০১ মে ২০১২, বুধবার, ৬:১০:৫৪ অপরাহ্ন
শিরোনাম :
যুক্তরাষ্ট্রে এবার বন্দুকধারীর গুলিতে তিন আইনশৃংলাবাহিনীর সদস্য নিহত ‘বিশেষ চাহিদা সম্পন্নদের প্রতিভা বিকাশে কোন ধরনের প্রতিবন্ধকতা রাখা যাবে না’ সরকার ও বেসরকারি উদ্যোগে দরিদ্রমুক্ত দেশ গড়ে উঠবে - আসাদুজ্জামান খান কামাল ৭০ শতাংশ মৃত্যু অসংক্রামক রোগে, বাজেটে বরাদ্দ বৃদ্ধির দাবি ‘বিদেশে দেশবিরোধী অপপ্রচারকারীদের বিরুদ্ধে স্থানীয় আইনে ব্যবস্থা নিন’ ভূল স্বীকার করে সরে দাড়ানোয় একজনের বহিস্কারাদেশ প্রত্যাহার বাফেলোতে সন্ত্রাসীদের গুলিতে দুই বাংলাদেশী নিহত ‘শেরে বাংলা আপাদমস্তক একজন পারফেক্ট বাঙালি ছিলেন’ বিএনপির বহিস্কৃতদের জন্য সুখবর! মে দিবসে নয়পল্টনে বিএনপির শ্রমিক সমাবেশ


সমাবেশ পন্ড করে দেয়া রাজনৈতিক ষড়যন্ত্রেরই ইঙ্গিত বহন করে - বাংলাদেশ জাসদ।
নিজস্ব প্রতিনিধি
  • আপডেট করা হয়েছে : ২৮-১০-২০২৩
সমাবেশ পন্ড করে দেয়া রাজনৈতিক ষড়যন্ত্রেরই ইঙ্গিত বহন করে - বাংলাদেশ জাসদ।


বাংলাদেশ জাসদ সভাপতি শরীফ নুরুল আম্বিয়া ও সাধারণ সম্পাদক নাজমুল হক প্রধান আজ ২৮ অক্টোবর বিরোধী দল সমূহের পূর্ব ঘোষিত মহা সমাবেশের কর্মসুচীকে পন্ড করে দেয়ার তীব্র নিন্দা জানিয়েছেন। আজ এক বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, এটা অত্যন্ত দূঃখজনক যে সরকার দেশে একটা গ্রহণযোগ্য অংশগ্রহন মূলক নির্বাচনের যে দাবী রাজনৈতিক অঙ্গন থেকে উত্থাপিত হয়েছে তা আমলেই নিচ্ছেন না।


আমরা বহুবার সরকারকে বিষয়টিকে গুরুত্ব সহকারে বিবেচনায় নিয়ে সকল পক্ষের সাথে আলাপ আলোচনার মাধ্যমে সঙ্কট সমাধানের পথ উন্মুক্ত করতে আহবান জানিয়েছি। কিন্তু সরকারকে এব্যাপারে উদ্যোগী হতে আমরা দেখিনি। উপরোন্তু বিরোধী দল সমূহের রাজনৈতিক কর্মকান্ডকে বাঁধাগ্রস্ত করার প্রবণতা বিশেষ ভাবে লক্ষণীয়। এর পূর্বেও বিরোধী দল সমূহের কর্মসূচী বাঁধা গ্রস্থ করতে পরিবহণ ধর্মঘট সহ পথে ঘাটে বাঁধা প্রদানেরে ঘটনাও আমরা লক্ষ্য করেছি। আজও বিএনপির সমাবেশ স্থলের অনেক দূরে কাকরাইলের একটি বিচ্ছিন্ন ঘটনাকে মোকাবেলার নামে পুলিশ যেভাবে সমাবেশ স্থলে আক্রমন করে সমাবেশ পন্ড করেছে তাতে এটির মধ্যে স্পষ্টতই একটি ষড়যন্ত্রের গন্ধ পাওয়া যাচ্ছে।


আমরা পুলিশের এধরনের পদক্ষেপের নিন্দা জানাই। দেশের রাজনীতি যেভাবে সংঘাতের দিকে যাচ্ছে তা অত্যন্ত আতঙ্কের এবং উৎকণ্ঠার। রাজনীতিতে এধারা অব্যাহত থাকলে দেশের নিরাপত্তা এবং অর্থনীতি দূটোই হুমকির মুখে পড়বে। এর দায় সরকারকেই বহন করতে হবে। আমরা সরকারকে এই একগুঁয়ে অবস্থান থেকে সরে আসার আহবান জানাচ্ছি। অন্যথায় দেশের রাজনৈতিক বিপর্যয়ের সকল দায়ভার সরকারকেই নিতে হবে।’’

শেয়ার করুন