২০ সেপ্টেম্বর ২০১২, শুক্রবার, ০৫:৩১:৪১ অপরাহ্ন


বঙ্গবন্ধুর শাহাদতবার্ষিকীতে ওয়াশিংটন বাংলাদেশ দূতাবাসের বিশেষ প্রার্থনা
দেশ ডেস্ক
  • আপডেট করা হয়েছে : ১৬-০৮-২০২৩
বঙ্গবন্ধুর শাহাদতবার্ষিকীতে ওয়াশিংটন বাংলাদেশ দূতাবাসের বিশেষ প্রার্থনা


জাতীয় শোক দিবস ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদতবার্ষিকী উপলক্ষে ওয়াশিংটন ডিসিস্থ বাংলাদেশ দূতাবাস গত ১১ আগস্ট জুমার নামাজের পর ইসলামিক সেন্টারে এক দোয়া ও বিশেষ প্রার্থনার আয়োজন করে।

এ উপলক্ষে ১৯৭৫ সালের ১৫ আগস্টের কালরাতে নিহত বঙ্গবন্ধু ও তার পরিবারের অন্য সদস্যদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। এতে বিভিন্ন দেশের রাষ্ট্রদূত ও কূটনীতিকসহ বিপুলসংখ্যক মুসল্লি অংশগ্রহণ করেন। মোনাজাতে যুক্তরাষ্ট্রে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ ইমরান এবং দূতাবাসের কর্মকর্তা-কর্মচারীরাও অংশ নেন। পরে মিশনের পক্ষ থেকে মুসল্লিদের মধ্যে খাবার পরিবেশন করা হয়।

১৫ আগস্ট জাতির পিতার ৪৮তম শাহাদতবার্ষিকী যথাযোগ্য মর্যাদায় পালনের জন্য বাংলাদেশ দূতাবাস বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে। এ উপলক্ষে বিভিন্ন বয়সী প্রবাসী বাংলাদেশি শিশুদের জন্য বঙ্গবন্ধুর জীবন ও কর্মের ওপর এক রচনা প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে।

শেয়ার করুন