২৯ এপ্রিল ২০১২, সোমবার, ০৫:৫৩:৪৭ পূর্বাহ্ন


ক্যাপ্টেনসী ছেড়ে দিলেন তামিম
নিজস্ব প্রতিবেদক
  • আপডেট করা হয়েছে : ০৪-০৮-২০২৩
ক্যাপ্টেনসী ছেড়ে দিলেন তামিম কোচ হাতুরাসিংহের সঙ্গে তামিম। দুইয়ের সম্পর্কটা ভাল যাচ্ছেনা বলেই যত গুঞ্জন/ফাইল ছবি


চট্টগ্রামে আফগানিস্তানের বিপক্ষে সিরিজের মাঝপথে অবসর নেয়া নিয়ে তুমুল নাটকীয়তার জন্ম দেয়ার পর তামিম অবসর ভেঙ্গে খেলায় ফেরেন। সেটা প্রধানমন্ত্রীর আহ্বানে ওই ফেরা ছিল তার। এরপর থেকে ছুটিতে। আবারও তিনি আলোচনায়। এবার তিনি ছেড়ে দিলেন জাতীয় দলের ওয়ানডে ক্যাপ্টেনসী। খেলবেন না এশিয়া কাপও। 

বিসিবি সভাপতি নাজমুল হাসানের বাসভবনে বৃহস্পতিবার রাতে বৈঠকে বসেন তামিম। সেখানেই নিজের সিদ্ধান্তের কথা বিসিবি প্রধানকে জানান তিনি। সভা শেষে সাংবাদিকদের তিনি বলেন, ‘আমরা অনেক আলোচনা করেছি। আমার সমস্যা, কী সমস্যা ছিল, কী হবে সামনে, সবকিছু নিয়ে। আমি একটা ব্যাপারে সিদ্ধান্ত নিয়েছি, যেটা উনাদেরকে বলেছি, কারণও জানিয়েছি... আজকে থেকে বাংলাদেশ ওয়ানডে দলের অধিনায়কত্ব থেকে পদত্যাগ করছি।’ 

তিনি বলেন, ‘ইনজুরি একটা ইস্যু। আমি ইনজেকশন দিয়ে এসেছি (লন্ডন থেকে)। কিন্তু ইনজেকশনটাও কিন্তু হিট অ্যান্ড মিসের মতো। আমার কাছে মনে হয়, দলের জন্য... সবসময়ই একটা কথা বলে এসেছি, সবকিছুর ওপরে আমি সবসময়ই দলের কথাই ভাবি। আমার মনে হয়, দলের কথা চিন্তা করে আমার সরে যাওয়াটাই হবে সবচেয়ে ভালো। আমরা একসঙ্গে মাননীয় প্রধানমন্ত্রীর সঙ্গেও কথা বলেছি আজকে। আমার ম্যাসেজটা উনাকে দিয়েছি। উনিও বুঝেছেন এবং যা বলার আমাকে সুন্দর করে বুঝিয়ে বলেছেন। তবে মূল ব্যাপার হলো এটি যে, আমার কাছে মনে হয়েছে, দলের ভালোর জন্য আমার অধিনায়কত্ব থেকে সরে যাওয়া উচিত এবং মনোযোগ দেওয়া উচিত শুধু খেলোয়াড় হিসেবে ও যখনই সুযোগ আসবে, চেষ্টা করা উচিত নিজের সেরাটা দেয়ার।’ 

 

শেয়ার করুন