার্টির পক্ষ থেকে ইফতার মাহফিলের আয়োজন করেছিলাম। সেই ইফতার মাহফিলে হামলা চালিয়েছেন যুক্তরাষ্ট্র জাতীয় পার্টির আহ্বায়ক আব্দুন নূর বড় ভুইয়ার নেতৃত্বে মাহবুবুর রহমান অনিক, ওসমান চৌধুরী ও আব্দুল কাদের লিপু। তিনি বলেন, ইফতার মাহফিলে তখন দোয়া চলছিলো। এই সময় তারা সেখানে উপস্থিত হন। আমি তাদের বসতে অনুরোধ করি। কিন্তু তারা আমার কথা শুনছিলো না। যুক্তরাষ্ট্র জাতীয় পার্টি নিয়ে কথা কাটাকাটি শুরু হয়। এক পর্যায়ে মাহবুবুর রহমান অনিক আমাদের পোস্টার ছিঁড়ে ফেলেন এবং নিয়ে যান। এ ব্যাপারে আহ্বায়ক বলেন, তারা জাতীয় পার্টির নাম ভাঙ্গিয়ে অনুষ্ঠান করছে। এটা কোনোভাবেই মেনে নেয়া যায় না। যে কারণে মাহবুবুর রহমান অনিক তাদের পোস্টার ছিঁড়ে ফেলেন। তিনি আরো বলেন, তাদের কোন বৈধতা নেই, জাতীয় পার্টির নাম বা ব্যানার ব্যবহার করার। তিনি আরো বলেন, তাদের বারবার অনুরোধ করার পরও তারাও অবৈধ কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছেন। যে কোনো বৈধ কমিটিই এর প্রতিবাদ করবে। মাহবুবুর রহমান অনিক শুধু প্রতিবাদ করেছেন এবং পোস্টার ছিঁড়ে ফেলেছেন। তিনি বলেন, এর পর আমরা চলে আসি। আরেক সূত্রে জানা গেছে, এই ঘটনায় পুলিশ ডাকাডাকি হয়েছে এবং পুলিশ এসেছে। সেই সাথে পুলিশ রিপোর্ট করা হয়েছে।


শেয়ার করুন