২৯ মার্চ ২০১২, শুক্রবার, ১০:০৩:০৫ অপরাহ্ন


তুরস্ক ও সিরিয়ায় শক্তিশালী ভূমিকম্প
ভূমিকম্পে মৃত্যু সংখ্যা ৫০০০ এর কাছাকাছি
দেশ রিপোর্ট
  • আপডেট করা হয়েছে : ০৭-০২-২০২৩
ভূমিকম্পে মৃত্যু সংখ্যা ৫০০০ এর কাছাকাছি ভূমিকম্পে ধ্বংসস্তুুপের পাশে হারানোর বেদনাকাতর একজন বয়স্কা নারী/ছবি সংগৃহীত


তৃরস্ক ও সিরিয়ায় শক্তিশালী ভূমিকম্পে মৃত্যুর সংখ্যা হু হু করে বাড়ছে। আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলো প্রতিনিয়ত আপডেট জানাচ্ছে। উদ্ধারকারীদের তথ্য অনুসারে বিবিসি সর্বশেষ আপডেটে জানাচ্ছে মৃত্যু সংখ্যা ৫০০০ (পাঁচ হাজার) এর কাছাকাছি। এখনও বিভিন্ন ধসে পরা ভবনের নিচ থেকে উদ্ধার হচ্ছে মানুষ। এমন ঘঠনায় গোটা বিশ্বে নেমে এসেছে শোকের ছায়া। সাধ্যমত সাহায্যের হাত বাড়িয়ে দিচ্ছেন সবাই। 

এর আগে মৃত্যু সংখ্যা ৩৮ হাজার ছাড়িয়েছে বলে জানানো হয়েছিল। ভূমিকম্পের সময় আহত হয়েছেন আরো বহু মানুষ। খবর বিবিসি’র। 


সেখানে এখনও অনেক মানুষ নিখোজ রয়েছেন। অনেকেই তাদের পরিবার পরিজন ও আত্বীয় স্বজনদেরও খোজ নিচ্ছেন। ধারনা করা হচ্ছে এসব মানুষের বেশীরভাগই ভূমিকম্পে ধসে পরা ভবনের ধ্বংস্তুুপের নিচে চাপা পরেছেন। তবে উদ্ধার কর্মীরা তাদের কর্মকান্ড অব্যাহত রেখেছেন। 


এদিকে যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থার (ইউএসজিএস) দেয়া তথ্য অনুসারে স্থানীয় সময় সোমবার ভোররাতে সিরিয়ার নিকটবর্তী ও তুরস্কের দক্ষিন পূর্বাঞ্চলে যে ভুমিকম্প আঘাত হানে তার রিখটার স্কেলে ভূমিকম্পটির মাত্রা ছিল ৭ দশমিক ৮। যেহেতু ভোর রাতের ঘটনা তাই ওই সময় বেশির ভাগ মানুষ ঘুমাচ্ছিলেন। এবং এতে করে মৃত্যু ও আহতের সংখ্যা বেশী।  

 

শেয়ার করুন