২৭ এপ্রিল ২০১২, শনিবার, ০৪:৫৯:৪০ অপরাহ্ন
শিরোনাম :
‘ব্রাজিল থেকে জীবন্ত গরু আনা সম্ভব, তবে প্রক্রিয়া জটিল’ খালেদা জিয়ার সঙ্গে মির্জা ফখরুলের ঘন্টাব্যাপী সাক্ষাৎ বিশ্বের প্রতি যুদ্ধকে ‘না’ বলার আহ্বান প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭ জানুয়ারির সংসদ নির্বাচনে গণতান্ত্রিক ধারাবাহিকতা প্রতিষ্ঠা হয়েছে - হাবিবুল মার্কিন পররাষ্ট্র দফতরের প্রতিবেদন অনুমান ও অপ্রমাণিত অভিযোগ নির্ভর- পররাষ্ট্র মন্ত্রনালয় ইউরোপে ভারতীয় ৫২৭ পণ্যে ক্যান্সার সৃষ্টিকারি উপাদন শনাক্ত বাংলাদেশ ব্যাংকে সাংবাদিকদের প্রবেশে কড়াকড়ি বিএনপির আন্দোলন ঠেকানোই ক্ষমতাসীনদের প্রধান চ্যালেঞ্জ বিএনপিকে মাঠে ফেরাচ্ছে আওয়ামী লীগ উপজেলা নির্বাচন নিয়ে অদৃশ্য চাপে বিএনপি


সর্বস্তরের মানুষের শ্রদ্ধা নিবেদন, গার্ড অব অনার
ঈশ্বরদীতে সিপিবি নেতা শামছুজ্জামান সেলিম সমাহিত
নিজস্ব প্রতিবেদক
  • আপডেট করা হয়েছে : ১৯-০৮-২০২৩
ঈশ্বরদীতে সিপিবি নেতা শামছুজ্জামান সেলিম সমাহিত


মহান মুক্তিযুদ্ধের বীর সেনানী, এ দেশের কমিউনিস্ট আন্দোলনের প্রখ্যাত নেতা, ক্ষেতমজুর সমিতির সাবেক সভাপতি, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)’র কেন্দ্রীয় কমিটির প্রেসিডিয়াম সদস্য কমরেড শামছুজ্জামান সেলিমের প্রতি আজ ১৯ আগস্ট সকাল ১০টায় ঈশ্বরদী ঈদগাহ ময়দানে ঈশ্বরদী উপজেলা নির্বাহী কর্মকর্তা সমীর সরকার-এর নেতৃত্বে রাষ্ট্রীয় সম্মান গার্ড অব অনার প্রদান করা হয় ও পরে টিএনও শ্রদ্ধা নিবেদন করেন।


এরপর বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)'র কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক কমরেড রুহিন হোসেন প্রিন্স, সহকারী সাধারণ সম্পাদক মিহির ঘোষ, কেন্দ্রীয় কমিটির সদস্য কমরেড অনিরুদ্ধ দাশ অঞ্জন, কমরেড আনোয়ার হোসেন রেজা, কমরেড নিমাই গাঙ্গুলি, কমরেড রাগিব আহসান মুন্না, কমরেড লাকী আক্তার, কমরেড ইদ্রিস আলী, কমরেড মোতালেব হোসেন, কমরেড নুরুল ইসলাম গাজী, কমরেড জাহিদুল ইসলাম সজীব এবং একতা টিভির প্রতিনিধি আজিজ আহমেদ; পাবনা জেলা, উপজেলাসহ পার্টির বিভিন্ন শাখা ও গণসংঠনের নেতৃবৃন্দ, কমরেড ইসমাইল হোসেন ও মোস্তফা নুরুল আমিনের নেতৃত্বে সিপিবি সিরাজগঞ্জ জেলা, কমরেড আবুল হোসেন ও মাহবুবুর রহমান মজনুর নেতৃত্বে যশোর জেলা সিপিবি, কমরেড আশরাফুল আলমের নেতৃত্বে পঞ্চগড় জেলা, কমরেড আমিনুল ফরিদ, কমরেড মতিয়ার রহমান ও কমরেড লিয়াকত কাক্কুর নেতৃত্বে বগুড়া জেলা সিপিবি, কমরেড বদিউজ্জামান ও রামজানুজ্জামানের নেতৃত্বে জয়পুরহাট জেলা সিপিবি, কমরেড নির্মল চৌধুরী ও আলফুজ্জামানের নেতৃত্বে নাটোর জেলা সিপিবি, কমরেড আতিয়ার রহমানের নেতৃত্বে নীলফামারী জেলা সিপিবি শ্রদ্ধা জানান আজীবন এই বিপ্লবীর প্রতি। এ ছাড়াও পুষ্পস্তবক অর্পণ করেন স্থানীয় খেলাঘর, উদীচীসহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ।

 

এসময় বক্তব্য রাখেন সিপিবির সাধারণ সম্পাদক কমরেড রুহিন হোসেন প্রিন্স, সিপিবির সহ-সাধারণ সম্পাদক কমরেড মিহির ঘোষ, সিপিবির সদস্য এবং ক্ষেতমজুর সমিতির সাধারণ সম্পাদক কমরেড আনোয়ার হোসেন রেজা, সিপিবির কেন্দ্রীয় সদস্য লাকী আক্তার, সিপিবি রাজশাহী সমন্বয় কমিটির সমন্বয়ক ইসমাইল হোসেন, সিপিবি বগুড়া জেলার সাধারণ সম্পাদক আমিনুল ফরিদ, বাংলাদেশ ট্রেড ইউনিয়ন কেন্দ্রের আন্তর্জাতিক সম্পাদক মাহাবুবুর রহমান মজনু। স্থানীয় বিভিন্ন দলের নেতৃবৃন্দের মধ্যে বক্তব্য রাখেন ঈশ্বরদীর এমপি আলহাজ্ব নুরুজ্জামান বিশ্বাস, সাবেক পৌর মেয়র আবুল কালাম আজাদ মিন্টু, মুক্তিযোদ্ধা কমান্ডার নজরুল ইসলাম মিন্টু, কমরেড শামছুজ্জামান সেলিমের ছোট ভাই বীর মুক্তিযোদ্ধা শহীদউজ্জামান নাসিম, আওয়ামী লীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা চান্না মন্ডল, সিপিবি পাবনা জেলা সাধারণ সম্পাদক সালফি আল ফাত্তাহ্, পাবনা জেলা সিপিবির ভারপ্রাপ্ত সভাপতি আব্দুর রাজ্জাক, জেলা কমিটির নেতা মিজানুর রহমান, সাবেক সাধারণ সম্পাদক ও কৃষক নেতা আহসান হাবীবসহ জেলা কমিটির নেতৃবৃন্দ, ঈশ্বরদী পৌর শাখা সিপিবি নেতা জাহিদুল হাসান রিপন, সিপিবি ঈশ্বরদী উপজেলার সদস্য ডাক্তার অলক মজুমদার ও গোলজার হোসেন।


এরপর জানাযা শেষে তাকে মুক্তিযোদ্ধা কবরস্থানে সমাহিত করা হয়।


শেয়ার করুন